আসসালামুয়ালাইকুম,
আশা করি সকলে ভাল আছেন।
এবার আপনাদের জন্য সেই Win RAR Gaming Edition v 4 by LuckyFM নিয়ে হাজির হলাম। এর কার্যকরিতা নতুন করে বলার কিছুই নেই। তবুও নতুন্দের জন্য বলছি, আপনি যখন কোন ফাইল বা ফোল্ডারকে একসাথে সিঙ্গল ফাইল বানাতে চাইবেন বা সিঙ্গেল ফাইলকে তার পুর্বের রূপে ফিরিয়ে দিতে চাইবেন তখন এর প্রয়োজন পড়বে।
চলুন এর দ্বারা কি কি কাজ সম্পন্ন করতে পারবেন তা তুলে ধরি।
প্রয়োগঃ
১. ফাইল/ফোল্ডারকে জিপ/রার ফরমেটে করা (যেভাবে অনেকগুলো আমকে বহনের সুবিধার্থে বস্তা বন্দি করা হয় ) ,
২. জিপ/রার ফরমেটের ফাইলে/ফোল্ডারকে এক্সট্রাক্ট করা মানে বস্তা খোলা,
৩. কোন ফাইলে পাশওয়ার্ড প্রদান করা,
৪. ফাইল সাইজ ছোট করা যার জন্য কম্প্রেশান লেভেল আছে ৬ টি
৫. এছাড়া ও আরো অনেক সুযোগ সুবিধা।
সবচেয়ে মজার ব্যপার হল এতে কোন লাইচেন্সারের প্রয়োজন পড়বেনা। তো এখনি ডাউনলোড করুন, আর উপভোগ করুন মাজা।
সৌজন্যে : Computronics
আজকে টিউনের প্রথমে আমি কিছু লিখা লিখতেই হচ্ছে সেটা হল টিউনিং স্বাধীনতা না আসলে কখন প্রকৃত উন্নতি স্বাধিত হবেনা, ঠিক তেমনি টিউন পেন্ডিং বা ডিলিট করার ক্ষমতা থাকলেই কাজে এবং অকাজে সেই ক্ষমতার অপঃব্যবহার করাও ন্যায় বলে মনে হচ্ছে না। টিটিতে টিউন করার জন্য কেউ কি পয়সা পায় ???? নাকি কেউ পয়সার লোভে টিউন করে ???? তাহলে কেন টেক্টিউন কর্তৃপক্ষ নামে বেনামে, কারনে -অকারনে টিউন পেন্ডিং করে ??? আশা করি এই টিউনে এডমিন প্যানেল সেই জবাব দিবেন, না হয় এর স্বচ্ছতা নিয়ে আর কেউ না হোক আমার মত যারা এই বঞ্চনার স্বীকার হয়েছেন তারা টেক্টিউনের এডমিন প্যানেলের স্বচ্ছতা নিয়ে সন্দিহান থাকব।
আমি টেক্টিউনের সাথে আছি গত বছর থেকে। তখন কত সুপার ডুপার হিট টিউন হত....তাহলে সেই টিউনাররা আগের মত উপস্থিত হন না কেন ???? ১. ব্যস্ততা থাকতে পারে কিন্তু এর বাইরে কি আর কোন কারন হতে পারেনা ???? আমারতো মনে হয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারনে না হয় তাদের অবহেলার কারনে অনেক ডায়ামন্ড টিউনারদের আমরা হারিয়েছি। অনেকের চোখের সাম্নেই এসব এসব হচ্ছে, কিন্তু একবারও কি আমরা প্রতিবাদ করেছি ??? কিন্তু তাই বলে কি আমিও সবার মত চুপ করে থাকব ?? নাকি দূরে সরে যাব ??? আপনাদের হাতেই ছেড়ে দিলাম।
তবে আপনারা সাথে থাকলে কমেন্টের মাধ্যমে জানান কারা আছেন আমার সাথে ??
সাথে পেলে আমি শেষ পর্যন্ত থাকব আপনাদের সাথে, হয়ত ভিন্ন নামে , বিন্ন বেশে, কিন্তু প্রতিবাদ করেই যাব.........সমাধান না আসা পর্যন্ত
কমেন্ট করুন আর না করুন আপনার প্রতিক্রিয়া জানতে আধীর আগ্রহে বসে থাকব, কারন অস্বাধীন ভাবে টিউনিং করা যায় না।মনে কোন প্রশ্ন থাকলে জানান।
-আল্লাহ হাফেজ (আর ফিরে আসব কিনা জানিনা)
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
LuckyFM ভাই জান। আমি আপনার সাথে একমত । টেকটিউন কর্তৃপক্ষকে এই বিষয়ে একটু বিবেচনা করা উচিত। আপনার কথা গুলো এবং টিউনটি খুব ভাল লাগল। ধন্যবাদ।