EA Sports ০৭ এর পর Don Bradman Cricket 2014 ই আমার কাছে শ্রেষ্ঠ ক্রিকেট গেম মনে হয়েছে। গেমটির গ্রাফিক্স, রিয়ালিস্টিক কনট্রল সব দিক থেকে গেমটিকে পারলে আমি ১০ এ ১২ দিয়ে দেই। 😛 গেমটির সাইজ ও খুব বেশি নয়। গেমটি সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন তাই গেম সম্পর্কে বেশি কিছু বললাম না। কিন্তু গেমটিতে একটি প্রধান সমস্যা রয়েছে যেটা হল গেমটি controller ছাড়া খেলাই যায় না। তাই বলে এত ভাল গেমটা না খেলে বসে থাকা যায় না। যাদের Controller নেই তারা কি করবে। তাই এইকয়দিন Google এ ঘাটাঘাটি করে সিস্টেমটি পেলাম এবং এটা কাজ ও করে। যাদের কাছে গেমটি নেই তারা ডাউনলোড করে নিয়েন। আশা করি গেম টি খেলে মজা পাবেন।
আর কথা না বাড়াই। প্রথমে এই RAR ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর ফাইলটির ভিতরের সফট Install করুন।
এখন Control Panel এ যান।
parallel port joystick এ যান তারপর create virtual joystics তারপর add a lpt parallel port joy stick
add a virtual joy stick
এখন ppjoy installation folder এ যান।
select ppjoy keyboard to joystick
map it with keyboard keysou want to use as a joystick input
এখন joystick mixer ওপেন করুন।
উপরের চিত্র অনুযায়ী কনফিগার করুন।
ppjoy keyboard to joy এবং joystick mixer বন্ধ করবেন না। মিনিমাইজ করে রাখবেন।
copy and paste the x360ce files to don bradman installation folder..
x360ce ওপেন করুন এবং নতুন .ini ফাইল তৈরি করুন যখন এটি চাইবে
cancel all other dialog boxes appearing which search for config files
controller tab সিলেক্ট করুন যেখানে lpt joystick দেখাচ্ছে(আমার controller 2)
logitech cordless rumblepad 2 সিলেক্ট এবং লোড করুন।
controller 1 সিলেক্ট করুন এবং logitech cordless rumblepad 2 লোড করুন।
joystick mixer close করুন।
now load logitech cordless rumblepad 2 for controller 1 again(virtual joystick)
এখন চেক করুন সব কি কাজ করছে কিনা।
ফাইলটি সেভ করুন এবং গেমটি ওপেন করুন।
বি:দ্র: সবগুলো সফট গেম খেলার সময় ওপেন রাখতে হবে।
এইবার কনট্রলার ছাড়া গেমটি খেলে মজা লুটুন। টিউনটি ভাল লাগলে টিউমেন্ট করবেন।
আমি অর্পন দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune thnx