কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। পরীক্ষার কারনে বেশ কিছুদিন টিউন করা থেকে বিরত ছিলাম। যদিও ভিজিটর হিসেবে নিয়মিত ছিলাম। 😛 এখন থেকে আবার নিয়মিত টিউন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আজকে যে সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি তার নাম হলো Photo Cube Show। বরাবরের মত এটাও ছবি নিয়ে টিউন। তো এ সফটওয়্যারটির কাজ হলো আপনার সিলেক্ট করা ছবিগুলো ডেস্কটপ এর শূন্যে ঘুর্নায়নভাবে ভাসতে থাকবে। নিচের ছবিটা দেখুন
ইচ্ছা করলে কিউবের সাইজ ছোট বা বড় করা যাবে। এমনকি বেকগ্রাউন্ডও পরিবর্তন করা যাবে।
এছাড়া আরো কত কি!
বিস্তারিত দেখুন এখানে
সাথে প্যাচ ফাইল দেয়া আছে। ফুলভার্শন করার জন্য ইন্সটল করা EXE ফাইলটি প্যাচ ফাইলের মাধ্যমে দেখিয়ে দিন। তারপর যেকোন সিরিয়াল নাম্বার দিয়ে ফুলভার্শন করে নিন। এটি মাত্র 2.5MB।
আশা করি সবার ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
সুন্দর সফট।