কা’বা শরীফের তারাবীহ নামাজের ভিডিও

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। বেশ কিছুদিন পরে আবার একটা টিউন করতে আসলাম। আমার আজকের টিউনটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। আর তা হল- মুসলমানদের নামাজের কেবলাহ পবিত্র কা'বা শরীফের তারাহীহ নামাজের ভিডিও।

আমি একটি আরবদেশে (মিশর) থাকি। এখানে আসার আগে এখানকার পরিবেশ বা এদের আচার-আচরণ ইত্যাদি সম্বন্ধে স্বাভাবিক ভাবেই জানা থাকার কথা না। এখানে আসার পর তাদের বিভিন্ন বিষয় দেখে অনেক অনেক আশ্চর্য হতে হয়। ধরা যাক, তারাবীহ নামাজের কথা। যখন তারাবীহ নামাজ শেষে বিশেষ করে কুরআন খতম করার সময় যখন ইমাম সাহেব নামাজের ভিতরে দোয়া করেন তখন চারদিকে কান্নার রোল পড়ে যায়।

গত বছর কুরআন খতমের দিনে নামাজ পড়েছিলাম বিশ্বের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় আল-আযহার বিশ্ববিদ্যালয় মসজিদে। সেখানে দোয়ার ভিতরে মানুষের যে কান্না আমাদের দেশের শিশুরা যেমন কান্নাকাটি করে অবিকল সেই ধরনের।

এ ছাড়াও বিভিন্ন সময় দেখেছি অন্যান্য নামাজে যখন ইমাম সাহেব আযাবের আয়াত তেলাওয়াত করেন তখন অনেকে কেদে ফেলেন। এগুলো না দেখলে বিশ্বাস করা কঠিন। অনেক সময় ইমাম সাহেবও ডুকরে কেদে ফেলেন।

যা হোক, সব আরবদেশেই এ রকম অবস্থা দেখা যায়। আর আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে ইচ্ছা করতেছে সেটা হল- পবিত্র কা'বা শরীফের তারাবীহ নামাজের তেলাওয়াত ভিডিও সহ।

এখানে সাধারণত নামাজে ইমামতি করেন বিশ্ব মুসলিমের নয়নের মনি ইসলামিক স্কলার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডক্টর "ড.আব্দুর রহমান আস-সুদাইস"। তার তেলাওয়াতের মধ্যে আসলেই আলাদা একটা মধু আছে। যে কেউ সেটা মন দিয়ে শুনলে আবেগাপ্লুত হবে বলে আমার বিশ্বাস। সারা পৃথিবীতে তার তেলাওয়াতের রয়েছে আলাদা চাহিদা যা অন্য কারো তেলাওয়াতের ক্ষেত্রে তেমন দেখা যায় না। এখানকার প্রায় প্রতি বছরে (কখনও অন্য কেউ করে কিনা আমার জানা নেই) কুরআন খতম করার সময় তিনিই তারাবীহ নামাজের শেষ রাকাতে দোয়া পরিচালনা করেন। ২৯ তম তারাবীহের ভিডিও ডাউনলোড করে দেখবেন। সেখানে মানুষ কিভাবে কান্নাকাটি করে।

গত ১০ বছরের তারাবীহ নামাজ  ডাউনলোড করতে পারেন নিচ থেকে।

http://aswatalislam.net/ContentList.aspx?T=Video&C=Quran

আব্দুর রহমান আস সুদাইসের পুর্ণ কুরআন এম পি থ্রিতেও ডাউনলোড করতে পারেন নিচ থেকে।

http://aswatalislam.net/FilesList.aspx?T=Audio&C=Quran&T1=Quran%20-%20Abdul%20Rahman%20Alsudais%20-%20mp3

যা হোক আজ আপনাদের অনেক সময় নষ্ট করলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।

-----------------------------------------------------------------------------

আমার অনুদিত গ্রন্থঃ

ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তব তায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী।
http://www.box.net/shared/ur4612703i

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অশেষ ধন্যবাদ! আল্লাহ আপনার মঙ্গল করুন!

    ইসমাইল ভাইয়া আমার ওয়েবসাইটে তা কেমন হল বলেন ত
    http://djarifrocks.tk

    আপনাকেও ধন্যবাদ, আপনার ওয়েবসাইটে ঢুকলাম। ভাল হয়েছে। আরো উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

    ডিজি আরিফ ভাই, আপনার ওয়েব সাইট অনেক সুন্দর হয়েছে। এগিয়ে যান অনেক দুর—। ধন্যবাদ আপনাকে।

আল্লাহ আপনার মঙ্গল করুন!

Level 0

আপনাকে ধন্যবাদ ।

আমার খুব ভাল লাগলো ভাই সত্যি কথা প্রকাশ করার জন্য। আপনাকে ধন্যবাদ।

ভাল লাগল …………।অ………।ন…………।।ক ধন্যবাদ…………।।ভাল থাকবেন