ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার)

বিসমিল্লাহির রাহমানীর রাহীম

আজ এলাম আপনাদের সামনে একটা অটোরান ভাইরাস রিমুভাল টুলস নিয়ে। আমরা যারা উইন্ডোজ ইউজার তারা সব সময়ই একটা সমস্যায় ভুগী।আর তা হল ভাইরাস। আর আমাদের কম্পিউটার গুলোতে এই ভাইরাসের আগমন ঘটে সাধারনত ফ্লাস ড্রাইভের মাধ্যমে। কিন্তু ভাইরাসের ভয়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আবার ফ্লাস ড্রাইভ ব্যবহার করা ও ছেড়ে দেয়া যাবে না। কারন এই যুগে ফ্লাস ড্রাইভের সাহায্য সহজে তথ্য বহন করতে পারি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারন ইউএসবি ভাইরাস কিলার। আসুন দেখে নেই একটি স্কিনসট।

File Size: 829 KB

প্রথমে সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। ইনষ্টল করার সময় আটো ভ্যাকসিন সিলেক্ট করে দিন। তাহলে আপনার ফ্লাস ড্রাইভটি লাগানোর সাথে সাথে ভ্যাকসিন করে ফেলবে। ইনষ্টল করার পরে vaccinate computer এ ক্লিক করে আপনার কম্পিউটারটি vaccin করে নিন।

সমাপ্ত



Level 0

আমি পথহারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 536 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই মাত্র ডাউনলোড করলাম। দেখি ভাইরাস যায় কি না, ধন্যবাদ আপনাকে।

দেখি ডাউনলোড করে। ভাই এত তারাতারি টিউন করেন কেমনে। গোপন রহস্যটা কি?

    কোন গোপন রহস্য নাইরে ভাই। ভালো থাকবেন।

ভালো জিনিস।

পিসি’র অটোরান অপশনটা বন্ধ করে দিন আর ইউএসবি ডিক্স সিকিউরিটিটা লাগিয়ে নিন…. ব্যাস ঝামেলা শেষ….
আর সবচেয়ে ভালো…. উবুন্টু/মিন্ট ব্যবহার শুরু করুন….. ভাইরাসের চিন্তা আপনা আপনিই মাথা থেকে দূর হবে…..

ধন্যবাদ………………………………।।

Level New

আমি ইউ.এস.বি ডিস্ক সিকিউরিটি ব্যবহার করি
তবে তোমার সফটওয়্যারটা কাজের। ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

এটা বেটা ভার্শন

Level 0

valo jinish shohel vai

আগে থেকে জানতাম! ‍RMC Forum থেকে।

কষ্ট করে টিউনটা করার জন্য ধন্যবাদ!

    আপনি না জানলে কি হয়। আপনি BOSS না?

টিউনের জন্য ধন্যবাদ

    আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ..।

Level 0

ডাউনলোড করে রাখলাম, ধন্যবাদ।

ডাউনলোড করে রাখলাম
Computer tips & tricks
http://www.a2zbd.info

বাংলাদেশ ডিজিটাল আইটি সলিশন টিম প্রফেশনাল আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। তিন মাস মেয়াদী কোর্সটিতে ওয়েব ডিজাইন, এসইও, ব্লগিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্সের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। বিড করার কৌশল, কাজ পাওয়ার পদ্ধতি, কাজ বায়ারদের অ্যাকাউন্টে আপলোড করা, অর্জিত টাকা দেশে নিয়ে আসা প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হবে। কোর্স শেষে আউটসোর্সিং কাজের জন্য সহায়তা করা হবে। ফোন :01858-312544.

ভাই ডাউন‌লোড লিংক কোনটা?