আমার দ্বিতীয় অনুদিত গ্রন্থ “ইসলামের সচিত্র গাইড” সবাইকে শুভেচ্ছা উপহার

আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আমার  একটি অনুদিত গ্রন্থ “ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী” বইটি শেয়ার করেছিলাম। আশা করি সে বইটি আপনাদের ভাল লেগেছে।

পরে আরেকটি বই অনুবাদ করলাম। এ বইটির নাম “ইসলামের সচিত্র গাইড” এ বইয়ে ইসলামের মৌলিক কিছু বিষয়কে চিত্রসহ উপস্থাপন করা হয়েছে।

“মানব সৃষ্টি প্রক্রিয়া” সম্বন্ধে ইসলাম ও আধুনিক বিজ্ঞান কি বলে এবং পাহাড়,সমুদ্র, মেঘমালা, মানুষের মগজ ও পৃথিবী সৃষ্টি প্রভৃতি বিষয়ে ইসলাম ও আধুনিক বিজ্ঞান কি বলে সেটাকে এখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য যে, বইটি বাংলা ভাষায় অনুবাদের আগে বিশ্বের আরও ৩৮ টি ভাষায় অনুদিত

হয়েছে।

তাহলে, আর দেরী কেন? ঝটপট নিচের লিঙ্ক থেকে বইটির ই-বুক ভার্সনটা ডাউনলোড করে

নিন। আর বইটা কেমন হল জানাতে ভুলবেন না আশা করি।

http://www.box.net/shared/nbji941nlc

------------------------------------------------------------------

আগেকার বই: ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী

http://www.box.net/shared/ur4612703i

বইগুলো ভাল লাগলে আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন বলে আশা করি।

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই অনেক ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনাকে ধন্যবাদ সেয়ার করার জন্য।

ফ্রী ডাউনলোড
http://active-download.blogspot.com/

দারুন হয়েছে আল্লাহ আপনাকে এর বিনিময় দিক

    সাইফুল ভাই,
    আপনি কি টেকটিউনসেও আসেন? আজই প্রথম জানতে পারলাম যে, আপনি এই সাইটেও আসেন। যাহোক আমাকে কি চিনতে পেরেছেন?

ধন্যবাদ ব্রাদার………

    রুহুল আমীন ভাই, আপনাকেও ধন্যবাদ।
    দোয়ার স্পিড বাড়িয়ে দেন। আল্লাহ যেন আরও বেশী বেশী লেখার তাওফিক দেন।

Level 0

ধন্যবাদ আপনাকে,,,,,,,,,,চালিয়ে যান ।

    ভাই, বেশী বেশী দোয়া করেন। আল্লাহ যেন আমার যোগ্যতা বাড়িয়ে দেন। আরও বেশী বেশী যেন লেখালেখি করতে পারি। ধন্যবাদ, আপনাকে কমেন্ট করার জন্য।

প্রথমেই অনেক শুকরিয়া। আপনার অনুদিত দুটি গ্রন্থই আমার ভাল লাগছে। দোয়া করি যেন আরও সামনে এগিয়ে যেতে পারেন।
”বিজ্ঞানের অগ্রযাত্রায় মুসলমানদের ভূমিকা” এই বিভাগে ২য় এবং ৩য় ছবিটি আসেনি।
ভাল থাকবেন।

    আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগল। এজন্য আল্লাহ তায়ালার শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। ”বিজ্ঞানের অগ্রযাত্রায় মুসলমানদের ভূমিকা” বিভাগে ৩ টা ছবি দেয়া হয়েছে। আমি তো তিনটাই দেখতে পাচ্ছি। তিনটাই এসেছে। আপনার কাছে না আসার কারণ বুঝতে পারছি না।

    দুয়া করবেন, আল্লাহ তায়ালা যেন জাতিকে আরও বেশী বেশী জিনিস উপহার দেয়ার তাওফিক আমাকে দান করেন। আমীন।

ধন্যবাদ ভাই । এরকম আরো চাই।

    দুয়া করেন ভাই, ইচ্ছা আছে জাতিকে আরও বেশী বেশী উপহার দেয়ার।

Level 0

ধন্যবাদ আপনাকে।

পরে পড়বো… ডা…………ড করে রাখছি

Level 0

HOW YOU MAKE THIS BOOK . I WANT TO LEARN FROM YOU