কোন ভাষাকে ট্রান্সলেট করার জন্য আর ইন্টারনেট প্রয়োজন নেই। যে কোন ভাষাকে ট্রান্সলেট করুন খুব সহজে। (২ মেগাবাইটের একটি সফটওয়্যার)

বন্ধুরা আজ আপনাদের কাছে খুবি চরম একটি সফটওয়্যার শেয়ার করবো। সাধারণত আমরা কোন ভাষার ট্রান্সলেট করতে গেলে গুগুল ট্রান্সলেটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু সমস্যা হলো নেট কানেকশন না থাকলে আমরা গুগুল ট্রান্সলেট ব্যবহার করতে পারিনা। তা ছাড়া গুগুল ট্রান্সলেটের ট্রান্সলেটটাও হয় একটু জগন্য। তাই আমি আজ আপনাদের কাছে শেয়ার করবো  ছোট্ট একটি সফটওয়্যার, যা শুধু অফ-লাইন-ই নয় বরং এটার ট্রান্সলেটটা গুগুল ট্রান্সলেট থেকেও সুন্দর। সফটওয়্যারটি এখানে ক্লিক করে নামিয়ে নিন সাথে সিরিয়াল কিও দেওয়া আছে। তারপর ইন্সটল করে ফেলুন। নিচের মত দেখবেন

এখানে from থেকে আপনি যে ভাষাকে ট্রান্সলেট করতে চান সে ভাষা সিলেক্ট করে দিন এবং to থেকে যে ভাষায় ট্রান্সলেট করতে চান তা সিলেক্ট করে দিন। সর্বশেষ translate এ ক্লিক করুন। ব্যাস এবার দেখুন আপনার ভাষাটি দারুনভাবে ট্রান্সলেট হয়ে গেছে।

বিঃ দ্রঃ এই সফটওয়্যারটি আগে যদি কেউ ব্যাবহার করে থাকেন তাহলে কষ্ট করে পন্ডিত ভাব নিয়ে লজ্জা দিয়ে টিউমেন্ট না করার জন্য অনুরোধ রইলো। (অবশ্য আগে হয়ত ট্রায়াল ভার্সনটা ব্যাবহার করছেন)

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন

আরো কিছু ইক্সক্লুসিভ টিউন দেখুন এখানে

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাংলা ট্রান্সলেট করা যায়?

    জি ভাই বাংলা ট্রান্সলেট করা যায়।

net connection na thakle Translate hoi na but net connection thakle Translate hoi

    মাহমুদ কলি ভাই! আমি আন্তরিকভাবে দুঃখিত যে পোষ্টে আমি ভুল ইনফর্মেশন দিয়েছি। আমি সত্যি খেয়াল করিনি যে এটি অফলাইনে কাজ করেনা। আপনি বলার পর ট্রাই করে দেখি আপনার ইনফর্মেশনটাই সঠিক। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি।

Level 2

Mr. kamrulbhuiyan আপনি কেন আমাদের কে malicious software দিচ্ছেন?

kub valo hoy sa . kaj kor sa.

THANKS

    কমেন্ট করার জন্য ধন্যবাদ।

ভাই জটিল জিনিস দিলেন, thank u.

    সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ।

Level 0

এই রকম আরো সুন্দর টিউন চাই। আপনার কথা মত ডানলোড করলাম। বাকি টা এখনে শুরু করি নাই। তবে google ট্রান্সলো আগে ব্যবহার করতাম । যদি আপনার টা কাজ করতে শুরু করে তাহলে গুগুল আপাতত ব্যবহার বন্ধ রাখি কি বলেন?

    @bd99.tk: ভাই , এর মিনিং ও গুগলের মতো । কোন মিল নাই । অনেক টা এই রকম “খাই কেনো আপনি না ” 😀

Level 0

Thanks

কাজে আসবে @ ধন্যবাদ

গুগল ট্রান্সলেট আর এটার মধ্যে কোন পারথক্য নাইঃ যেমনঃEnglish:All i need to do is turn off Avast. I’ve looked and looked and I can’t find a turn off button. I don’t want to uninstall it, just turn it off while I fix another
বাংলাঃ আমি সব করতে প্রয়োজন থামো বন্ধ করতে হয় .আমি তাকিয়ে তাকিয়ে আমি বাটন একটি মোড় বন্ধ খুঁজে না পান করেছি .আমি আমি অন্য ফিক্স যখন এটা বন্ধ করতে , এটি আনইনস্টল করতে চাই না।
এটা কি হল??টিউনের ডাউনলোড লিঙ্ক টা বাদে মোটামুটি সব ইনফরমেশন-ই ভুল।

    Level 0

    @ফ্রীওয়্যার সিজান: ekmot

অফলাইনে তো কাজ করে না। ভুয়া শিরোনাম দিয়ে টিউন করেন। টিউন ডিলিট করে দেন নাইলে শিরোনাম পালতে দেন।