মোবাইল দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ!!! এবার হা হয়ে যান আপনিও…

মাঝে মাঝে মনে হয় যদি কম্পিউটার টা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা যেতো। ইচ্ছা মতো যা খুশি করা যেতো সেই রিমোট দিয়ে। যেমন, গান শোনা, গান পরিবর্তন, যে কোন সফটওয়্যার চালানো কিংবা বন্ধ করা, কিংবা কম্পিউটারটাই বন্ধ করে দেওয়া।

হ্যা মহাশয়, যা যা বললাম ঠিক তাই করতে পারবেন যদি আপনার থাকে একটি জাভা এবং ব্লুটুথ সংবলিত হ্যান্ডসেট এবং আপনার কম্পিঊটারে থাকে ব্লুটুথ ডিভাইস।

যা করতে হবেঃ

১। প্রথমে এখান থেকে PhoneRemoteCTRLv5.2 সফটওয়্যারটি ডাউনলোড করুন।

২। আনজিপ করলে দুইটি ফোল্ডার দেখতে পাবেন। Mobile Java Client ফোল্ডার থেকে আপনার মোবাইল এ জাভা সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

৩। PC Phone Remote Control 5.2 ফোল্ডার থেকে পিসি সফটওয়্যারটি ইন্সটল করুন।

৪। এবার পিসি এবং মোবাইল এর ব্লুটুথ চালু করে নিন। মোবাইল এর সফটওয়্যারটি ওপেন করুন। প্রথমবারের মত পিসির সাথে কানেক্ট করুন। এরপর দেখুন মজা …

এই সফটওয়ার দিয়ে আপনি আপনার মোবাইল এ পুরো কম্পিউটার এর ডেস্কটপ দেখতে পাবেন। নেভিগেশন বাটন দিয়ে মাউস ইচ্ছে মত নাড়াচাড়া করতে পারবেন। তাই প্রায় সব সফট ওপেন কিংবা বন্ধ করতে পারবেন। এছাড়া ডিফল্ট হিসেবে মিডিয়া প্লেয়ার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ওপেন করতে পারবেন। কিংবা সরাসরি কোন ফাইল ব্রাউস করে ওপেন করতে পারবেন। তাই আর বসে না থেকে শুরু করে দিন দূর থেকে কম্পিঊটার চালানো।

যাদের পিসিতে ব্লুটুথ নাই তাদের জন্য বলছিঃ এখন খুব ছোট ইউ.এস.বি ব্লুটুথ পাওয়া যায় বাজারে। দাম ২০০-২৫০টাকা।

Level 0

আমি সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা নিয়ে একটা টিউন করেছিলাম…………তখন software টার নাম ছিলো- Bluetooth Remote Control

https://www.techtunes.io/mobileo/tune-id/12840/

    দূঃখিত আপনার টিউনটি আগে দেখি নাই। তবে আমারটাতে সিরিয়াল কি দেয়াই আছে। তাই আর কারো ভোগান্তি হবে না। আর ভাই অনুরোধ কোন সফটওয়্যার এর ট্রায়াল দিয়েন না। দিলে সিরিয়াল সহ দিয়েন। নইলে মেজাজ খুব খারাপ হয়। আর মেইল করে সিরিয়াল দেয়ার আমি কোন যুক্তি দেখি না।
    এই টিউনটা এখনি ডিলিট করছি না। আরো কেউ যদি আপত্তি জানায় তবে অবশ্যই ডিলিট করবো।

ভাই, এটা আমি ২ বছর ধরে use করছি। microsoft .net framework 2.0 install করতে হয়, তা আপনার টিউনে উল্লেখ করেননি। টিউনের জন্য ধন্যবাদ।

আমি যে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সেটা এই সফটওয়্যার এর মূল ওয়েবসাইট এর ই ডাউনলোড লিঙ্ক। এটাতে পাসওয়ার্ড দেয়া থাকেনা। আর টিউনে সরাসরি পাসওয়ার্ড দেয়া টেকটিউনস নীতিমালার বিরোধী, তাই দেইনি। তারপরেও যারা আমাকে মেইল করেছেন, সবাইকে দেয়ার চেষ্টা করেছি। এই সফটওয়্যার এর খোঁজ পাই আমি অনেক আগে কিন্তু তখন এর সাথে পাসওয়ার্ড ছিলনা। আমি ২ দিন পুরা ইন্টারনেট ঘেটে এটি পেয়েছিলাম।।

