একদম ফ্রী তে নিন ১০,০০০ টাকা মূল্যের জোসস্ একটি Software- USB Safly Remove!

বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম অসাধারণ একটি Software নিয়ে। এটির নাম- USB Safely Remove.
আমরা সাধারণত Windows এর Default Software দিয়ে আমাদের Flash Drive সমূহ, যেমন- Pendrive, Memory Card ইত্যাদি Safely Remove করে থাকি। এই Software টি উক্ত Windows Software এর যোগ্যতর বিকল্প হিসাবে কাজ করবে।
অসাধারণ সব Feature নিয়ে তৈরী করা Software টি এক কথায় জোসস্। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের সামনে এর কিছু গুণাবলী তুলে ধরি-

  • সাধারণত আমরা যখন কোন Flash Drive, Safely remove করে ফেলি, তখন সেটি আবার খুলে না লাগালে Connect করা সম্ভব না। কিন্তু এটি
  • দিয়ে এক ক্লিকেই তা সম্ভব। যেখানে ক্লিক করে Disconnect করবেন, সেখানে আবার ক্লিক করলেই Connect হয়ে যাবে।
  • কোন Device remove করতে Hotkey use করতে পারবেন। এজন্য Windows key+s চাপুন। Hotkey আপনার ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন।
  • এটি দিয়ে আপনার Pendrive/memory Card এর Icon পরিবর্তন করতে পারবেন।
  • এটি সবধরনের Hot-plug devices যেমন - USB, SATA, FireWire, PCMCIA  সাপোর্ট করে।
  • Device Remove করতে Command Use করা শিখতে পারবেন।

এছাড়া আরো অনেক Option রয়েছে, যা আমার অজানা !!

এবারে আসুন Software টিকে full version এ রুপান্তরিত করি-

  • প্রথমে নিচের Download link থেকে Software টি Download করে Extract করুন।
  • সেখানে Setup ও Crack নামে দুটি Folder পাবেন। Setup Folder থেকে Software টি সাধারন নিয়মে Setup দিন।
  • এবার Software টি Exit করুন। System Terry থেকেও Right Click করে Exit করে দিন।
  • এবার Crack  Folder থেকে সবগুলো ফাইল কপি করে Software টি যে ফোল্ডারে Setup দিয়েছেন, সেখানে  Paste করে দিন। সাধারণত এই রুটে
  • এটি Setup হয়- C:\Program Files\USB Safely Remove
  • এবার Software টি Run করুন। এবার menu-bar থেকে Help>about Safely Remove এ যান। সবকিছু ঠিকঠাক থাকলে নিচের ছবির মত দেখাবে-

g

তাহলে আর দেরি না করে 4mb এর এই মূল্যবান Software টি এখান থেকে ডাউনলোড করে নিন। আপনাদের সুবিধার্থে কিছু  Screenshot দিয়ে দিলাম-

1

e

d
c

b

a

আমার Tune টি আপনার ভালো/খারাপ যাই লাগুক, অবশ্যই Comment করবেন।

Note:- শুধু গুরুত্ত বোঝানোর জন্য শিরনামে এটির মূল্য উল্লেখ করা হয়েছে। অন্যকোন উদ্দেশ্যে নয়।

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল !!

ভাই, এটা কি ইউএসবি ড্রাইভকে সিকিউরেট করে না? নাকি শুধু সেভলি রিমোভ করে।

    রুহুল ভাই,
    “সিকিউরেট ” করে বলে কি বোঝাতে চাইছেন বুঝলাম না। এটা তো এন্টিভাইরাস না!!! তবে এটুকু বলতে পারি যে Windows এর Default Software এর চাইতে অনেক ভালো এবং বেশী Service দিবে।

এটি আগে থেকে ব্যবহার করি, তবে ফ্রি ভার্সন । এখন আপনার দেয়া ফুল ভার্সন পেয়ে উপকার হলো।ধন্যবাদ আপনাকে।

@ টি এন টি & আউয়াল ভাই, সুন্দর Comment করার জন্য আপনাদের ধন্যবাদ।

ডাউনলোড করলাম…… ভাল একটা সফটওয়ার……

    আপনার সাথে সহমত অদ্ভুত ভাই 🙂

ভাল সফট এবং ভাল টিউন চালিয়ে যান,ধন্যবাদ টিউনের জন্য।

    Comment করার জন্য আপনাকেও ধন্যবাদ আতাউর ভাই।

এটা দিয়ে কি করা Format করা যায়?

    আকরামুজ্জামান ভাই,
    Format করা যায় কিনা সে বেপারে আমার কোন ধারনা নাই। আপনি চেস্টা করে দেখতে পারেন।
    আর আপনি আপনার flashdrive এর icon এ রাইট ক্লিক করে ফরম্যাট এ ক্লিক করলেই তো হয়। এজন্য software এর দরকার কি??

টিউন খুব ভাল লেগেছে! কিন্তু আপনি Screenshot (01), (02), (03) ETC এগুলো যে দেখিয়েছেন তার ডিটেইলস তো লিখেন নাই কি ব্যপার?

    আমিনুল ভাই, T.T তে বেশ অনেকদিন ধরে থাকলেও টিউনার হিসাবে আমি একদম শিশু বলতে পারেন।
    স্ক্রীনশট এর ডিটেইল দেয়ার কথা মাথায় আসেনাই 🙁
    পরবর্তীতে মাথায় রাখবো।
    ধন্যবাদ।

Level 0

down link update plz

Level 0

vai windows a to safely remover ase tahole atar ki dorkar?