আসসালামুওয়ালাইকুম।
আজ আমি ডাউনলোড জোনের চতুর্থ পর্বে Android এর একটি গেম নিয়ে এসেছি।
এই গেমের আসল ডাটা ফাইলের সাইজ ১.৮ জিবি, কিন্তু এটাকে কমপ্রেসড করে মাত্র ৫০৫ MB তে আনা হয়েছে। গেমটির গ্রাফিক্স অসাধারন।
এই গেমের সব কিছুই ভালো লাগার মত >>>
গেমটির সাইজ হল একটা বড় সমস্যা । এর সাইজ ১.৮৮ জিবি হওয়ায় অনেকেই এটা ডাউনলোড করে খেলতে পারে না। কিন্তু কমপ্রেসড করার কারনে এর ডাটা ফাইলের সাইজ মাত্র ৫০৫ MB। তবে আনকমপ্রেসড করলে এর সাইজ আবার ১.৮৮ জিবি হয়ে যাবে।
প্রথমে গেমটির APK ফাইল এখান থেকে ডাউনলোড করুন। APK ইন্সটল করার পরে গেম ওপেন করলে আপনাকে ডাটা ডাউনলোড করতে বলবে। কিন্তু সমস্যা নেই। এবারে আপনি এখান থেকে এই কমপ্রেসড ডাটাফাইল ডাউনলোড করুন। এটা পিসিতে আনকম্প্রেসড করুন। দেখবেন একটা ১.৮৮ জিবির একটা ফোল্ডার পাওয়া যাবে। এবারে পিসির সাথে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট দিয়ে SD card অথবা internal Memory এর ভিতরের Android ফোল্ডারের মধ্যে Data ফোল্ডারে এটি পেস্ট করুন।
এবার গেমটি চালু করেন , দেখবেন এটি চালু হয়ে যাবে।
আপনাদের সুবিধার্থে নিচে ডাউনলোড লিঙ্কগুলো আলাদাভাবে দিলাম।
My Skype ID : skmirajbn
আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।
ধন্যবাদ । 🙂