কম্পিউটারের যে কোন গোপন জিনিস লুকিয়ে রাখার জন্য আমরা প্রায় সবাই কোন না কোন সফটওয়ার ব্যবহার করে থাকি। আবার অনেকের কাছে এরকম কোন সফটওয়ার নেই, যাদের নেই তাদেরকে সফটওয়ার বিহীন কিভাবে গপনীয় ড্রাইভ লুকিয়ে রাখা যায় তা শিখিয়ে দিব ( যাদের জানা নেই)।
যে ভাবে ড্রাইভ লুকাবেন :-
আপনার কম্পিউটারের কোন ড্রাইভ লুকাতে চাইলে প্রথমে START মেনু হতে RUN এ গিয়ে টাইপ করুন gpedit.msc তারপর ENTER চাপুন, একটি বক্স আসবে, ডান দিকে configuration এ ক্লিক করুন তারপর administration template এ ক্লিক করুন এরপর components windows explorer এ ক্লিক করলে ডানদিকের বক্স থেকে hide these specifie drives in my computer এ ক্লিক করুন, এরপর Properties খুলে যেই যেই ড্রাইভটি লুকাতে চান সেটা Select করে Enable করে দিন এখন OK তে ক্লিক করলেই ড্রাইভটি হারিয়ে যাবে। এখন My computer এ এসে দেখুন সেই ড্রাইভটি আর নেই। পরবর্তীতে ড্রাইভ ফিরে পেতে একই পথ অবলম্বন করুন শুধু Enable এর জায়গায় disable করে দিন। ভাল লাগলে কমেন্ট করবেন। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। এক নজরে আমার অন্যান্য টিউনগুলো
আমি কৌশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মহা কাজে লাগলো আপনার এই টিউনটি।ধন্যবাদ।অনেকেই বলেছে আপনাকে আর আজ আমিও বলছি যদি সম্ভব হয় তবে টিউনে ছবি সংযোগ করবেন।এতে পাঠকের যেমন বুঝতে সুবিধা হয় তেমনি টিউনেরও গুণগত মান বাড়ে।ভালো থাকবেন।