২ মে ২০০৮, আমার যাত্রা শুরু হয়েছিল এই সাইটে। টেকটিউনসের সাথে সাথে আমিও এগিয়ে গিয়েছি আমার টিউন নিয়ে। সব সময়ই সচেষ্ট ছিলাম যাতে করে টিউনার বন্ধুদের ভালোবাসা পেতে পারি। আর আপনাদের এই ভালোবাসায় আজ আমার ১০০তম টিউন পূর্ণ হল। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার লেখার মাধ্যমে টিউনার বন্ধূদের উপকার করার। জানি না আমি কতটা সফল, তবে টিউনারদের ভালোবাসায় বার বার সিক্ত হয়েছি। এর জন্যে টিউনার বন্ধুদের কাছে আমি বরাবরের মতই কৃতজ্ঞ। তাদের সমর্থন ছাড়া এই টিনটিন আজ টিনটিন হতে পারত না। আশা করি সুস্থ থাকলে আমি আমার টিউনস অব্যাহত রাখব।
যা ই হোক এবার কাজের কথায় আসা যাক। এর আগে আমরা ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি নিয়ে ফটোফানিয়া এবং পিজাপ এ অনেক রকমের মজাই করেছি। তবে এবার ডিজিটাল ক্যামেরা দিয়ে কিছু সিরিয়াস কাজ করা হবে।
হ্যাঁ টিউনার বন্ধুরা, আমার দেখা মতে ছবি তোলার পরে ডিজিটাল ফটোগ্রাফি দিয়ে এটাই সবচেয়ে সিরিয়াস কাজ। কারণ এখন থেকে ডিজিটাল ক্যামেরা শুধু ক্যামেরাই না বরং এটি স্ক্যানার হিসেবে ব্যবহার করা হবে।
আর ডিজিটাল ফটোগ্রাফি নিয়ে এই এই সিরিয়াস খেলাটি আমাদের শেখাচ্ছে স্ন্যাপটর!! এর মাধ্যমে আপনি ডিজিটাল ক্যামেরায় তোলা স্ন্যাপ সরাসরি পিডিএফ ডকুমেন্টে। মানে যে কোন বিজনেস কার্ড, রেস্টুরেন্ট এর মেনু, প্রিন্টেড বিজ্ঞাপন, বিলবোড বা হোয়াটবোর্ড থেকে আপনার ক্যামারা দিয়ে স্ন্যাপ নিলেই হল। স্ন্যাপটারের সুপার অলগরিদম ডকুমেন্টকে অটডিটেক্ট করে তা ডিজিটাইজ পিডিএফ বানিয়ে দিবে নিমিষেই। তবে স্ন্যাপটার পিডিএফ ছাড়াও অন্যান্ন জনপ্রিয় ইমেইজ ফরমেট যেমন: জেপিজি (jpg), জিফ (gif), টিফ (tiff) এ রূপান্তর করতেও ওস্তাদ।
শুনে মনে হচ্ছে না যে, এতে আর আহামরি কি আছে?? আছে আছে ..... টিউনার বন্ধুরা সেই ছবিটি যদি কোন বইয়ের পাতা অথবা বইয়ের পাশাপাশি দুটি পেজ এর হয়ে থাকে??
হ্যাঁ, আসল মজাটা এখানেই। আপনার কোন বইয়ের দরকারী দুটি পাতার দরকার? বা প্রয়োজন পুরো বই ডিজিটাইজ করার? বই কিনতে চাচ্ছেন না?? আপানার বন্ধুর কাছে সেই বইটি আছে ...... ফটাফট পেজগুলোর স্ন্যাপ নিন এবং ডিরেক্ট পিডিএফ এ ট্রান্সফার করে নিন। তাও আবার কোয়ালিটি হ্যাম্পার না করেই!!
এখানে সমগ্র প্রক্রিয়াটি তিনটি স্টেপে চমৎকারভাবে সম্পাদিত হয় -
খুবই সিম্পল হলেও এতে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। আসুন সঠিক ভাবে স্ন্যাপটার ব্যবহারের কিছু টিপস আপনাদের শিখিয়ে দিই..
রোটেশন, ক্রপিং, স্ট্রেচিং, শার্পনেস, কালার ইম্প্রুভমেন্ট সবকিছু ইন্টারনালি হ্যান্ডেল করে ঝামেলাহীনভাবে এক ক্লিকেই আপানার জন্যে পিডিএফ তৈরি করে থাকে।
আপনি ফটোশপে যতটাই প্রফশাল হয়ে থাকুন না কেন, কিছু কিছু জিনিস আপনা কখনই করতে পারবেন না। যেমন - বইয়ের কার্ভ হয়ে থাকা মাঝখানকে ফ্ল্যাট একটি ইমেজে নির্ভূলভাবে উপস্থাপন করা। যা শুধু মাত্র স্ন্যাপটার দিয়েই সম্ভব।
এর মাধ্যমে আপনি চাইলে পিডিএফ এর পাশাপাশি JPG, TIFF এবং অন্যান্ন জনপ্রিয় ফরম্যাটে আপনার কাজটি করিয়ে নিতে পারবেন।
তথ্য ও ছবিঃ স্ন্যাপটার
ডাউনলোড স্ন্যাপটার
স্ন্যাপটার চালাতে আপনার ডটনেট ফ্রেমওয়ার্ক প্রয়োজন হবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ভাল ভাল খুব ভাল। চালিয়ে যান আমরা আছি আপনার সাথে। অনেক অনেক অভিনন্দন 100তম টিউন করার জন্য। আপনাদের মত টেকি লোক খুব দরকার।
১০০ তম টিউনে এরকম দারুন একটি টিউন উপহার দেওয়ার আপনাকে অনেক অনেক অভিনন্দন!