আস্সালামুআলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছি তার মধ্যে প্রায় ৭০% ব্যবহারকারীই হার্ডডিক্স ব্রাউজ করার জন্য উইন্ডোজের ডিফল্ট প্রোগ্রাম “উইন্ডোজ এক্সপ্লোরার” ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা যে “উইন্ডোজ এক্সপ্লোরার” এর বিকল্প অনেক সফটওয়্যার রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও দামী সফটওয়্যারের নাম Directory Opus. সম্প্রতি বের হয়েছে এর নতুন ভার্সন ১১.
আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি যে এই সফটওয়্যারেরর সকল সুবিধা গুলো বিস্তারিত লিখতে পারছিনা সময়ের অভাবে । তবে এ গ্যারান্টি দিতে পারি আপনি যদি একবার শুধু এই সফটওয়্যারের ব্যবহার শুরু করেন তাহলে আপনি তার প্রেমে পড়তে বাধ্য থাকবেন। আর কোনদিনও উইন্ডোজ এর ডিফল্ট এক্সপ্লোরারে ফিরে যেতে চাইবেন না। বিস্তারিত ফিচার জানতে ওদের অফিসিয়াল ওয়েব সাইটে একটু ঘুরে আসতে পারেন। সফওয়্যারটির মূল্যঃ Directory Opus Pro Single $89 AUD. যদি ফিচার দেখে পছন্দ হয়ে থাকে তো ঝটপট নামিয়ে নিন 71 মেগাবাইটের ফুল ভার্সন সফটওয়্যারটি এখান থেকে।
সফওয়্যারটি আমি নিজে আপলোড করিনি। আর জানিনা এই ডাউনলোডের সার্ভারটির লিংক টিটির নিতীমালা অনুযায়ী সঠিক আছে কিনা, তবে আমার ব্যক্তিগত কোন স্বার্থ এতে জড়িতো নেই। আর হ্যাঁ ভালো কথা ডাউনলোড শেষে ইন্সটল করার পূর্বেই অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগটি বন্ধ করে নিন। এবং ইন্সটল শুরুর পূর্বেই ইন্সটলের বিস্তারিত নিয়ম কানুন অবশ্যই ভালোভাবে পড়ে নিয়ে কাজ শুরু করুন। বিস্তারিত নিয়ম কানুন আপনার ডাউনলোড কৃত রার ফাইলটির ভেতরে Read_Before_Install নামক ফাইলের ভেতরেই পাবেন।
ইন্সটলতো করা হলো কিন্তু ব্যাবহার করবো কিভাবে? বিস্তারিত ব্যবহারবিধি সম্পর্কে টিউটোরিয়াল পাবেন এই লিংকে
ব্যাবহারবিধি সম্পর্কে সহজ ভিডিও টিউটোরিয়াল গুলো ইউটিউব থেকে ডাউনলোড করতে চাইলে চলে যান এই লিংকে
আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ।
আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Link কই ভাই ?