ডাউনলোড করুন অতি প্রয়োজনীয় একটি সফটওয়ার (FSCapture Portable)-যেকোন সময়ই প্রয়োজন হতে পারে

কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে অতি প্রয়োজনীয় একটি সফটওয়ার শেয়ার করব। এটি কম্পিউটারের স্ক্রীনশট নেয়ার টুল।সফটওয়্যারটির নাম FSCapture.

কম্পিউটার এর স্ক্রীন ক্যাপচার এর ক্ষেত্রে এটি একটি চমৎকার টুল। সাধারনত ভিসতা কিংবা সেভেন এ স্ক্রীন ক্যাপচার এর জন্য accessories এ snipping tool নামে একটি টুল রয়েছে যা দিয়ে আমরা স্ক্রীন এর যেকোন অংশ ইমেজ হিসেবে সেভ করে রাখতে পারি। কিংবা কীবোর্ড এর print screen কী এর মাধ্যমেও সম্পূর্ন স্ক্রীন এর একটি ছবি তুলতে পারি। কিন্তু এই প্রসেসগুলোর সমস্যা হচ্ছে এটি দিয়ে শুধুমাত্র স্ক্রীনে যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই ক্যাপচার করতে পারে।

উপরোক্ত সফটওয়্যারটির একটি বিশেষত্ব হল এটি scrolling কোন window এর সম্পূর্ন ছবি তুলতে পারে। সাথে রয়েছে এডিট করার সুযোগ।

নিচের ছবিটি দেখুন।

সফটওয়্যারটি দিয়ে টেকটিউনের প্রথম পাতার একটি ছবি তুলেছি। অরিজিনাল ছবিটি প্রায় 1.2MB. রিসাইজ করে এখানে দিলাম।

সফটটির মেইন উইন্ডোঃ

প্রতিটি বাটন এর নিচে মাউস পয়েন্টার নিলে ঐ বাটন এর কাজ দেখিয়ে দেয়।

আপনি কি ধরনের উইন্ডোর ছবি নিতে চান তা সিলেক্ট করে ছবি ক্যাপচার করার পর ছবিটি edit window তে ওপেন হবে। আপনি ক্যাপচার করা ছবিটি মডিফাই করে বিভিন্ন ফরম্যাটে সেভ করে রাখতে পারেন।

আপনি চাইলে এই সফটওয়্যারটির এডিটর দিয়ে পিসির অন্য যেকোন ছবিও এডিট করতে পারেন।

সফটওয়্যারটির ফিচারগুলো একনজরেঃ

১। উইন্ডো, অবজেক্ট,  মেনু, ফুল স্ক্রীন, Rectangular/Freehand ক্যাপচার, স্ক্রলিং উইন্ডো বা ওয়েব পেজ ক্যাপচার করতে পারবেন।

২। এডিটরের মধ্যে ক্যাপচার করা ছবিতে টেক্সট, অ্যা্রো লাইন, হাইলাইট, ওয়াটার মার্ক প্রভৃতি যোগ করতে পারবেন।

৩। বিভিন্ন ইফেক্ট যোগ করতে পারবেন যেমনঃ drop-shadow, frame, torn-edge, fade-edge ইত্যাদি।

৪। ইমেজে ক্যাপশন অ্যাড করতে পারবেন।

৫।ইমেজ Resize, crop, rotate, sharpen, brighter, adjust color ... করতে পারবেন।

৬। সফটওয়্যারটি এক্সটার্নাল এডিটরও সাপোর্ট করে।

৭। সাথে রয়েছে স্ক্রীন রেকর্ডার যা দিয়ে আপনি আপনার মনিটরের এক্টিভিটি ভিডিও ফরম্যাট এ সেভ করে রাখতে পারবেন।(বিভিন্ন টিউটোরিয়াল তৈরীতে অতি প্রয়োজনীয় )।

পোর্টেবল এ সফটওয়্যারটির সাইজ মাত্র 2.5MB। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আশা করি সফটটি আপনাদের কাজে আসবে। আপনাদের মতামত দিতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি বাকের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করছি সফটয়ারটি ভাল আউটপুট দিবে। বাকি ডাউনলোড করে দেখবো। ভাল থাকবেন।

এই সফটয়ারটির ধারা কি পেইজের যেতটুকু প্রয়োজন ততটুকু স্ক্রলিং করে সট নেয়া যাবে।

    স্ক্রল করে সবটুকু নেয়ার পর ঐ সফটওয়্যার দিয়েই crop করে প্রয়োজনীয় অংশ আলাদা করতে পারবেন।

    ধন্যবাদ আপনাকে।

ভাই আমি একটা ব্যাপার বুঝতে পারছিনা, তা হল আপনারা সবাই Ziddu.com আপলোড করেন কেন? মিডিয়াফায়ার কি দুস করল?

    ভাই গত দুইদিন যাবত মিডিয়াফায়ারে সফটওয়ারটি আপলোড করার চেস্টা করেছি, পারি নাই। বাধ্য হয়েই ziddu.com এ আপলোড করেছি। আর আপলোড এর সমস্যা নিয়ে সাহায্য জিজ্ঞাসাতে একটি সাহায্যও চেয়েছি।
    আপনার মতামতের জন্য ধন্যবাদ।

    Level 0

    আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা তা হলো, মিডিয়াফায়ার এবং জিডু Ziddu.com এর মধ্যে পার্থক্য কতটুকু এবং বড় ধরনেন পার্থক্য কোনকোন জায়গায়? আকটু বিস্তারিত জানালে উপক্বত হব। ধন্যবাদ।

    Level 0

    আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা তা হলো, মিডিয়াফায়ার এবং জিডু Ziddu.com এর মধ্যে পার্থক্য কতটুকু এবং বড় ধরনেন পার্থক্য কোনকোন জায়গায়? একটু বিস্তারিত জানালে উপক্বত হব। ধন্যবাদ।

    ziddu.com এ ডাউনলোড করার পূর্বে একটি ক্যাপচা(image verification) দেয়া লাগে। আর ডাউনলোড এ ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো ওপেন হয়ে থাকে।

    নুরজাহান আপা, বাকের ভাই আরেকটা কথা বলেননি তা হল Ziddu.com এ পেজ দুইবার লোড হয়, আর বাংলাদেশের এই ইন্টারনেটের গতিতে দুইবার লোড মানে মহা কিছু।

    অদ্ভুত ভাই, ziddu.com এর পেজগুলো এত ভারী নয় যে স্লো নেট কানেকশন এ লোড হবে না। আর খেয়াল করে থাকবেন, মিডিয়াফায়ারেও অনেক সময় পেজ লোড হতে সমস্যা করে। (লোড হয়ে লিঙ্ক জেনারেট না করে বরং আবার প্রথম হতে লোড হতে শুরু করে।) ।

    আরেকটা গুরুত্বপূর্ন ব্যাপার বলতে ভুলে গেছি, তা হল ziddu তে resume অপশন নাই।

খুব ভাল ধন্যবাদ

ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ।

চমৎকার সফটওয়্যার, সুন্দর টিউন। ধন্যবাদ 🙂

    ধন্যবাদ আপনাকে। আশা করি কাজে লাগবে।

কাজের সপ্টওয়ার ধন্যবাদ আপনাকে।

    আপনাকেও অনেক ধন্যবাদ। কাজে লাগবে নিশ্চই।

ভাল সফটওয়ার এবং ভাল টিউন,ধন্যবাদ টিউনের জন্য।

    আতাউর ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ।

ধন্যবাদ বাকের ভাই ভাল একটা স্ক্রিন ক্যাপচার সফট দেয়ার জন্য।

    সাইদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।

1000 e ekta !
chomotkaaar vai !