আপডেট লাগবে কার কার শ্রেষ্ঠ প্লেয়ারটির শুধু তাদেরই জন্য ( Jet Audio v 8.0.7.1000.Plus.VX by LuckyFM.rar ) by LuckyFM

আসসালামুআলাইকুম,

সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউনিং আয়োজনে।

যে টিউনটি আপনারা পড়তে যাচ্ছেন তার মুল লিংক ছিল

https://www.techtunes.io/download/tune-id/29115/

কিন্তু আমি বুঝতে পারছিনা কেন টিউনটি পেন্ডিং করা হয়েছিল, হয়ত বা আবারো করা হবে ( কথায় আছে না ক্ষমতা হাতে গেলে...)

এবং আমার পুর্বের টিউনটিতে আমি এর জন্যই প্রতিবাদ করেছিলাম। আর হা এই টিউনটির মুল টিউনে মানে পেন্ডিং টিউনে মিডিয়াফায়ার + যিদ্দু দুইটারই লিঙ্ক ছিল। তাহলে টিউনের ভুল কথায় ছিল আপনারাই বলুন।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেখা অন্যতম একটি মিডিয়া প্লেয়ার এবং অবশই আমার প্রিয় একটি প্লেয়ার যা কিনা জেট অডিও প্লেয়ার  ৮.০.৭.১০০০ ভিক্স। এর আগে যদিও আমি জেট অডিও প্লেয়ার ৮.০.৫.৩২০ নিয়ে টিউন করেছিলাম। এবং আজকে এর আপডেটেড ভারশন নিয়ে হাজির হলাম।

তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে অন্যান্য প্লেয়ার গুলোর সাথে এটার পার্থক্য কি? তাই না। হা আপুনি একবার ইন্সটল করলেই বুঝতে পারবেন অন্যান্য প্লেয়ারগুলোর সাথে এটার পার্থক্য, তারপর ও আমি আলাদা করে লিখে এবং স্ক্রিনশটে তা বুঝিয়ে দিচ্ছি।

বৈশিষ্ট্যঃ

১. অল ফরমেট প্লেয়ার

২. সাউন্ড রেকর্ডার

৩. অডিও কনভার্ট

৪. ভিডিও কনভার্ট

৫. অডিও এডিটার

৬. অডিও কাটার

৭. আরো অনেক কিছু

এবার আসুন স্ক্রিনশট গুলো দেখি

জেট অডিও সেটাপ by LuckyFM

জেট অডিও সেটাপ by LuckyFM

JetAudio 8.0.5.320 VX by LuckyFM

JetAudio 8.0.7.1000 VX by LuckyFM

অতিরক্ত ৫-৬ টি ফিচার যা পেতে আপনাকে আরো ৫-৬ টি সফট ব্যবহার করতে হয়

অতিরক্ত ৫-৬ টি ফিচার যা পেতে আপনাকে আরো ৫-৬ টি সফট ব্যবহার করতে হয়

তো ব্যবহার করুন আর আনন্দে থাকুন সারাক্ষন।

সৌজন্যেঃ কম্পিউট্রনিক্স

ডাউনলোড-1


সৌজন্যেঃ LuckyFM || http://luckyfmtt.blogspot.com/ || [email protected] || +88-01670-319719

আর হা মন্তব্য করতে ভুলবেননা কিন্তু…

-আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার দেওয়া সফটটি ডাউনলোডে দিয়ে, এই কমেন্ট করতে বসলাম। আপনার প্রত্যেকটি টিউন আমি পড়ি এবং কাজে লাগাই। সবচেয়ে ভাললাগে, সাবলীল ভাষায় সহজ-সরল উপস্থাপন। যা একজন beginner থেকে শুরু করে Advanced user সবার জন্য অত্যন্ত সহায়ক হয়। ব্যস্ততার কারনে কমেন্ট কম করা হয়, তারপরও জানি না কেমন করে আল্লাহ আপনার এই টিউনে প্রথম দিকে কমেন্ট করার সুযোগ দিলেন। ভাল থাকবেন।

    Level 0

    ধন্যবাদ
    ভাল লাগল আপনার মন্তব্য পড়ে, কষ্ট স্বার্থক হয় যখন আপনাদের থেকে ফিডব্যাক পাওয়া যায়

( কথায় আছে না ক্ষমতা হাতে গেলে…)
LuckyFM ভাই আপনার অনেক ভাল ভাল টিউন করার ক্ষমতা আছে যা সবার থাকেনা। কিন্তু কর্তিপক্ষের সিদ্ধান্তের উপর আস্তা থাকতে হবে। তারা যা করে ফোরামটাকে সুন্দর রাখার জন্যই করে।
১/ জিদ্দু লিঙ্ক
২/ একই টিউন রিপিট শুধু মাত্র একটা ভার্সন চেঞ্জের পর পর টিউন। এটা সবাই অনুশরন করলে ফোরামের চেহারা কেমন হবে।
আমিওতো চাই আমার টিউন সংখ্যা বারাতে।
চালিয়ে যান…

    Level 0

    ঠিক আছে মানলাম
    তাহলেত IDM ৫.১৮ নিয়ে যদি একবার টিউন হয় ৫.১৯.৩ নিয়ে হওয়ার কথা না, কিন্তু খুজলে ৫টারও বেশি টিউন পাবেন এই নিয়ে !!!!!!!!!!!!!!!!!!!!!
    তাহলে কি বলবেন???
    আর যিদ্দুর কথা বলছেন ?? ঠিক আছে এখন থেকে আমি যদি পন করি যিদ্দু ছাড়া ফাইল আপলোড করবোনা তাহলে???
    আরে ভা আমি সব ফাইল শেয়ারিং সাইটে কম বেশি ফাইল আপলোড করি তার মধ্যে শীর্ষে ১. যিদ্দু, ২. মিডিয়াফায়ার ৩. হটফাইল. ইত্যাদি

    উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
    আমি যতদুর জানি IDM নিয়ে বারবার টিউন হওয়ার কারনে কর্তিপক্ষ বাধাঁ দিয়েছিল।
    একটা সফট নিয়ে বারবার টিউন হতে পারে কিন্তু তা তার ব্যাবহার, টিউটোরিয়াল দিয়ে।
    আমি বলতে চেয়েছিলাম যে শুধু আপডেড ভার্ষন রিলিজ নিয়ে বারবার টিউন হতে পারে না যেমনঃ- আমি জুমলা শেখার পর মোট 16 বার আপডেট হয়েছে। এরকম অনেক…
    শুধু আপডেট নিয়ে টিউন দেখলে মনে হয় যেন Alarm দিয়ে রেখেছিলাম তা জানান দিচ্ছে।
    আমি নিশ্চয়ই এটা খেয়াল রাখবো।

Level 0

ধন্যবাদ LuckyFM ভাই , (অতিরক্ত ৫-৬ টি ফিচার যা পেতে আপনাকে আরো ৫-৬ টি সফট ব্যবহার করতে হয়) তো সফট গুলো নিয়ে আরো একটা টিউন করে পেলেন & আরো একটু বিস্তারিত ভাবে ।

আপনার টিউনগুলো সব সময় সুন্দর হয়। এটাও আমার খুব পছন্দ হয়েছে। আশা করি এইরকম টিউন আপনি আরোও অনেক করবেন।
বস কিছু দিন আগে আপটি একটা টিউন করেছেন গেম সম্পর্কে। হাউজ অব ডেট গেমটি প্রায় ১২০ মেগাবইটের মত কিন্তু আপনি তা করেছেন মাত্র ১২ মেগা কিভাবে সম্ভব। দয়া করে আমাকে মেইল করে দিয়েন। দিলে খুবই উপকৃত হবো।
আমার ইমেইল ঠিকানা: [email protected]

luckyfm আপনাকে ধন্যবাদ সাহায্যে সাড়া দেয়ার জন্য, কিন্তু jet audio ডাউনলোড করার পরও মুভিটি চালাতে পারিনি।তাও আবার ধন্যবাদ

লাকী ভাইকে ধন্যবাদ আমার প্রিয় মিডিয়া প্লেয়ারটি নিয়ে টিউন করার জন্য,
ভাল এবং সুন্দর টিউন,শুভকামনা রইল আপনার জন্য।