"ম্যাজিক সফটওয়্যার" শিরোনামে অনেকদিন থেকে ভাবছি কিছু সফটওয়্যারের রিভিউ পোষ্ট করবো৷ কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো কথা কম বলে,কাজ বেশি করে (মানে পিচ্চি মরিচে ঝাল বেশি,সাইজে ছোট হলে ও কাজ করে বড়-সড়)৷আজ এমনই একটা সফটওয়্যারের কথা বলবো,যেগুলোকে আমি "ম্যাজিক সফটওয়্যার" উপাধিতে ভূষিত করেছি৷"ম্যাজিক সফটওয়্যার"-১ এ যে সফটওয়্যারের কথা বলবো তার নাম Fireshot (814kb) ৷অনেক সময় দেখা যায় কোন Website এর iNformation সেইভ করে রাখার প্রয়োজন হয়৷তখন তা *.Html বা *.Txt আকারে সেইভ করতে হয় Browser এর Save As Menu থেকে৷এতে সময় ও বেশি লাগে এবং মাঝে মাঝে Website এর কিছু ছবি সেইভ ও হয় না৷কেমন হয় যদি এক ক্লিকে আপনি Load করা Webpage টি যেমন দেখছেন ঠিক সে রকম Image File আকারে সেইভ হয়!Fireshot (814kb) দিয়ে তা সম্ভব৷এই সফটওয়্যার দুই ধরনের Browser Internet Explorer ও FireFox এর জন্য পাওয়া যায়৷আপনি যে Browser ব্যবহার করেন সে অনুযায়ি Fireshot Download করে নিন৷এরপর আপনার Browser এ একটি Fireshot নামের নতুন বাটন যোগ হবে৷"S" বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page...(যদি আপনি পুরো সাইটটি সেইভ করতে চান) এ Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিন৷৪টি ভিন্ন ফরমেটে আপনি সেইভ করতে পারবেন৷*.Jpg,*.Png,*.Gif এবং *.Bmp৷আপনি Jpg ফরমেটে সেইভ করলে হার্ডডিস্কের স্পেস তুলনামূলক কম খাবে৷এরপর যেকোনো Website এর Screenshot নেবার দরকার হলে Website টি Load হলে Browser এর নতুন "S" লেখা বাটনে একবার ক্লিক করুন৷এরপর একটা মেসেজ আসলে একটু কষ্ট করে একবার Enter Press করুন৷
ম্যাজিক!!!
আপনি চাইলে শুধু Visible Screen এর Screenshot ও নিতে পারেন৷সে জন্য "S" বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page... এর পরিবর্তে Capture Visible Area... অংশে ক্লিক করুন৷আপনি চাইলে Fireshot এর নিজস্বঃ Image Editor দিয়ে Screenshot Edit করতে পারেন৷
Internet Explorer ব্যবহারকারীদের জন্য-
Click This Link (814 kb)
FireFox ব্যবহারকারীদের জন্য-
http://screenshot-program.com/fireshot.xpi (821 kb)
পরবর্তি "ম্যাজিক সফটওয়্যার" রিভিউ প্রকাশিত হবে ব্লগারদের Response এর উপর ভিত্তি করে৷"ম্যাজিক সফটওয়্যার"-২ রিভিউ এ আলোচনা করবো সেইভ করা Screenshot এর সাইজ কোনো রকম Quality Loss ছাড়াই কিভাবে আরো ছোট করা যায় (With another MAGIC SOFTWARE and Without any Extra Software)৷
ততক্ষন পর্যন্ত ভাল থাকুন
আমি আমি ডিলিট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডিলিট
কিছু স্ক্রিনসট দিলে বেশ ভালো হত। তবে দারুন আইডিয়া – ম্যাজিক সফট। চালু রাখুন।