আজ আমি মাল্টিমিডিয়া সিরিজের কয়েকটি সফটওয়ার আপনাদের সাথে শেয়ার করব। হয়ত সফটওয়ারগুলো অনেকের সংগ্রহে আছে আবার অনেকের নেই, যাদের নেই তাদের সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি ( যদি প্রয়োজন মনে করেন) । যাই হোক, এখন সফটওয়ারের দিকে যাওয়া যাক:-
১. Falco GIF Animator
এই সফটওয়ার দিয়ে আপনি যে কোন প্রকার এনিমেশন তৈরি করতে পারবেন এছাড়াও এনিমেশন এডিটিং করে আপনার পছন্দের মত করে নিতে পারবেন।
ডাউনলোড করুন ছবি ১
২. Xion audio player
অডিও গান শোনার জন্য সুন্দর একটি অডিও প্লেয়ার। অডিও প্রায় যে কোন ফরমেটের গান সার্পোট করে।
ডাউনলোড করুন ছবি ২
৩. videopad. এর মাধ্যমে আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন যেমন, এনিমেশন এড করা, ভিডিও যোগ করা, অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা, মিউজিক সেট করা ইত্যাদি ডাউনলোড করুন ছবি ৩
৪. Find mp3 download গান খোঁজার জন্য অসাধারন সার্চ ইন্জিন যার মাধ্যমে অপনি আপনার কাংখিত গানটি অতি দ্রুত খুজে বের করতে পারেন এছাড়াও একই সম্পর্কিত একাধিক গান আপনার সামনে হাজির করবে।
ডাউনলোড করুন
ছবি ৪
৫. Ringtone maker.
এই সফটওয়ারের মাধ্যমে আপনি আপনার পছন্দের গানের রিংটোন তৈরি করতে পারবেন এ সহ রিংটোনের সাথে বিভিন্ন প্রকার ইফেক্ট ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড করুন ছবি ৫
আজ এই পর্যন্তই। আগামীতে হয়ত আবারও কিছু সফটওয়ার নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।।
আপনাদের যদি কোন পছন্দের সফটওয়ার থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, পরবর্তী পর্বে সেগুলো দেওয়ার চেষ্টা করব।। টিউনটি কেমন লাগল তা জানালে অনেক খুশি হব।।।
আমি কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে।