রেপিড শেয়ারের ব্যাপারে আমাদের টিউনার এবং অন্যান্ন বন্ধুদের আগ্রহ অনেকদিন যাবৎই লক্ষ করছিলাম। অনেকেই অনেক ধরনের সমাধান এর কথা বলেছে। অনেকে প্রিমিয়াম এ্যাকাউন্ট উন্মুক্ত করে দিয়েছে। তবে সমস্যাটা ছিল সেই এ্যাকাউন্টে ডেইলে আড়াই গিগার বেশি ডাউনলোড করা যেত না। ফলে খুব দ্রুতই সেই মহেন্দ্রেক্ষনটি চলে যেত এবং সারা সারাদিন গোমড়া মুখে বসে থাকতে হত।
অনেকেই আবার ফ্রি এ্যাকাউন্টে ডাউনলোড করে থাকে। সেক্ষেত্রে কিছুক্ষন অপেক্ষা করার পর লিংকটি চলে আসে তখন ডাউনলোড করা যায়। কিন্তু সেই সময় আপনার স্ট্যাটিক আইপি থেকে কোন ফাইল ডাউনলোড হতে থাকলে আপনি কখনই সেই লিংকটি পাবেন না।
ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমি জিপির লাইন ব্যবহার করি। আর মুভি দেখার পোকা হওয়ায় প্রায় প্রতিদিনই মুভি ডাউনলোড করে থাকি। যখনই ফ্রি এ্যাকাউন্টে ক্লিক করার পর আমি সেই লিংকটি পাই না অর্থাৎ যখন আমকে নোটিফাই করা হয় যে আপনার আইপি কোন ফাইল ডাউনলোড করছে, ঠিক তখনই আমি আমার নেট কানেকশান থেকে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্টেড হই। এটা করার কারন হল জিপির লাইনে আইপিগুলো ডায়নামিক্যালি পিক করা হয়। অর্থাৎ কয়েকবার ট্রাই করার পর একটি ফ্রি আইপিও আপনি পেয়ে যেতে পারেন। তখন কিছুক্ষন অপেক্ষা করার পর সেই লিংকটি চলে আসে। তবে ভেজাল এখানেই শেষ না। মনে রাখবেন যে ফ্রি এ্যাকাউন্টে কখনই প্রিমিয়ামের মজা পাওয়া সম্ভব না। দুধের স্বাদ কি আর ঘোলে মেটে??
ভেজালটা হল লিংক চলে আসার পরে ক্লিক করলেও অনেক সময় ডাউনলোড প্রম্পট এ্যাপিয়ার করে না। অর্থাৎ ডাউনলোড সেশন এক্সপায়ারও হয়ে যেতে পারে। তখন আবারও অপেক্ষা করতে হয় এমনকি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে আবার কানেক্টেড হতে হয়।
আবার অনেকে অফিসে এবং স্ট্যাটিক আইপি ইউজারদের জন্যে রেপি ব্যান করা থাকতে পারে। মানে কোন ভাবেই রেপি থেকে প্রিমিয়াম ছাড়া ডাউনলোড না করার পরিস্থিতিতে যারা আছেন তাদের কি হবে????
তাদের জন্যে আবারও ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে মজিলা ফায়ারফক্সের একটি এ্যাডঅন!! download rapidshare@office যা আপনার আইপির প্রক্সি সারভারকে স্মার্টলি ফাঁকি দিয়ে আমাদের কাছে সরাসরি ডাউনলোড প্রম্পটটি উন্মূক্ত করে দেয়। এই এ্যাডঅনটি ইন্সটল করার পরে ফায়ারফক্সের এ্যাড্রেস বারের নিচে একটি রেপি ইউআরএল পুট করার বক্স আসবে। সেখানে লিংকটি পেস্ট করে দিয়ে তার পাশে রেপি আইকনে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলা হবে এবং সবশেষে সরাসরি ডাউনলোড প্রম্পটের আবির্ভাব হবে। এখানে ডাউনলোড সেশন এক্সপায়ার হওয়ার কোন চান্স নেই, আপনার আইপি ডাউনলোড করছে কি করছেনা তা নিয়ে ভাবনা নেই, তবে ডাউনলোড করতে থাকলে আপনাকে শো করবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে রিকানেক্ট হবার প্রয়োজন হতে পারে। সম্পূর্ণ প্রসেসটাকেই ইন্টারনালি হ্যান্ডেল করা হয়। তবে এই এ্যাডঅনটি সবাই ইন্সটল করতে পারবেন না। যারা মজিলার রেজিস্টার্ড ইউজার তারাই এই এ্যাডঅন ইন্সটল করতে পারবেন। আমি নিচে একটি রেজিস্টারর্ড এ্যাকাউন্টের ডিটেইল দিয়ে দিচ্ছি
ইউজার ইমেইল: [email protected]
পাসওয়ার্ড: bugmenot
সবশেষে আরেকটি কথা বলে রাখি ডাউনলোডটি হবে ফ্রি ইউজার হিসেবেই অর্থাৎ রিজিউম ক্যাপাবিলিটি থাকবেনা। তাই কারেন্ট চলে যাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হয় আমাকে। এখন শীতকাল, তাই কারেন্ট যাচ্ছেনা বললেই চলে। তবে গরমের দিনে নিজের এলাকার লোডশেডিং টাইমিং এর ব্যাপারে আইডিয়া করে নিলে তেমন একটা অসুবিধা হবে বলে মনে হয় না। কারণ আমি এইখানে স্পীড খারাপ পাইনা। বলতে গেলে ভালই। প্রিমিয়ামে মুভির একটা পোর্সন ডাউনলোড হতে যা লাগে তার চেয়ে ১০ - ১৫মিনিট বেশিই লাগে! খারাপ কি??
এ্যাডঅনটি এই লিংকে পাওয়া যাবে।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
Vai, Grameen theke ekta movie download korte koto somoy lage?. Movie file er size koto hoi? Apnar onnano post er moto eaitao ekta excellent post. Thanks for this nice post.