ফুলের জন্য আছে যেমন ফুলদানি, ছবির জন্য আছে তেমন কিউবদানি!

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। পরীক্ষার কারনে বেশ কিছুদিন টিউন করা থেকে বিরত ছিলাম। যদিও ভিজিটর হিসেবে নিয়মিত ছিলাম। 😛 এখন থেকে আবার নিয়মিত টিউন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আজকে যে সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি তার নাম হলো Photo Cube Show। বরাবরের মত এটাও ছবি নিয়ে টিউন। তো এ সফটওয়্যারটির কাজ হলো আপনার সিলেক্ট করা ছবিগুলো ডেস্কটপ এর শূন্যে ঘুর্নায়নভাবে ভাসতে থাকবে। নিচের ছবিটা দেখুন

ইচ্ছা করলে কিউবের সাইজ ছোট বা বড় করা যাবে। এমনকি বেকগ্রাউন্ডও পরিবর্তন করা যাবে।

আরও যা যা করতে পারবেনঃ

  • একসাথে ৬টি ছবি লোড করা যায়।
  • বেকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।
  • ঘুর্নায়নের স্টাইল অনেক রকম করা যাবে।
  • কিউবের সাইজ ছোট বড় করা যাবে।
  • ইচ্ছামত ছবি যুক্ত করা যায়।

এছাড়া আরো কত কি!
বিস্তারিত দেখুন এখানে

ডাউনলোড লিঙ্কঃ

PhotoCubeShow1.1

সাথে প্যাচ ফাইল দেয়া আছে। ফুলভার্শন করার জন্য ইন্সটল করা EXE ফাইলটি প্যাচ ফাইলের মাধ্যমে দেখিয়ে দিন। তারপর যেকোন সিরিয়াল নাম্বার দিয়ে ফুলভার্শন করে নিন। এটি মাত্র 2.5MB।

আশা করি সবার ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর সফট।

ভাল লাগল,

সুন্দর সুন্দর!!!!!!!!!!!!!!!!!!

চমৎকার সফট !!!
ধন্যবাদ ব্রাদার…………

হ্যা আপনাদের মতো টিউনারদের নিয়মিত দেখতে চাই।!!!!

আমি আপনার টিউনের অপেক্ষায় ছিলাম…………………………………….ফাটাফাটি হইছে!!!

Level 0

ধন্যবাদ হাসান ভাই , ভাল হয়েছে ।

ফিরে আসার জন্য ধন্যবাদ। এখন নিয়মিত টিউন চাই।

A+

হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আপনি দইয়া করে ইউসার ও নাম্বার টা দিবেন [email protected]

    সোহেল ভাই প্যাচ ফাইল সাথে দেয়া আছে। সফটওয়্যারটি ইন্সটল করার পর Exit করুন। তারপর প্যাচ ফাইলটি ওপেন করুন। C:\Program Files\Photo Cube Show ফাইলটি দেখিয়ে দিন। এখন pach এ ক্লিক করুন। সফটওয়্যারটি এবার ওপেন করুন। যে কোন ১১টি ডিজিট দিয়ে ফুল ভার্শন করে নিন।
    ধন্যবাদ।

ভাল হয়েছে।

ভাই এনিমেটেড g.i.f দিলেতো g.i.f টা তো নড়াচড়া করেনা।।??!!

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্),
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভাই ফুলভার্শন করার চেষটা করে পারলাম না। যদি সহজ করে জানাতেন।
আললাহ হাফেজ

    সফটওয়্যারটি ইন্সটল করার পর Exit করুন। তারপর প্যাচ ফাইলটি ওপেন করুন। C:\Program Files\Photo Cube Show ফাইলটি দেখিয়ে দিন। এখন pach এ ক্লিক করুন। সফটওয়্যারটি এবার ওপেন করুন। যে কোন ১১টি ডিজিট দিয়ে ফুল ভার্শন করে নিন।
    ধন্যবাদ।

ভাল টিউন…ধন্নবাদ

Level 0

Really excellent

আপনার ফটো নিয়ে টিউন গুলো আমার অনেক কাজে লাগে। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাই।

ফাতাহ তোমার সব টিউন গুলা ভাল…………… ভাল সফটওয়ত্বার, ধন্যবাদ শেয়ার করার জন্য।

হাসান ভাই আপনি যে Multi email notifier সফট দিয়েছিলেন তাতে check inbox এ কি অন্য কোনো ব্রাঊজার ডিফল্ট হিসেবে রাখা যাবে internet explorer এর বদলে।

ধন্যবাদ …………।ভাল লাগল ………।।খব ইইইই…।

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। 🙂