অনেকদিন শরীরটা ঠিকমত কাজ না করায় নুতন কোন টিউন করার প্রবল ইচ্ছা থাকা সত্বেও করতে পারিনি। শুধু কিছু মন্তব্য লিখেই ক্ষান্ত হতে হয়েছে। আজ একটি নতুন এবং আনকোরা বিষয় নিয়ে লিখছি। এটি স্পেসিফিক কোন টিউন হবে কিনা জানিনা তবে সবার সাথে আলোচনা করা প্রয়োজন মনে করে লিখছি কারণ সবার ঐকান্তিক সহযোগিতা পেলেই আমার পক্ষে এটি করা সম্ভব হবে।যাই হোক। আমি যে প্রতিষ্ঠানে চাকুরী করি সেখানে প্রায় ৪০টির অধিক হাই কনফিগারড টপ সিক্রেট ডাটা কনটেইনড পিসি আছে। এবং প্রতিটি পিসির জন্য রয়েছে আলাদা আলাদা ইউজার। এখানে কোন পিসিতে কি করা হচ্ছে তা মনিটর করার জন্য রয়েছে আলাদা এপ্লিকেশন যা সার্ভার থেকে মনিটর করা হয়। কিন্তু এই সার্বক্ষণিক মনিটর কোনক্রমেই সম্ভব নয়। তাই হায়ার অথরিটি আমাকে এর চেয়ে বেটার কোন সলিউশন বের করতে বললেন। মুল বিষয় হচ্ছে এখানকার ইউজাররা গোপনে পেনড্রাইভ ব্যবহার করেন যার দ্বারা তারা গোপনে ডাটা পাস করেন। মুলত: হায়ার অথরিটি আমাকে পেনড্রাইভকে কিভাবে প্রতিহত করা যায় তার একটা সলিউশন বের করতে বললেন। নেটে অনেক খোঁজ করলাম কিন্তু সলিউশন পেলাম না। যা পেলাম তার দাম শুনেতো মাথা খারাপ অবস্থা তাছাড়া এর প্রয়োগ করতে গেলে ইউএসবির সবরকমের ডিভাইসই অকার্যকর হয়ে যাবে। যার ফলে স্ক্যানার, ডিভি ক্যামকর্ডার, স্ট্রিমিং আউটপুট, ডিজিটাল ক্যামেরা সহ এমন সব ডিভাইস ব্যবহার করা সম্ভব হবেনা। কিন্তু আমার প্রয়োজন শুধুমাত্র ইউএসবি পোর্টেবল মেমোরীকে ডিজেএবল করা। তাই নিজেই বসে গেলাম একটা এপ্লিকেশন ডেভেলপ করতে। সিদ্ধান্ত নিলাম নতুন একটা এপ্লিকেশন ডেভেলপ করার। কাজও শুরু করে দিলাম।
যা হবে:
মোটামুটি এই প্রাথমিক অবজেক্টিভ মাথায় রেখে কাজ শুরু করেছি। প্রতিদিন ৩/৪ ঘন্টা করে কাজ করছি। সফটওয়্যারটি শুধু মাত্র বড় কোন প্রতিষ্ঠান নয় এমনকি ব্যক্তিগত পর্যায়েও ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার মনে হয়। কারন এমন অনেক সিংগেল পিসি আছে যাতে কোন গুরূত্বপূর্ণ আছে এবং এটি একাধিক ইউজার ব্যবহার করে। এর ডাটা সিকিউরিটির জন্য এই সফটওয়্যারটি হতে পারে অনন্য। এই সফটওয়্যারটিতে আর কি কি অপশন যোগ করা যায় তার জন্য সবার নিকট সুচিন্তিত মতামত কামনা করছি। এছাড়াও সফটওয়্যারটির বেটা ভার্সণ তৈরীর পর বেটা টেষ্ট করার জন্য সকল টিউনারকে আমন্ত্রণ জানাচ্ছি। উল্লেখ্য যে এই সফটওয়্যারটি ফ্রিওয়্যার হবেনা যেহেতু আমি ইন্টারনেটে কোথাও এটা ফ্রি পাইনি। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে চাইলে তা দাম দিয়েই কিনতে হবে। তবে এই সাইটের প্রতি ভালবাসার উপহার স্বরূপ শুধুমাত্র এই সাইটের ভিজিটররা এটা ফ্রি পাবে এবং লাইসেন্সিং সিস্টেম হবে গ্যারিসনের মতোই। ইতোমধ্যেই আমি এর প্রথম অংশের কাজ শেষ করেছি। হয়তো সব মিলিয়ে আর ১৫ দিন লাগবে। প্রথম বেটা ভার্সণের কাজ শেষ করতে। তার আগেই আপনাদের সুচিন্তিত মতামত সফটওয়্যারটির ডেভেলপ করতে বেশ সাহায্য করবে।
ও ভাল কথা সফটওয়্যরটি নামই এখনো ঠিক করিনি। কেউ একটা ভালো নাম দিয়ে সাহায্য করুন।
সবার নিকট মতামত কামনা করছি ।
কামরুল ইসলাম রুবেল।
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
রুবেল ভাই আপনি যে নামটি দিছেন ঐটাই তো ভাল লাগে।!!! পাসওয়ার্ড প্রোটেক্টেড ইউএসবি পোর্ট !!!
ধন্যবাদ।
খুবৃই ভালো উদ্যোগ।
টাস্ক মেনেজার থেকে যেন এটিকে ডিজাবল করা না যায় বা বন্ধ করা না যায় সেই ব্যবস্থা করা
এবং ইউএসবি এটাচ করা অবস্থায় মাই কম্পিউটারের কোন কোন ড্রাইভ বা ফাইল ব্রাউজ করেছে তার একটা লগ তৈরী করা
আপনি যতই প্রটেক্ট করুন না কেন উইন্ডোজ থেকে সাধারণ ডাটা কপি করা খুব সহজ। লাইভ সিডি দ্বারা ঢুকে হার্ডডিক্সের সবকিছুই ফ্লাশ ডিক্সে নেয়া যায়।
কামরুল ভাই এই সফটওয়্যার টা একটু দেখুন আমার মনে হয় আপনার প্রজেক্টে একটু হলেও এটা কাজে দেবে।
http://www.passwordrecovery.in/password-recovery/usb-data-protection.asp
ভাই আপনি যেহেতু সফটওয্যার তৈরী করেন সেহেতু আপনার কাছে আমার একটা ছোট্ট পরামর্শ হলো এটাই যে আপনি এমন একটি সফটওয্যার তৈরী করেন যা ওপেন করলে মনিটরে নিজের ছবি দেখা যাবে। অর্থাৎ আমি আইনার কথা বলতে চাচ্ছি। ভাই এই বিষয়টি নিয়ে ভাবলে খুশি হব।
জুয়েল ব্যাপারী পাড়া, ঝিনাইদহ।
ভাই আপনি যেহেতু সফটওয্যার তৈরী করেন সেহেতু আপনার কাছে আমার একটা ছোট্ট পরামর্শ হলো এটাই যে আপনি এমন একটি সফটওয্যার তৈরী করেন যা ওপেন করলে মনিটরে নিজের ছবি দেখা যাবে। অর্থাৎ আমি আইনার কথা বলতে চাচ্ছি। ভাই এই বিষয়টি নিয়ে ভাবলে খুশি হব।
জুয়েল ব্যাপারী পাড়া, ঝিনাইদহ।
নাম দিলাম KIRPUD সর্ম্পুনটি হবে : কামরুল ইসলাম রুবেল পার্সওয়ার্ড প্রোটেক্টেড ড্রাইভ