আর আমি আপনার টিউন ডিলিট করতে বলিনি। আপনি অবশ্যই আপনার টিউন রাখবেন। প্রযুক্তি সম্পর্কিত যেকোন বিষয় অথবা কোন সফটওয়্যার নিয়ে টিউন করার স্বাধীনতা সবারই আছে, তা সে যতবারই হক না কেন। তবে সেটি অবশ্যই হতে হবে আরো বেশি তথ্যবহুল ও বিস্তারিত বিবরনসহ, যাতে সবাই বিষয়টি নিয়ে আরো বেশি জানতে পারে।

“মোবাইল দিয়ে কম্পিউটার নিয়ন্ত্রণ!!! এবার হা হয়ে যান আপনিও”…..

আমার মুখতো বন্ধই রইল।

Level 0

সৌরভ ভাই, চায়না মোবাইলে ব্লটুটের মাধমে সরাসরি করা যায়,,, ধন্যবাদ…..।

এটা নিয়ে আমারও একটি বিস্তারিত বিবরন সহ টিউন আছে এবং সাথে সিরিয়াল কীও আছে। “এখন কম্পিউটারের রিমোট কন্ট্রোলার মোবাইল !”

যাই হোক ভালো টিউন। আর অনেকে এই কাজ করে কি জন্য আমার মাথায় ধরে না। টিউন করে, আবার বলে তাকে মেইল দিতে key জানতে বলে। ফালতু লোকেরা। 3rd ক্লাস মানোসিকতা। তাইলে আর টিউন করার দরকার কি। পারলে ফুল ভার্শন দেন, নাইলে টিউন করার দরকার নাই। অনেক টিউনার আছে।
overall সৌরভ ভাই ভালো টিউন।

ভাই সরাসরি লিংক দেন। ডাউনলোড হচ্ছে না

    কেন ভাই? আমরা তো ডাউনলোড করলাম।

    ভাই মিডিয়াফায়ার লিঙ্ক ই তো দিলাম। এতে তো সমস্যা হবার কথা না। আবার ট্রাই করে দেখেন।

ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও ধন্যবাদ…

Level 0

ব্লুটুথ দিয়ে কত দুর থেকা কম্পিউটার নিয়ন্ত্রণ করা যাবে ? !!!!!!!!!!!!

কম্পিউটার আর মোবাইল কিভাবে CONNECT করব? আমি সফটওয়ার সেটাপ দিয়েছি কিন্তু সার্চ করব কিভাবে

ভাই আপনার মোবাইল নম্বর টা দিন বিস্তারিত জানতে হবে। আমি কনেক্ট করতে পারছি না

আর কারো কাজে লাগুক আর নাই লাগুক আমার অন্তত কাজে লেগেছে।ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ

Level 0

ধন্যবাদ আপনাকে , ভাই আমার computer এ Bluetooth নাই , আপনার কাছে Bluetooth এর কোন সফট আছে ।

    ভাই কম্পিঊটার এ ব্লুটুথ না থাকলে ব্লুটুথ কিনতে হবে। আমি তো টিউন এর শেষে বলেছি যে ২০০-২৫০ টাকায় বাজারে ব্লুটুথ কিনতে পাওয়া যায়। এগুলো চালাতে সফটওয়্যার লাগে না। প্লাগ এন্ড প্লে।

Level 0

কাজের জিনিস

কাজের কিছু না… কিন্তু মজার জিনিস………………… ভাল ভাল টিউন করেন……………

অবশ্য এইটা ও ভাল……………

ধন্যবাদ

Level 0

Onek din por soft ta niye again try korlam. Setup hoyeche. But kichukhon por bolche,
This is a demo version. You will be automatically disconnected by pressing limited keys ???
Ager bar ki korecilam vhule gechi. Keo ki bolbe amai ?