Usb modem দিয়ে ইন্টারনেট ব্যাবহারকারীদের জন্য একটি software

*566# টাইপের কমান্ড পাঠানো এর কাজ।
মডেমের সাথে যে সব সফটওয়্যার দেয়া তাদের বেশিরভাগ দিয়েই balance দেখা , card recharge করা যায় না ।এই সফটওয়্যার এর প্রথমেই যে টেক্সট বক্স আছে তাতে কমান্ড লিখে সেন্ড বাটন চাপলেই কিছুক্ষনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।

এছাড়া এতে , network এর signal strength যা dBm দিয়ে প্রকাশ করা হয়,দেখার ব্যাবস্থা আছে। -51 dBm সবথেকে ভাল সিগনাল নির্দেশ করে । -75 dBm থেকে -95 dBm সাধারণ সিগন্যাল । কিন্তু যতই -96dBm থেকে -113 dBm এর দিকে যায় ততই বাজে সিগনাল নির্দেশ করে। এরকম সিগনালে মডেম এর গরম হয়ে যাওয়ার সম্ভবনা থাকে ।
এই সফটওয়ারে প্রতি ৫ সেকেন্ড পর পর signal strength update করা হয়।
ডাউনলোড লিঙ্ক –
http://tuhinbc.byethost12.com/download.php?Down=USSD.zip
(৮ কিলোবাইট / .০০৮ মেগাবাইট)
সমস্যা হলে অন্য কোথাও আপলোড করব।
supported operating systems – win vista , win 7 , win 8
windows xp তে এটি চালাতে গেলে .net framework 2 or 3.5 ইন্সটল করতে হবে।

কেউ যদি কোন নতুন ফিচার চান বা কোনও পরিবর্তন তাহলে বলতে পারেন ।
এমনকি অন্য কোনও ছোটখাট সফটওয়ার বানানো যদি কারও দরকার থাকে তাহলে বলতে পারেন , অবশ্যই তা বিনামুল্যে।

Level 0

আমি tuhinbc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I will try…Thanks…

kaajer jinish……. THX!

Ami akti choto software use kori. Crack kore dite parben? Parle khub khusi hotam.

    Level 0

    @Made In Japan বেশি ভালবাসি: Sorry , crack হয়তো করতে পারবো না , কিন্তু বিকল্প কোন ব্যাবস্থা করতে পারি। সফটওয়্যার এর নামটা একটু বলেন বা ডাউনলোড লিংক।

গ্রামীণ বর্তমান 3G মডেম এর জন্য কল করার প্লাগিন দিতে পারবেন?
ধন্যবাদ।

    Level 0

    @তুহিন: Sorry . এই জিনিস টা আমি অনেক দিন থেকেই খুজছি , কিন্তু পাই নাই।

আমি মোবাইল মডেম use করি আমার কাজ হচ্ছে না। পারলে solve করেন।

Level 0

ক্যান মোবাইল কে মডেম হিসেবে ইউস করলে , সফটওয়্যার এর দরকার কি ? মোবাইল থেকেই তো এই কমান্ড পাঠানো যায়।
তারপরও যদি খুব দরকার থাকে তাহলে নিচের তথ্যগুলু দেন –
-নকিয়া , স্যামসাং না অন্য কিছু?
-device manager এ Ports (coms & LPT) সেকশন এ আপনার মোবাইল পাওয়া যাইতেছে কি?
গেলে সেটা কি COM2 না COM3 না অন্য কিছু?

Link ta change kre din please

    Level 0

    @অর্পন দাস: এখন আবার দেখুন , কাজ করছে।

Level 2

@Tuhin vai : apner modem er model no ki.

