অল্প কয়দিন হল- টেক টিউন্সের সদস্য হয়েছি, তার থেকেও অনেক বেশি দিন হয়ে গেছে, TT তে দিনে একবার হলেও ঢুঁ মারা চাই। সবার টিউন্স দেখে আমার মনটাও বারবার বলত কিছু লেখার জন্য। কিছু রসদ তো জমা আছে। লেখা শুরু করবার পর দিনে দিনে আরও কিছু যোগাড় হয়ে গেছে। তারই একটা আজ আপনাদের সাথে Share করবো।
যে আমি নিজে Tutorial সম্পর্কে একটু কম আগাইতাম, সেই আমিই এই Software এর মাধ্যমে Step by step Video Tutorial বা Screen Shot Tutorial খুব সহজেই রপ্ত করতে পেরেছি। আপনারা ও পারবেন, যারা আগে পারতেন না।
কি কি Tools আছে, তার একটা Snapshot দেখুনঃ
প্রয়োজন হতে পারে ভেবে সংগ্রহে রাখতে পারেন। Feature গুলিও বেশ চমৎকার।
Set Up File, Serial ও Key-gen: এখানে। Total Size: 72 MB.
ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী টিউনে.....
আমি মধু সমাদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 185 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। কাজের জিনিস রেখে দিলাম।