আরবী অক্ষর সমুহের উচ্চারণ শুনে শুনে শিখুন এবং আরবী অক্ষর লেখা শিখুন দেখে দেখে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আসলে তেমন টিউন করিনা। তবে, আজকে একটা সুন্দর জিনিস ইন্টারনেটে খুজে পেলাম। বিষয়টা খুব ভাল লাগছে আমার কাছে। তাই, আপনাদের সাথে সেটা শেয়ার না করে পারলাম না।

১. ছবি দেখে দেখে আরবী অক্ষর লেখা:

অনেকেই হয়ত চায় আরবী অক্ষর লেখা শিখবেন। কিন্তু, সেটা শিখতে কারো কাছে যাওয়ার সুযোগ পান না। আপনার জন্য আর কোন বাধা থাকল না আরবী অক্ষর লেখা শিক্ষার ক্ষেত্রে। নিচের ছোট্ট সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এখান থেকে আরবী অক্ষর লেখা শিখতে পারবেন ছবি এনিমেশন ছবি দেখে দেখে।তাই, দেরী না করে এক্ষুনি নিচের প্রোগ্রামটি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র-২৭৬ কেবি।

http://www.box.net/shared/2ldczh0byn

২.আরবী অক্ষরের উচ্চারণ শেখা:

অনেকে আরবী শিখতে চান কিন্তু, আরবী অক্ষরের সঠিক উচ্চারণ নিয়ে সমস্যায় পড়েন। আবার অনেকে ভূল উচ্চারণ করেন। আপনাদের ওই সমস্যা থেকে মুক্তি দেবে নিচের সফটওয়্যার ইনশাল্লাহ।

এখানে যে কোন অক্ষরের উপর ক্লিক দিলেই সে অক্ষরের সঠিক উচ্চারণ জানিয়ে দেবে। তাহলে, আর দেরী কেন? ঝটপট ডাউনলোড করে নিন। নিচের প্রোগ্রাম টা। সাইজ মাত্র-৫১৭ কেবি

http://www.box.net/shared/h3gq4zjo7d

এটা শিশুদের আরবী শেখার ক্ষেত্রে কাজে লাগবে।

৩. আর আল-কুরআনের বাংলা অনুবাদ সফটওয়্যার নিন নিচের লিঙ্ক থেকে। সাইজ-১.৮ মেগাবাইট মাত্র।

http://www.box.net/shared/rcb210zabp

------------------------------------------------------------------------------

আমার অনুদিত বই:  ইসলামে নারী বনাম পুস্তক ও বাস্তবতায় ইহুদী ও খৃষ্টান ধর্মে নারী

http://www.box.net/shared/ur4612703i

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি ইসমাইল এ কে বি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনাকে , অনেক দিন থেকে মনে মনে খুজছিলাম । যদি পারেন পরিপূন একটা Soft টার দিন ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।আমার শিশু সন্তানটার জন্য উপকারে লাগবে।বলতে লজ্জা নেই আমারও উপকারে লাগবে।আল্লাহ আপনার মঙ্গল করুন।

Level 0

ইসমাইল এ কে বি ভাই, আপনাকে ধন্যবাদ জানাই শেযার করার জন্য,আমারও কাজে লাগবে ……….

ইসমাইল ভাই, চমৎকার সফট ও আপনার অনুদিত বইটি শেয়ার করার জন্য ধন্যবাদ । আল্লাহ আপনাকে মঙ্গল করুক।

হুমম। আমারও ওনেক কাজে লাগবে।ওনেক ধন্যবাদ

আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকুন এই শুভ কামনায়

Level 0

অসংখ্য ধন্যবাদ 🙂

ami Khub annadito web site ti paye, apna ke dhannabad.

Level 0

ধন্যবাদ কাজে লাগবে, আমের একটা প্রবিত্র কুআনের সফট দরকার যাতে একসাথে ৪ লাইন পাওয়াযাবে; যেমন, ১নং লাইন – আরাবি ২নং লাইনে – আরাবির বাংলা উচ্চারন ৩নং লাইনে – বাংলা অনুবাদ ৪নং লাইনে – ইংরাজী আনুবাদ। কোথায় পাওয়া যাবে যাকেউ জানালে উপক্বত হব।

    জি, এই সফটওয়্যারে আপনার চাহিদার ৩ টা আছে। ওই সফটওয়্যারে আরবীর উচ্চারণ ছাড়া বাকী সবগুলো (বাংলা অনুবাদ,ইংরেজী অনুবাদ ও আরবী লেখা) আছে।

    তবে, এই সফটওয়্যারে একটা সমস্যা আমি মাঝে মাঝে দেখি সেটা হল- কখনও কখনও এই সফটওয়্যারে কোন লেখা দেখা যায় না। তবে, পরে দেখি আবার দেখা যায়। সমস্যা টা যে কোথায় সেটা আমি ধরতে পারি নি।

    ধন্যবাদ আপনাকেও।

ধন্যবাদ ভাল একটি তথ্য বিষয় শেয়ার করার জন্য,এর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

ইসমাইল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। তো আমারা অনেকেই আমাদের বাংলা ভাষার স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ গুলো সঠিক ভাবে বলতে পারি না। তাই বলছি বাংলা বর্ণ উচ্চারণের জন্য একটা সফটওয়্যার দিলে ভালো হয়।

    ভাই, আসলে আমি কিন্তু টেকি নই। এটা আমার বানানো নয় এগুলো। আমি এগুলো নেটে পেয়েছি তাই শেয়ার করলাম।

    তবে, আমাদের শাকিল ভাই, প্রবাসী ভাই, টিউটো ভাই,ইসমাইল ভাই (টেকটিউন্স এ নিয়মিত লেখেন)ও মেহেদী ভাইসহ যারা প্রোগ্রাম তৈরী করতে পারেন; প্রোগ্রাম তৈরী করা যাদের কাছে পানির মত সোজা তারাই এ কাজটা করতে পারবেন। তাদের কাছে আমরা এই দাবিটা করতে পারি। তারা আমাদের আবেদনে হয়ত এ কাজটা করে দিবেন।

ধন্যবাদ শেয়ারের জন্য। আরবি পুরা শিখতে এই সাইট দেখতে পারেন. http://www.lqtoronto.com

“আমের একটা প্রবিত্র কুআনের সফট দরকার যাতে একসাথে ৪ লাইন পাওয়াযাবে; যেমন, ১নং লাইন – আরাবি ২নং লাইনে – আরাবির বাংলা উচ্চারন ৩নং লাইনে – বাংলা অনুবাদ ৪নং লাইনে – ইংরাজী আনুবাদ”
http://www.zekr.org এই চাহিদা পূরণ করবে।

    ধন্যবাদ, মোগামেন ভাই,
    ওই সাইটটির কথা আমার জানা ছিল না। জানানোর জন্য ধন্যবাদ।

ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।
    ভাই, আপনি কিন্তু আমার ফসবুক ফ্রেন্ড লিস্টে আছেন।

Level 0

I NEED YOUR CONTACT NO. TO TALK.

allah apak kabul karun.