ডাউনলোড জোন [৩য় পর্ব] :: ডাউনলোড করুন উইন্ডোজ ৮ এর Windows Defender আপডেট (অফলাইন আপডেট)

আসসালামুওয়ালাইকুম।

আজ আমি নিয়ে আসলাম অতি প্রয়োজনীয় মাইক্রোসফটের Windows Defender আপডেট। আমরা অনেকেই এখানে Windows 8/8.1 ব্যবহার করি। মাইক্রোসফটের এই ভার্শনের উইন্ডোজএর একটা অন্যতম সুবিধা হল এর অতি শক্তিশালি Windows Defender। এই Windows Defender থাকার কারনে উইন্ডোজ ৮/৮.১ এ কোন থার্ডপার্টি এন্টিভাইরাস ইন্সটল করার প্রয়োজন পরে না। আপনি যদি উইন্ডোজ ৮ কিনেন 😛 তাহলে আপনার একসাথে দুইটার কাজই হবে, উইন্ডোজ এর কাজও হবে আবার এন্টিভাইরাসের কাজও হবে।

তবে উইন্ডোজ ৮ ইন্সটল করে বসে থাকলেই কাজ হবে না, এটিকে যদি আমরা নিয়মিত আপডেট না করি তাহলে এটা নতুন কোন ভাইরাস বা ম্যলোয়ার ধরতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যে পিসিতে উইন্ডোজ ৮ ইউস করি সেই পিসিতে নেট কানেকশন নেই অথবা কোন কারনে অনলাইন আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না। এই সমস্যা আমরা অফলাইনে ডিফেন্ডার আপডেট করে সমাধান করতে পারি।

এটার সবথেকে বড় সুবিধা হল এটা রিজিউম সাপোর্টেড। আর আমি যে লিঙ্ক দিব সেটা মাইক্রোসফটেরই, তাই একেবারে লেটেস্ট আপডেটই পাওয়া যাবে, আবার নতুন কোন আপডেট আসলেও লিঙ্ক আপডেট হয়ে যাবে।

আমি ব্যক্তিগতভাবে উইন্ডোজ ৮ ব্যবহার করি এবং আমার পিসিতে কোন এন্টিভাইরাস দেওয়া নেই, তবুও আমার পিসিতে কোন ভাইরাস নেই। তবে অনেক সময় উইন্ডোজ ডিফেন্ডার ডিজবেল থাকে , এরখম থাকলে আপনাকে অবশ্যই এটিকে এনাবল করে নিতে হবে। এজন্য Start এ গিয়ে Type করুন Defender নিচেই Windows Defender চলে আসবে।

তারপর সেটিংস এ গিয়ে Turn on real-time protection এর ঘরে টিক চিহ্ন দিয়ে দিন। অনেক সময় দেখা যায় windows Defender ওপেনই হয় না, এটা হয় যখন আপনি আলাদা এন্টিভাইরাস ব্যবহার করেন। আলাদা এন্টিভাইরাস আনইন্সটল করলেই উইন্ডোজ ডিফেন্ডার ওপেন করতে পারবেন।

তো চলুন কথা না বারিয়ে ডাউনলোড করে নেওয়া যাক Windows Defender এর আপডেট

Download

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস