বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম অসাধারণ একটি Software নিয়ে। এটির নাম- USB Safely Remove.
আমরা সাধারণত Windows এর Default Software দিয়ে আমাদের Flash Drive সমূহ, যেমন- Pendrive, Memory Card ইত্যাদি Safely Remove করে থাকি। এই Software টি উক্ত Windows Software এর যোগ্যতর বিকল্প হিসাবে কাজ করবে।
অসাধারণ সব Feature নিয়ে তৈরী করা Software টি এক কথায় জোসস্। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের সামনে এর কিছু গুণাবলী তুলে ধরি-
এছাড়া আরো অনেক Option রয়েছে, যা আমার অজানা !!
তাহলে আর দেরি না করে 4mb এর এই মূল্যবান Software টি এখান থেকে ডাউনলোড করে নিন। আপনাদের সুবিধার্থে কিছু Screenshot দিয়ে দিলাম-
আমার Tune টি আপনার ভালো/খারাপ যাই লাগুক, অবশ্যই Comment করবেন।
Note:- শুধু গুরুত্ত বোঝানোর জন্য শিরনামে এটির মূল্য উল্লেখ করা হয়েছে। অন্যকোন উদ্দেশ্যে নয়।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
জটিল !!