    Level 0

    @tuhinbc: @Firoz: ZTE MF190

    @Firoz: আপনি কাকে বলেছেন জানিনাতো তাই আমার মডেল ও দিলাম।
    ZTE MF193

Level 0

আপনি কমেন্টটা কি ঊপরে তুহিন নামে কমেন্ট করা ইউজার না আমাকে বলছেন ?
যাই হোক,আমার মডেম
ZTE MF190 , grameenphone থেকে কেনা।
আপনার মডেমে কি কাজ করছে না ?

Darunnnnn!!!! thanks a lot….

ভাইয়া আমার pc তে রান করছে না ইরোর আছে ।

    Level 0

    @রাকিব হাসান: আপনি কি এক্সপি ইউস করেন?করলে .net framework 2 download করে ইনস্টল করেন (২২ মেগা) ।
    আর যদি ভিস্তা , win ৭ ,৮ use করেন তাইলে error এর একটা scrrenshot or error message টা একটু দ্যান।

Failed to Find any Modem. Try Again দেখায়। আমি উইন্ডোজ ৮ ইউস করি।

    Level 0

    @mdnasiruddin100: যদি আপনার কম্পিউটারে modem software চালু থাকে আর একি সময় ইন্টারনেট ও কানেক্ট থাকে তাহলে এই software টা মডেমের সাথে যোগাযোগ করতে পারে না।তাই
    internet disconnect or modem software close করে দেখুন কাজ হয় কি না।
    আবার এটাও হতে পারে আপনার মডেম আমার টা (ZTE) থেকে আলাদা তাই অইটার functionality আলাদা।আমার কাছে একটাই মডেম ,তাই বেশি সংখক মডেমে টেষ্ট করার সুযোগ পাই নাই। তবে আপনি যদি আমাকে হেল্প করেন তাহলে আপনার মডেমের জন্য সাপোর্ট তৈরি করে দিতে পারব।

হ্যাঁ ঠিক আছে, Disconnect অবস্থায় কাজ করে। ধন্যবাদ।

Level 0

command line parameter আছে কি?

    Level 0

    @shahimran: না । আপনি কি অন্য কোন application থেকে রান করাতে চাচ্ছেন ? কিভাবে দরকার বলেন , আমি ঐভাবে তৈরি করে দিবনে।

Level 0

না । আপনি কি অন্য কোন application থেকে রান করাতে চাচ্ছেন ? কিভাবে দরকার বলেন , আমি ঐভাবে তৈরি করে দিবনে।

    Level 0

    @tuhinbc: জ্বি, আমি VB6 থেকে আপনার এ্রপলিকেশন কল করাতে চাচ্ছি। Parameter গুলো কমান্ড মোড থেকে দিতে চাই। আশা করছি বোঝাতে পেরেছি, না পারলে আপনার ফোন নম্বরটা যদি দেন, আমি ফোন করতাম

    Level 0

    @tuhinbc: আমি VB থেকে কল করতে চাচ্ছি এভাবে: USSD.exe *566#

      Level 0

      @shahimran: কিন্তু এইটা তো gui । কমান্ড লাইন ভার্সন (কনসোল)বানালাম – USSD_console.exe *566#
      লিঙ্ক – http://tuhinbc.byethost12.com/USSD_console.zip

      Level 0

      @tuhinbc: @shahimran:
      আমার ফোন নাম্বার তো software এ দেয়া আছে । screenshot দেখেন । সমস্য হলে বলবেন ।

        Level 0

        @tuhinbc: gui তে কমান্ড প্যারমিটার দেয়া যেত কিন্তু vb6 তো reply মেসেজ টা gui থেকে পড়তে পারত না।

          Level 0

          @tuhinbc: Nice bro. আমার দেখা বেস্ট বাংলাদেশী প্রোগ্রামারের মধ্যে আপনি অন্যতম। I’ll call u tonight. thanks for ur program.

          Level 0

          @tuhinbc: অনেক বড় জিনিস বললেন । হতে পারলে ভাল লাগত। ধন্যবাদ।

Level 0

তুহিন ভাই, খবর কি? বাগটা কি ঠিক করতে পেরেছেন?