বাংলাদেশ সংবিধান-২০১৪ কার কার লাগবে। বাংলা PDF।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

বাংলাদেশের নাগরিক হিসেবে সবার জানা উচৎ, পড়া উচিত। বাংলাদেশের আইন জানুন। (রিকুয়েস্টের টিউন)

  • মোট পেজ- ৭২
  • সর্বশেষ সংস্করণ।
  • আইনের ছাত্রদের বাধ্যতামূলক প্রয়োজন।
  • অন্যদের জানতে হবে এই দেশের নাগরিক বলে।

তাহলে এখনি ডাউনলোড করে নিন

ডাউনলোড

PDF ফাইল যেভাবে ডাউনলোড করতে হয় সেভাবে ডাউনলোড করুন।

ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you for educational post.

ভালো সংগ্রহে রেখে দেই ধন্যবাদ শেয়ার করার জন্য।

    @রাকিব হাসান: সংগ্রহে রাখা ভাল, মূল্যবান জিনিস।

আমি নিজে অনেক কিছুতেই কপিরাইট আইনের লংঘন করি। কম্পিউটারের windows থেকে IDM সবই তো কপিরাইট আইনের লংঘন।
কিন্তু তবুও বাংলাদেশের সর্বোচ্চ আইনের যে কপিরাইট সত্ত্ব সেটা লংঘন করায় খানিকটা আপত্তি আছে, এবং এই ব্যাপারে অন্তত আমাদের কিছুটা আইন মেনে চলা উচিত।
বর্তমানে পিডিএফ থেকে শুরু করে বাংলাবাজার ও নীলক্ষেতের বিভিন্ন দোকানে যেভাবে বাংলাদেশ সংবিধান পাওয়া যাচ্ছে তাতে আসলে এগুলোর কোনটাকেই সঠিক হিসাবে ধরতে পারছি না। বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিডিয়ার সামনেই যেভাবে ব্যাক্ষা-অপব্যাক্ষা দেয়া হয় তাতে প্রয়োজন মত এডিটিং করে প্রকাশ করা অস্বাভাবিক কিছু না।
আর যেহেতু প্রথমেই আইনের লংঘন ও আইন প্রয়োগকারী রা এই ব্যাপারে নিশ্চুপ তাই এডিটিং এর জন্য আলাদা আইনের লংঘনের খুব একটা মাথাব্যাথার কারন হবে বলে মনে হয় না।

    @Shihab Khan: আসলে বাংলাদেশের আইন বলে কথা।

    @Shihab Khan- আমি আপনার বক্তব্যের সাথে পুরোপুরি একমত পোষন করতে পারছিনা।

    সংবিধান কেন? কাদের জন্য? উত্তরটা স্বাভাবিকভাবেই হবে- রাষ্ট্র পরিচালনার জন্য। রাষ্ট্র কার/কাদের জন্য। সংগত উত্তর- জনগনের জন্য। তাহলে একটা সংবিধান যেটা কিনা তৈরী হয়েছে জনগনের জন্য, জনগনের স্বার্থ এবং অধিকার নিশ্চিত করার জন্য সেটার ভিতর কি লেখা আছে তা জনগণ কেন জানবেনা? কেন সেটা দুষ্প্রাপ্য হবে?
    হ্যাঁ সংবিধানটা জনগণের হাতে হাতে পৌঁছালে সমস্যা তাদের, যারা সংবিধানটাকে নিজেদের রক্ষাকবচ হিসাবে ব্যবহার করেছে, করছে এবং করবে। কারণ জনগণ যখন সংবিধান তাকে কি অধিকার দিচ্ছে সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে তখন তারা তাদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলোকে সংবিধানের আলোকে ব্যাখ্যা করে কৈফিয়ত চাইবে।

    আপনার দ্বিতীয় পয়েন্টটা ছিল সংবিধানের যে কপি অনলাইনে বা ফুটপাথের বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে তার সঠিকতা নিয়ে। সঙ্গত প্রশ্ন। এ প্রশ্ন আসতেই পারে জনগনের হাতে হাতে যে সংবিধান পৌঁছে গেছে বা যাচ্ছে তা থেকে জনগণ কি জানছে আসলে? তারা কি প্রকৃতপক্ষেই বাংলাদেশের সংবিধান যা বলে সেটাই জানছে? না কি এই সংবিধান জনগণকে বিভ্রান্ত করার জন্য তথ্য সংযোজন, বিয়োজন করে একটি মহল বাজারে ছাড়ছে?
    সংবিধানের তথ্যবিকৃতির অভিযোগ এখনও পর্যন্ত কোন আইনজ্ঞ বা সংবিধান বিশেষজ্ঞ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী কোন প্রতিষ্ঠান করেছে বলে আমার জানা নেই। আর যদি এমন অভিযোগ পাওয়া গিয়ে থাকে তাহলে দরকার প্রকাশিত সেই প্রকাশনীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া। আমরা সেটা না করে গাছে বাদুড় আক্রমন করছে বলে গাছটা-ই কেটে ফেলব তা কেন?

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ ।