টরেন্ট আমাদের সবারই কম বেশী ব্যবহার করতে হয়। যারা লো স্পীড ইন্টারনেট কানেকশন ও শেয়ারিং আইপি ব্যবহার করেন তাদের জন্য টরেন্ট দিয়ে ডাউনলোড করাটা সমস্যা হয়ে যায়। যেহেতু টরেন্ট দিয়ে ডাউনলোড করার সময় আপনার কম্পিউটার থেকে ডাউনলোড এর সাথে সাথে আপলোড ও হবে তাই আপলোড টিও আপনার Bandwidth থেকেই যাবে মানে আপলোডের কারনেও ডাউনলোড স্পীড কমে যায়। সাধারনত শেয়ারিং আইপি এর ক্ষেত্রে এই সমস্যাটা প্রবল হয়। এক্ষেত্রে কয়েকটি কাজ করে ধাপে ধাপে আপনি টরেন্ট থেকে আপনার Bandwidth দিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পীড পেতে পারেন। আপলোড এর মান কমিয়ে দিলে সেটি কম পরিমান আপলোড করে। সেই Bandwidth টুকু ব্যায় হতে পারে ডাউনলোড এর জন্য।
১. টরেন্ট ডাউনলোড শুরু হলে টরেন্ট ইন্টারফেসে টরেন্ট এর উপর রাইট ক্লিক করুন। এতে একটি Cascaded menu ওপেন হবে। এখানে Force Start এ ক্লিক করুন।
২. আবার টরেন্ট এর উপর রাইট ক্লিক করে Cascaded menu তে যান। Bandwidth allocation এ ক্লিক করে High সিলেক্ট করে দিন।
৩. এবার হচ্ছে ডাউনলোড স্পীড বাড়ানোর সবচেয়ে কার্যকরী কাজ। টরেন্ট এ রাইট ক্লিক করে Cascaded menu ওপেন করুন। Bandwidth allocation এ যান, তারপর Set Upload limit এ ক্লিক করলে দেখবেন unlimited সিলেক্ট করা আছে। এর ঠিক নিচে 25 Kb/s লেখা আছে এটি সিলেক্ট করে দিন। এতে আপনার সর্বোচ্চ আপলোড স্পীড 25 Kb/s এর বেশী যাবে না। বাকিটা আপনার ডাউনলোড এ কাজে লাগতে পারে। তো 25 Kb/s না করে আরো কমাতে চাইলে একইভাবে আবার Cascaded menu থেকে Bandwidth allocation গিয়ে set upload limit এ যান। দেখবেন যেখানে 25 Kb/s লেখা ছিল সেখানে আরো কম 10 Kb/s এসেছে। এবার 10 Kb/s সিলেক্ট করে দিন। এখন আপনার সর্বোচ্চ আপলোড স্পীড 10 Kb/s. এভাবে কমাতে কমাতে আপনি সর্বনিন্ম 1 Kb/s পর্যন্ত আপলোড স্পীড লিমিট করে দিতে পারবেন। তখন যেহেতু মাত্র 1 Kb/s স্পীড আপলোডে ব্যায় হবে আপনি আপনার কানেকশনের প্রায় পুরোটাই ডাউনলোড এর জন্য পেয়ে যাবেন।
সম্পুর্ন পদ্ধতি টি ফ্ল্যাশ এনিমেশন আকারে নিচে দেখুন।
এই পদ্ধতি অনুসরন করে আপনার ইন্টারনেট কানেশনের স্পীডের সর্বোচ্চ ব্যবহার করে টরেন্ট এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন।
সবাইকে ধন্যবাদ।
আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks bro