স্মার্টলি হ্যান্ডেল করুন আপনার কম্পিউটারের বুটিং টাইম

সাধারণ কম্পিউটার ব্যবহারকারী এবং ক্ষেত্র বিশেষে অনেক মোটামুটি এ্যাডভান্স ইউজারদের যে বিষয়টি নিয়ে বিরক্ত হতে দেখা যায় সেটি হচ্ছে পিসির বুটিং। কারো কম, কারো বেশি। তবে কারো কারো আবার এতই বেশি যে মাঝে মাঝে পিসি মাথার উপরে তুলে আছাড় দেয়ার জোগাড় হয়!

এক্ষেত্রে আমরা অনেকেই যা করে থাকি তা হল, রান ডায়লগ বক্স থেকে msconfig ওপেন করে স্টার্টআপের কিছু কিছু এ্যাপ্লিকেশান কমিয়ে আনা। বুটিং টাইম কমিয়ে আনার এটি কমন উপায়। তবে ব্যাবহারকারী যদি এ্যাডভান্স না হন, যদি তিনি আমার মত ইউজার হয়ে থাকেন (যাদের পিসির আতিপাতি ঘাঁটতে ভালো লাগেনা) তাদের জন্যে বুটিং টাইম কমিয়ে আনার একটি সহজ উপায় হচ্ছে সলিউটো। কারণ আসলে আমরা এটাই ঠিক করতে পারিনা যে স্টার্টআপ থেকে কোন কোন প্রোগ্রাম বাদ দিব আর কোনটা রাখব!

soluto1

হ্যাঁ, বরাবরের মত এটিও একটি ফ্রিওয়্যার। সফট টি ডাউনলোড করে ইন্স্টল সারার পরেই আপনাকে আপনার পিসি রিস্টার্ট করাতে হবে। এর রিস্টার্টে সলিউটো আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনাকে জানাবে আপনার পিসি বুটিং এর পেছনে কতটুকু সময় ব্যয় করছে। পিসি স্টার্ট হওয়ার সাথে সাথে সলিউটো রান করুন। সলিউটো এ ব্যাপারে আপনাকে ডিটেইল দিবে।

soluto2

উপরের বামে এ্যানালাইসস থেকে দেখানো হচ্ছে আপনার পিসি বুটিং এ কতটুকু সময় নিয়েছে এবং এবং স্টার্টআপনে কি কি প্রোগ্রাম রান হয়েছে।

soluto3

সেন্টারেই আপনি দেখতে পারবেন আপানার স্টার্টআপে রান হওয়া প্রোগ্রামগুলোর ক্যাটেগরাইজাড (কালার কোডেড ভিউ)। সেখান থেকে সহজেই একটা আইডিয়া পাওয়া সম্ভব।

soluto4

প্রথমেই বাম কোনায় সবুজ সেকশান। এই রঙের মানে হচ্ছে এই প্রোগ্রামগুলো আপনি চাইলে সহজেই স্টার্টআপ থেকে বাদ দিতে পারবেন। সবুজ সেকশানে ক্লিক করে আপনি আলাদা আলাদা করে দেখে নিতে পারবেন কোনটা কতটুকু সময় খাচ্ছে।

soluto5

আপনি দেখতে পাবেন প্রোগ্রামের নাম এবং কতটুকু সময় নিচ্ছে। সেখানে ক্লিক করে আপনি স্পেসিফিক প্রোগামটি আরেকটি ডায়লগ আকারে দেখতে পারবেন। বুটিং থেকে বাদ দিতে চাইলে আপনি এটিকে ডিসিলেক্ট করে দিন। চাইলে pause ও করতে পারবেন অথবা keep inboot!

soluto6

এর পরের সেকশানটি হচ্ছে কমলা রঙের। এটিও অনেকটা সবুজের মত ইন্ডিকেশান। তবে এখানে প্রয়োজনীয় এবং অপ্রোয়জনীয় সিস্টেমের কম্বিনেশান দেখা যায়। এখানে একটু চোখ কান খোলা রেখে টুইক করতে পারলে বুটিং টাইম কমিয়ে আনা সম্ভব।

soluto7

এর পরেই আসছে ধুসর সেকশান।

soluto8

আপনার সিস্টেমের জন্যে খুবই দরকারী। এই সেকশানকে টেম্পার না করাই শ্রেয়! কি হতে কি হয় আল্লাহ জানেন। যাই হোক আমি ব্যক্তিগতভাবে প্রথম দুটো সেকশানকে টুইক করেই ভালো ফলাফল পেয়েছি।

আশা করি আপনাদেরও কাজে আসবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এক কথায় অসাধারন

Level 0

টিনটিন ভাই ডাওনলোড করা যায় না তো…। সাইন আপ করতে বলে তারপর র কিছহুই হই না… ডিরেক্ট লিঙ্ক দেন না ভাই… …প্লিজ …।। টিউন এর জন্য অনেক ধন্যবাদ।।

সোহান ভাই কি ভুল কইরা টিটিতে আইলেন নাকি….??? 😛
যেমনেই আসেন…. মারাত্মক একখান টিউন কইরা ফেলছেন, এ ব্যাপারে কোন ডাউট নাই……

    Level 0

    মারাত্মক একখান টিউন কইরা ফেলছেন, এ ব্যাপারে কোন ডাউট নাই

    পুরাপুরি একমত

ধন্যবাদ।

অসাধারন জিনিস।ধন্যবাদ দুঃসাহসী টিনটিন ভাইকে।

A+

ভাই, লিঙ্ক কই?

ও পাইসি

ডাবাল সেন্চুরির অপেক্ষায়……………………………..

Level 0

Salam bhai,
ami install korechi abong restart korar por somoy dekhiyeche 2 min. but tarpor to aar kichi dakhay na.
ektu explain koren plz..
regards and thanks
mohid

দারুন হইছে টিনটিন ভাই, প্রিয়তে গেল।

খুবই ভাল টিউন এতে কোন সন্দেহ নাই,ধন্যবাদ টিউনের জন্য।

ভাল হয়েছে। দয়া করে নিম্নলিখিত বইগুলোর ডাউনলোড লিন্ক দেবেন।
The Guide to Basic Home Networking by Mitz pantic (tips4pc.com)
COMPUTER BASICS ABC 123 by Mitz pantic (tips4pc.com)
Recover your Computer from a Black Screen by Mitz pantic (tips4pc.com)
and one software link pls
Vdownloader plus with serial or keygen .