ফাইল শেয়ারিং সাইটগুলো থেকে ডাউনলোড করার জন্য অসাধারণ এক সফটওয়ার

প্রাথমিক কথা

বিভিন্ন প্রয়োজনেই আমরা বিভিন্ন শেয়ারিং সাইটগুলো থেকে ফাইল ডাউনলোড করি। এইসব সাইটগুলো ফ্রি ইউজার হিসেবে ডাউনলোড করার সময় আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ে থাকি। এই যে, ধরুন ...

  • ক্যাপচা ভেরিফিকেশন
  • ডাউনলোড স্পিড সীমাবদ্ধতা
  • ডাউনলোড সংখ্যা সীমাবন্ধতা
  • একই সাথে অনেকগুলো ডাউনলোড সীমাবদ্ধতা
  • ডাউনলোড ম্যানেজার ব্যবহার করার সীমাবদ্ধতা
  • রিজিউম সাপোর্ট না পাওয়া

ইত্যাদি ইত্যাদি।

এছাড়াও আমাদের বাংলাদেশীদের জন্য তো রয়েছে আরও সমস্যা। যারা গ্রামীন বা যে কোন মোবাইল ইন্টারনেট ব্যবহার করছেন তাদের ডাউনলোড করতে গিয়ে বলে

আপনার আইপি একটি ফাইল ডাউনলোড করছে; দয়া করে অপেক্ষা করুন।

ইত্যাদি ইত্যাদি।

কিন্তু উপায়?

এইসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বিভিন্ন পদ্ধতির কথা আমরা জানি। যেমন ড়্যাপিড লিচ সার্ভার। আরও কয়েকটি ডাউনলোডার দেখেছিলাম কিন্তু ব্যবহার করিনি। আজই খুজে পেলাম আরেকটি ডাউনলোডার। এই ডাউনলোডার দিয়ে আপনি বিভিন্ন শেয়ারিং [নিচেতালিকা দেওয়া আছে] সাইটের ফাইলগুলো কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়ারটি ক্যাপচাপূরনসহ সব কাজ সম্পন্ন করে আপনাকে ফাইলটি ডাউনলোড করে দেবে।

ডাউনলোড

এই দারুন সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে। মাত্র (৫.৩ মেগাবাইট)

ব্যবহার করবো কি করে?

খুবই ইজি এবং সিম্পল ব্যাপার। যারা অ্যাডভান্স ইউজার তারা পারবেন। আর যারা বেসিক ইউজার তারা নিচের পদ্ধতি দেখুন।

প্রথমে সফটওয়ারটি ওপেন করুন।

তারপর Add Link এ ক্লিক করুন।

এখানে আপনার ডাউনলোড লিংকটি কপি-পেস্ট করে নিচের Download Selected এ ক্লিক করুন। তারপর এককাপ চা খেয়ে আসুন। (চা খেয়ে আসার সময়টা ফাইল সাইজের উপর নির্ভর করবে) তারপর দেখবেন আপনার ফাইল ডাউনলোড হয়ে গেছে।

এটি যে যে ফাইল শেয়ারিং সাইট সাপোর্ট করে

Megaupload
Rapidshare
Hotfile
Easy-share
Gigasize
Mediafire
Depositefiles
Megaporn
Filefactory
Uploading
4shared
etc.
Letitbit
Sendspace
Zshare
Freakshare
Storage.to
Uploadbox
Uploaded.to
Ziddu
Netload
Sharex
x7.to
Box
Zomgupload
Jumbofiles
Badongo
Kewlshare
Ugotfile
Sharingmatrix
Filesend
Bigandfree
Zippyshare
Bitroad
Oron
Extabit
Shareflare
Filedude
Onionshare
Mangoshare
2shared
ifile
Divshare
Filesmonster
USAupload
Novaup
Vip-file
Anonym
Megashares
Filebase
Appscene
Hackerbox
File-share
Filefront
File-rack
Cramit
Hotshare
Mandmais
Midupload
Crazyupload
Usershare
Dl.Free.fr
File-upload
Speedshare
Adrive
Enterupload
Hellshare


আশাকরি এই সফটওয়ারটি আপনাদের উপকারে আসবে।

আমাকে পাবেন

http://img149.imageshack.us/img149/240/onubad.gif http://img229.imageshack.us/img229/4690/tutobd.gif http://img39.imageshack.us/img39/1724/gallery1z.gif

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই আপনাকে, ১০০ তম টিউন করার জন্য । আমি এটি ব্যাবহার করতাম । এটি মাঝে মাঝে কাজ করে আবার মাঝে মাঝে ফাইল মিস করে ।

    ভাই …… ১০০ টিউন তো কবেই শেষ করেছি …… এটা আমার ১১০ নং টিউন।

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই, সুন্দর একটা সফট শেয়ার করার জন্য।

ভাইজান সেদিন তো আর ফেসবুকে কথা হলো না। তো ভাইজানের পরীক্ষা কেমন হলো বলবেন। সেদিন তো আপনাকে পাঁচটার সময় পায়লাম না।
ভাইজান এইটা কি রিজিউম সাপোর্ট করে। ধন্যবাদ।

    আমি জিমেইলে সবসময় অনলাইনে থাকি। পরীক্ষা মোটামুটি ভাল হয়েছে। এটা রিজিউম সাপোর্ট করে।

সরি ভাই দিন দিন কানা হয়ে যাচ্ছি

খুব কাজের একটা সফটওয়্যার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাই এটাতে কি রিজিউম করা যায়?

ভাই আপনার টা এবং আই ডি এম এর মাঝে প্রার্থক্য কি?

    আইডি এম এবং এটা ব্যবহার করে দেখুন পার্থক্য টের পাবেন। দুটোরই দরকার আছে। ব্যবহার করলেই টের পাবেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য……………..।ভাল থাকবেন

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য , যদি এটা নিয়ে আগে টিউন হয়েছে্‌,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Level 0

টিউটো বিডি ভাই , আপনাকে ধন্যবাদ ,এটা নিয়ে আগে টিউন হয়েছে, কিন্তু এত বিস্তারিত ছিল না ,কমল ভাই সাএথ এক মত………

    ও তাই? আমি আসলে খেয়াল করিনি ….. তা না হলে আপনাদের অহেতুক সময় নষ্ট করতাম না ……..।

রাসেল ভাই যিড্ডু থেকে সফটোয়ার ডাউনলোড করার ব্যবস্থা করা যায়না।

    এটা থেকে জিদ্দু থেকে ডাউনলোড করা যাবে তো ………………।

Level 0

ধন্যবাদ
তবে এটা সব সময় ভাল কাজ করে না, আমি ইনস্টল দিয়ে আবার রিমোভ করে দিয়েছি, তো বুঝুন অবস্থা

But IDM is best…..

    Level 0

    IDM হল MBBS , আর এই ধরনের ডাউনলোডারগুলো PHD ধারী ডাউনলোডার

    আইডিএমের কাজ এক এই সফটওয়ারের কাজ আরেক।

আমার কাছে সবচেয়ে ভালো লাগে jDownloader … এক ডাউনলোডার দিয়েই দুনিয়ার সকল কাজ চালানো যায় 🙂

    Level 0

    আইডিএমের চেয়েও বেশি ????

    আইডিএমের ও jDownloader কাজ এক এই সফটওয়ারের কাজ আরেক।

আপনাকে ধন্যবাদ

thanks for your 100th tune.it is a excellent downloader.thank you once again for the post.

tnx,atai khujcilam

এটা আমি ব্যবহার করি , জটিল ।