তিন ধাপে বাড়িয়ে নিন আপনার টরেন্টের ডাউনলোড স্পীড

টরেন্ট আমাদের সবারই কম বেশী ব্যবহার করতে হয়। যারা লো স্পীড ইন্টারনেট কানেকশন ও শেয়ারিং আইপি ব্যবহার করেন তাদের জন্য টরেন্ট দিয়ে ডাউনলোড করাটা সমস্যা হয়ে যায়। যেহেতু টরেন্ট দিয়ে ডাউনলোড করার সময় আপনার কম্পিউটার থেকে ডাউনলোড এর সাথে সাথে আপলোড ও হবে তাই আপলোড টিও আপনার Bandwidth থেকেই যাবে মানে আপলোডের কারনেও ডাউনলোড স্পীড কমে যায়। সাধারনত শেয়ারিং আইপি এর ক্ষেত্রে এই সমস্যাটা প্রবল হয়। এক্ষেত্রে কয়েকটি কাজ করে ধাপে ধাপে আপনি টরেন্ট থেকে আপনার Bandwidth দিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পীড পেতে পারেন। আপলোড এর মান কমিয়ে দিলে সেটি কম পরিমান আপলোড করে। সেই Bandwidth টুকু ব্যায় হতে পারে ডাউনলোড এর জন্য।

μTorrent এ আপলোড লিমিটেড করে দেয়ার জন্য যা যা করতে হবেঃ -

১. টরেন্ট ডাউনলোড শুরু হলে টরেন্ট ইন্টারফেসে টরেন্ট এর উপর রাইট ক্লিক করুন। এতে একটি Cascaded menu ওপেন হবে। এখানে Force Start এ ক্লিক করুন।

২. আবার টরেন্ট এর উপর রাইট ক্লিক করে Cascaded menu তে যান। Bandwidth allocation এ ক্লিক করে High সিলেক্ট করে দিন।

৩. এবার হচ্ছে ডাউনলোড স্পীড বাড়ানোর সবচেয়ে কার্যকরী কাজ। টরেন্ট এ রাইট ক্লিক করে Cascaded menu ওপেন করুন। Bandwidth allocation এ যান, তারপর Set Upload limit এ ক্লিক করলে দেখবেন unlimited সিলেক্ট করা আছে। এর ঠিক নিচে 25 Kb/s লেখা আছে এটি সিলেক্ট করে দিন। এতে আপনার সর্বোচ্চ আপলোড স্পীড 25 Kb/s এর বেশী যাবে না। বাকিটা আপনার ডাউনলোড এ কাজে লাগতে পারে। তো 25 Kb/s না করে আরো কমাতে চাইলে একইভাবে আবার Cascaded menu থেকে Bandwidth allocation গিয়ে set upload limit এ যান। দেখবেন যেখানে 25 Kb/s লেখা ছিল সেখানে আরো কম 10 Kb/s এসেছে। এবার 10 Kb/s সিলেক্ট করে দিন। এখন আপনার সর্বোচ্চ আপলোড স্পীড 10 Kb/s. এভাবে কমাতে কমাতে আপনি সর্বনিন্ম 1 Kb/s পর্যন্ত আপলোড স্পীড লিমিট করে দিতে পারবেন। তখন যেহেতু মাত্র 1 Kb/s স্পীড আপলোডে ব্যায় হবে আপনি আপনার কানেকশনের প্রায় পুরোটাই ডাউনলোড এর জন্য পেয়ে যাবেন।

সম্পুর্ন পদ্ধতি টি ফ্ল্যাশ এনিমেশন আকারে নিচে দেখুন।

এই পদ্ধতি অনুসরন করে আপনার ইন্টারনেট কানেশনের স্পীডের সর্বোচ্চ ব্যবহার করে টরেন্ট এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks bro

ভাই কাজ তা যেভাবে করসেন Idea তা কিন্তু চরম 😀 শেয়ার করা যাবে কিভাবে করলেন

    @IHK শাওন:
    ধন্যবাদ, উৎসাহিত করার জন্য।

Torrent এর স্পিড এইভাবে কোনভাবেই বাড়ে না। টরেন্ট কিভাবে কাজ করে জানেন তো?

    @দিহান:
    আপনি সম্পুর্ন টিউন পড়ে কমেন্ট করেছেন তো? আগে টিউন পুড়োটা পড়েন তারপর কমেন্ট করেন।
    আমি টিউনের শুরুর অংশে স্পষ্ট বলেছি এই পদ্ধতি সরাসরি ডাউনলোড বাড়ানোর পদ্ধতি নয়। যারা লো স্পীডের ইন্টারনেট ব্যবহার করে তারা আপলোড লিমিট করে দিয়ে অতিরিক্ত আপলোড থেকে বেচে যাওয়া স্পীড টুকু ডাউনলোড এর কাজে লাগাতে পারেন।
    পদ্ধতিটির বিস্তারিত লেখার শুরুতেও লিখিনি “ডাউনলোড স্পীড বাড়াতে যা যা করবেন”
    লিখেছি “μTorrent এ আপলোড লিমিটেড করে দেয়ার জন্য যা যা করতে হবে”
    আর বারবার আমি একটা কথা বলেছি এইরকম “যেহেতু আপলোড কম হবে তাই ডাউনলোড স্পীড বেশী হবে” কারন আমাদের ব্যবহার করা ব্যান্ডউইথ লিমিটেড সেটা আপলোডেই যাক আর ডাউনলোডেই যাক।
    এর মানে এই নয় যে seeder না থাকলেও স্পীড পাবেন বা দ্বিগুন-তিনগুন স্পীডে ডাউনলোড হবে।

      @Shihab Khan: না। আপ্লোড ও ডাউনলোড দুটোর পাথ আলাদা। একটা আরেকটাকে কমায় রাখে না।

    Level 0

    @দিহান: ভাই সালাম নিবেন… আপনাকে অনেকদিন টরেন্ট নিয়ে কোনও টিউন করতে দেখিনা.. টরেন্ট বিষয়ে আপনার মেগাটিউন পড়লে যে কারোরই মাথা ঘুরে যাবে……

    আশা করি সামনে আপনার আরো অনেক সুন্দর টিউন দেখতে পাবো……

Level 0

vai uplaod speed er sathe download speed er kono relation nay. Seeder jodi na thake apni kokho download speed full paben na.

