মাঝে মাঝে মনে হয় যদি কম্পিউটার টা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যেতো। ইচ্ছা মতো যা খুশি করা যেতো সেই রিমোট দিয়ে। যেমন, গান শোনা, গান পরিবর্তন, যে কোন সফটওয়্যার চালানো কিংবা বন্ধ করা, কিংবা কম্পিউটারটাই বন্ধ করে দেওয়া।
হ্যা মহাশয়, যা যা বললাম ঠিক তাই করতে পারবেন যদি আপনার থাকে একটি জাভা এবং ব্লুটুথ সংবলিত হ্যান্ডসেট এবং আপনার কম্পিঊটারে থাকে ব্লুটুথ ডিভাইস।
যা করতে হবেঃ
১। প্রথমে এখান থেকে PhoneRemoteCTRLv5.2 সফটওয়্যারটি ডাউনলোড করুন।
২। আনজিপ করলে দুইটি ফোল্ডার দেখতে পাবেন। Mobile Java Client ফোল্ডার থেকে আপনার মোবাইল এ জাভা সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
৩। PC Phone Remote Control 5.2 ফোল্ডার থেকে পিসি সফটওয়্যারটি ইন্সটল করুন।
৪। এবার পিসি এবং মোবাইল এর ব্লুটুথ চালু করে নিন। মোবাইল এর সফটওয়্যারটি ওপেন করুন। প্রথমবারের মত পিসির সাথে কানেক্ট করুন। এরপর দেখুন মজা …
এই সফটওয়ার দিয়ে আপনি আপনার মোবাইল এ পুরো কম্পিউটার এর ডেস্কটপ দেখতে পাবেন। নেভিগেশন বাটন দিয়ে মাউস ইচ্ছে মত নাড়াচাড়া করতে পারবেন। তাই প্রায় সব সফট ওপেন কিংবা বন্ধ করতে পারবেন। এছাড়া ডিফল্ট হিসেবে মিডিয়া প্লেয়ার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ওপেন করতে পারবেন। কিংবা সরাসরি কোন ফাইল ব্রাউস করে ওপেন করতে পারবেন। তাই আর বসে না থেকে শুরু করে দিন দূর থেকে কম্পিঊটার চালানো।
যাদের পিসিতে ব্লুটুথ নাই তাদের জন্য বলছিঃ এখন খুব ছোট ইউ.এস.বি ব্লুটুথ পাওয়া যায় বাজারে। দাম ২০০-২৫০টাকা।
আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা নিয়ে একটা টিউন করেছিলাম…………তখন software টার নাম ছিলো- Bluetooth Remote Control
https://www.techtunes.io/mobileo/tune-id/12840/