353 kbর একটি সফটওয়ারের মাধ্যমে পেনড্রাইভ/ডিভিডি ড্রাভের সটকার্ট আনুন ডেস্কটপে।

টিউনের প্রথমে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আমার এটি দ্বিতীয় পোস্ট। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
পেনড্রাইভ কিংবা সিডি/ডিভিডি ড্রাইবের সটকার্ট গুলো সাধারণত মাই কম্পিউটারে শো করে। পেনড্রাইভ কিংবা সিডি ড্রাইবে সিডি প্রবেশ করালে তা দেখতে হলে আমাদের কষ্টকরে মাইকম্পিউটারে গিয়ে পেনড্রাইভ কিংবা সিডি/ডিভিডি ড্রাইভ অপেন করতে হয়। কিন্তু একটি ছোট সফটওয়ারে মাধ্যমে যদি উক্ত সটকার্ট গুলি ডেস্কটপে চলে আসে তাহলে কেমন হয়। আপনারা যারা এই লেখাটি পড়ছেন তারা কেহ হয়ত ভাবছেন ভাল হয় আবার কেহ ভাবছেন খারাপ। যারা আমার মত বিলাসী চিন্তার অধিকারী তারা বলবে হয়ত ভাল হয়। আবার যারা একটু কষ্ট করতে চায় বা অকারনে হার্ডডিস্কের যায়গা ভরাট করতে না চান তাদের কাছে খারাপ। তো লেখাটি পড়ে যাদের সফটওয়ারটি ভাল লাগবে তারা সফটয়ারটি ডাউনলোড দিবেন। সফটওয়ারটির ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এতে কোন সিরিয়াল  নাম্বার দিতে হবে না।

আজ এখানেই শেষ করলাম। আর একটি কথা টিউন্সে কিভাবে স্ক্রিন সট সংযুক্ত করে তার পদ্ধতি সম্পর্কে কেহ আমাকে হেল্প করুন প্লিজ।

Level 0

আমি হেরার আলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মন চায় আকাশে উড়তে। কিন্তু ডানা তো নেই............................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টাইপের একটা সফট নিয়ে আমার টিউন করার ইচ্ছে ছিল… যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমাকে টিউন করতে হলো না 😀

তবে http://bit.ly/azantime এই লিঙ্কের সফটয়্যার’টি ও জটিল সময় মত অটোমেটিক নামাজের সময় আপডেট হবে আজান দিবে..
কম্পিউটার চালু করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু হবে… আরো বেশ কিছু ভাল সুবিধা আছে।

    Realy sorry for wrong comment’s Delete plz both comments 🙁

    আমি আসলে ব্যাপার টা বুঝতে পারি নাই কেন সফটয়ার বেবহার করবো ? যেখানে ওই পেন ড্রাইভ এ ক্লিক করে সেন্ড টু তে ক্লিক করলেই ডেস্কটপ এ সর্টকাট তৈরী করা যায় | আর টাস্কবার এ সর্টকাট আনতে চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে :

    right click to task bar -> Toolbars -> new toolbar -> select mycomputer ( thats is)

    তানভীর ভাইয়ের সাথে সহমত।
    যেটা এমনিতেই তৈরী করা যায় তার জন্য সফট কেন?
    এই দুটি ক্ষেত্রে send to থাকে না। Right click করে Create Shortcut-Yes

সরি বলার কিছু নেই। কারণ মানুষের ই তো ভুল হয়। আপনাকে ধন্যবাদ নাবিল ভাই। কবে যে আপনাদের মতে টিউনার হব কে জানে। তবে চেষ্টা করছি। ভাল টিউন করার জন্য।

    টিউন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ । সিডি/পেনড্রাইভের সর্টকাট ডেস্কটপে তৈরির জন্য বা সো করার জন্য সফটটের কি প্রয়োজন! কোন প্রকার সফট ছাড়া ড্রাগ প্রোসেস অবলম্বন করলেইতো হয়। বিস্তারিত দেখুন নিচের লিংকে———————-
    https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/12450/
    অসম্ভব সর্টকাট তৈরী করুন (ড্র্যাগ প্রসেস) !!
    ([email protected])

ভাল টিউন। ধন্যবাদ। আর টিউন বড় করে লেখার চেষ্টা করুন।

    সফটয়ারটি ছোট তাই ছোট করে লিখেতে হলো। ধন্যবাদ।

Level 0

হেরার আলো ভাই, আপনাকে ধন্যবাদ ,কিন্তু টিউন করেন ভাল কথা নিজের প্রতি এত দুবলতা কেন ??? MAN IS MORTAL মানুয মাএ ভুল, যারা আজকে বড় বড় টিউনার তারা কি ভুল করেনি ??? কিভাবে স্ক্রিন সট সংযুক্ত করে তার পদ্ধতি ,এই লিংকে দেখেন http://www.mediafire.com/?wnon0mmlijz#2
বি:দ্র: – কিছু মনে করবে না যারা কমেন্স করেন টিউটি ভাল মত পড়বেন[কি বলতে চাচ্ছে ,কি সাহায্য চাচ্ছে ]
সবাইকে ধন্যবাদ………।

ভাল টিউন শর্টকাট প্রিয়দের কাজে লাগবে।

ভাইরাস থেকে নিরাপদ থাকার সব থেকে উত্তম পন্থা হল পেন ড্রাইভ সরাসরি ওপেন না করা।

আজ এখানেই শেষ করলাম। আর একটি কথা টিউন্সে কিভাবে স্ক্রিন সট সংযুক্ত করে তার পদ্ধতি সম্পর্কে কেহ আমাকে হেল্প করুন প্লিজ।
টিউনে ছবি যোগ করা=
টিউনে ছবি দিতে হলে তেমন কিছুই করতে হবে না। কোন সাইট থেকে ছবি দিতে চাইলে আপনি ঐ ছবিটাতে Right click করুন। যে মেনু আসবে ঐখান থেকে Copy Image Location সিলেক্ট করুন। তারপর টিউনিং পেজের Image বাটনে ক্লিক করে paste করে দিন। ব্যস হয়ে গেল।

টিউনিং পেজের Image বাটন কি বুঝেছেন ? মানে হল টিউন লেখার সময় আপনি অনেক অপশন পাবেন। এরকম একটা অপশন আছে “insert image” নামে। ঠিক নামে নয় মানে ছবির মত করে দেয়া অপশন গুলো, যার উপরে মাউস রাখলেই বলে দেয় কোনটা কি অপশন।

এছাড়া আপনি টেকটিউনে আপলোড করে ও ছবি দিতে পারেন , ছবি দেয়ার পর একটা লিঙ্ক দিবে। ঐ লিঙ্ক টা টিউনিং পেইজে ঐ বকম করে বসাবেন।