    @net_freak:
    ভাই আপলোডের সাথে ডাউনলোড এর সরাসরি সম্পর্ক নাই এটা আমি জানি। seeder না থাকলে ডাউনলোড স্পীড ফুল কি, ডাউনলোডই হবে না। seeder থাকলে তবেই তো ডাউনলোড-আপলোড। সীডার বিহীন ডেড টরেন্ট নিয়ে তো বলার কিছু নেই, এখানে সে ব্যাপারে কিছু বলাও হয়নি। পর্যাপ্ত সংখ্যক সীডার থাকালেও লো স্পীড ব্যাবহারকারীরা যাতে কিছুটা বেশী স্পীডে ডাউনলোড করতে পারেন এখানে সে ব্যাপারে বলা হয়েছে।

    ধরুন 256Kb/s স্পীডে সর্বোচ্চ ডাউনলোড স্পীড 35Kb/s (পর্যাপ্ত সংখ্যক seeder অনলাইনে আছে)। এখন আমার টরেন্ট যদি 10Kb/s আপলোড করে তবে কোন ভাবেই আমি সর্বোচ্চ 25kb/s এর উপরে ডাউনলোড পাব না।
    আর যদি আমি আপলোড লিমিটেড করে 1kb/s এ দিয়ে দেই তাহলে আমি সর্বোচ্চ 34Kb/s পর্যন্ত ডাউনলোড স্পীড পেতে পারি যদি আগের মতই পর্যাপ্ত seeder অনলাইনে থাকে। Thats all.

This is a process to limit the upload speed not increase download speed.

    @ইখতিয়ারউদ্দীন:
    You are right. But not 100%.
    This process directly limits the upload. So the saved speeds can be used to be download. Thats the indirect result of the process which may increases the download speed.
    Thanks.

Level 0

vai re sob ISP e download r upload er jonno alada bandwidth use kore. keu jodi 512kbs er line ney tahole se 64kBps download speed pabe & 64kBps upload speed pabe….
ekhon upload bere gele seta kokhono download speed theke bandwidth share korbe na.
as for example upload bandwidth jodi 800-835 MHz hoy than download bandwidth hobe 900-935 MHz. tai ei duita independent thake.

    @net_freak:
    আসলে ভাই আমরা যারা বিভিন্ন কারনে Dedicated IP ব্যাবহার করতে পারিনা Sharing IP ব্যবহার করি তাদের এটা প্রয়োজন। আমাদের বলা হয় up512-down512 লাইন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় আপলোড+ডাউনলোড মিলে ৫১২.
    এই ব্যাপার টা আমার টিউনে মিস হয়েছে। আমি সংযুক্ত করে দিচ্ছি।
    এই ত্রুটি টা আমাকে ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

আমি এরকম আগের থেকেই করতাম।

আপনি ঠিক ই বলেছেন… সার্ভিস প্রভাইডার সময় আমাদের যা স্পীড দেয় তা ডাউনলোড+আপলোড হিসেব করেই দেয়। এমতাবস্থায় আপলোড কমিয়ে দিতে পারলে ডাউনলোড বেড়ে যাবে।

যারা বেপারটা স্পষ্ট বুঝতে পারছেন না তারা একই সাথে কোন ফাইল আপলোড ও আইডিএম দিয়ে ডাউনলোড দিন। দেখতে পাবেন DU meter এ দেখানো আপলোড ও ডাউনলোড স্পীডের যোগফল আপনার কেনা প্যাকেজে সরবচ্চ স্পীডের সমান।

ধন্যবাদ শিহাব ভাই, আপনি সুন্দর একটি ধারনা দিয়েছেন।

    @zahidernoor:
    আপনাকেও ধন্যবাদ বিষয়টি গুছিয়ে বলার জন্য।
    আসলে টেকটিউন্সে এমন ও অনেক টিউনার আছেন যারা ব্যাক্তিগত জীবনে বর্তমানে 20Mb/s এর উপরে গতির ইন্টারনেট ব্যবহার করেন (টেকটিউন্স জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী)। তাদের জন্য Seeding এর কারনে স্পীড কম পাওয়া মোটেও দৃষ্টিগ্রাহ্য নয়। বরং সেখানে এই কাজগুলোই বিরক্তিকর হতে পারে।
    বর্তমানে আমি 1Mb/s ব্যবহার করি, এখন আমি আপলোডের ব্যপারে খুব একটা মাথা না ঘামালেও চলে কিন্তু একটা সময় আমিও 256Kb/s এমনকি গ্রামীনের 128Kb/s কানেকশন ও ব্যবহার করেছি। তখন ই বুঝতে পেরেছি।
    আসলে তারা আমাদের কি বলে আর কি ইন্টারনেট সার্ভিস প্রভাইড করে। আর এই টিউনটা মুলত তাদের উদ্দেশ্যেই লেখা

Thanks eirokom sundor tune er jonno pore try kore dekbo..
Thank