বিসমিল্লাহির রহমানির রহিম
সবাইকে সালাম জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজকে আনইনস্টল করার জন্য একটি সুন্দর সফটওয়্যারের বর্ননা দিলাম।
সাধারন ব্যবহারকারীরা সাধারনত নির্দিষ্ট কিছু সফটওয়্যারের উপর নির্ভরশীল থাকেন। কিন্তু যারা একটু এডভান্স তারা প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সফটওয়্যার ব্যবহার করেন। আবার অনেকে আছেন যারা কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করেন আবার কাজ শেষ হলে মুছে ফেলেন। তাদের প্রায়ই একটি সমস্যায় পড়তে হয়। তা হল প্রোগ্রাম আনইনস্টল না হওয়া। এছাড়া বেশীর ভাগ সফটওয়্যার আনইনস্টল করলেও তাদের অনেক ফাইল এবং রেজিট্রি কী থেকে যায়। ফলে হার্ডডিস্কের স্পেস নষ্ট হয় সাথে রেজিষ্ট্রি বড় হয়ে কম্পিউটারের গতি কমিয়ে ফেলে। এসব সমস্যা দুর করার জন্য একটি অসাধারন সফটওয়্যার হচ্ছে Your uninstaller 2010. এর সাইজ মাত্র ৯.৬৭ মেগাবাইট। সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
এ সফটওয়্যার টি দিয়ে কোন প্রোগ্রাম আনইনস্টল করলে এটি প্রোগ্রামটির সব ফাইল ও রেজিষ্ট্রি কী খুজে বের করে এবং এবং সেগুলো মুছে ফেলে। যার ফলে অকারনে হার্ডডিস্কের স্পেস নষ্ট হয় না এবং রেজিষ্ট্রি বড় হয় না। এর আরও কিছু সুবিধা আছে। সেগুলো নিচে দেয়া হল।
Ulities:
1. Startup Manager: এ ফাংশনটি দিয়ে স্টার্টআপের সময় চালু হওয়া প্রোগ্রাম নিয়ন্ত্রন করতে পারবেন।
2. Disk Cleaner: এ ফাংশনটির সাহায্যে আপনার সব ড্রাইভ থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতে পারবেন।
3. Start Menu: এ ফাংশনটি আপনাকে স্ট্রার্ট মেনুর সব প্রোগ্রাম সাজাতে এবং ইনভ্যালেড সর্টকাট দুর করতে সাহায্য করবে।
4. Trace Eraser: এ ফাংশনটি দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময় তৈরি হওয়া টেমপোরারি ফাইল, কুকি, সার্চ হিস্ট্রি, ব্রাউজ হিস্ট্রি ইত্যাদি মুছে ফেলতে পারবেন। যারা ইন্টারনেট ব্যবহারে গোপনিয়তা বজায় রাখেন তাদের এ ফাংশনটি কাজে লাগবে।
5. File Shredder: এ ফাংশনটির সাহায্যে আপনি যেকোন ফাইল চিরতরে মুছে ফেলতে পারবেন। যার ফলে ফাইলটি কোন রিকভারি সফটওয়্যার দিয়েও আর বের করা যাবে না।
6. Windows Tools: এ ফাংশনে উইন্ডোজের নিজস্ব কিছু ফাংশন পাওয়া যাবে। যেমন – ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, পলিসি এডিটর, শেয়ার্ড ফোল্ডার, সিস্টের রিস্টর, সার্ভিস, নেটওয়ার্ক ইনফরমেশন ইত্যাদি।
Hunter Mode:
এটি একটি সুন্দর ফাংশন। এটি ক্লিক করলে স্ক্রিনের মাঝে একটি গোল চিন্হ আসবে। চিন্হটি ক্লিক করে ডেস্কটপের যে কোন প্রোগ্রমের আইকনে সরাসরি ক্লিক করে প্রোগ্রামটি আনইনস্টল, বন্ধ বা প্রোগ্রামটিকে অটোরান থেকে মুছে ফেলতে পারবেন।
Advanced Uninstall: এ ফাংশনটি দিয়ে আনেক লুকনো প্রোগ্রাম আনইনস্টল করতে পারবেন।
Empty Gone: এ ফাংশনটি দিয়ে খালি ফোল্ডার ও ইনভ্যালেড আইকন মুছে ফেলতে পারবেন।
AutoFix: এ ফাংশনটি দিয়ে ইনভ্যালেড বা নষ্ট আনইনস্টল প্রোগ্রাম খুজে বের করে মুছে ফেলা যাবে।
এটি আনইনস্টলের জন্য আসলেই একটি দারুন সফটওয়্যার। ব্যবহার না করলে বুঝবেন না। আশা করি প্রোগ্রাম কাজে লাগবে।
বোনাস:
১. আজকে বোনাস হিসেবে একটা সুন্দর ওয়েব সাইটের ঠিকানা দিচ্ছি। এ সাইট থেকে সুন্দর সুন্দর আইকন, ওয়ালপেপার, ফটোসপ PSD পিকচার, ফটোসপ ব্রাস, ফন্ট ইত্যাদি ফ্রি ডাউনলোড করতে পারবেন।
লিঙ্কঃ http://all-free-download.com/
২. ফায়ারফক্সের লুকনো সেটিং দেখা এবং পরিবর্তনের জন্য ফায়ারফক্সের এ্যাড্রেসবারে নিচের কোডটি লিখুন এবং এন্টর চাপুন।
about:config
টিউনের কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ।
আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...
Software t trial na full version.