*566# টাইপের কমান্ড পাঠানো এর কাজ।
মডেমের সাথে যে সব সফটওয়্যার দেয়া তাদের বেশিরভাগ দিয়েই balance দেখা , card recharge করা যায় না ।এই সফটওয়্যার এর প্রথমেই যে টেক্সট বক্স আছে তাতে কমান্ড লিখে সেন্ড বাটন চাপলেই কিছুক্ষনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।
এছাড়া এতে , network এর signal strength যা dBm দিয়ে প্রকাশ করা হয়,দেখার ব্যাবস্থা আছে। -51 dBm সবথেকে ভাল সিগনাল নির্দেশ করে । -75 dBm থেকে -95 dBm সাধারণ সিগন্যাল । কিন্তু যতই -96dBm থেকে -113 dBm এর দিকে যায় ততই বাজে সিগনাল নির্দেশ করে। এরকম সিগনালে মডেম এর গরম হয়ে যাওয়ার সম্ভবনা থাকে ।
এই সফটওয়ারে প্রতি ৫ সেকেন্ড পর পর signal strength update করা হয়।
ডাউনলোড লিঙ্ক –
http://tuhinbc.byethost12.com/download.php?Down=USSD.zip
(৮ কিলোবাইট / .০০৮ মেগাবাইট)
সমস্যা হলে অন্য কোথাও আপলোড করব।
supported operating systems – win vista , win 7 , win 8
windows xp তে এটি চালাতে গেলে .net framework 2 or 3.5 ইন্সটল করতে হবে।
কেউ যদি কোন নতুন ফিচার চান বা কোনও পরিবর্তন তাহলে বলতে পারেন ।
এমনকি অন্য কোনও ছোটখাট সফটওয়ার বানানো যদি কারও দরকার থাকে তাহলে বলতে পারেন , অবশ্যই তা বিনামুল্যে।
আমি tuhinbc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I will try…Thanks…