সবচেয়ে কার্যকর হার্ডডিক্স এক্সপ্লোরার Directory Opus 11ফুল ভার্সন নিন আর উইন্ডোজের ডিফল্ট এক্সপ্লোরার কে পাঠিয়ে দিন বিশ্রামে

আস্‌সালামুআলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আমরা যারা উইন্ডোজ ব্যবহারকারী আছি তার মধ্যে প্রায় ৭০% ব্যবহারকারীই হার্ডডিক্স ব্রাউজ করার জন্য উইন্ডোজের ডিফল্ট প্রোগ্রাম “উইন্ডোজ এক্সপ্লোরার” ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা যে “উইন্ডোজ এক্সপ্লোরার” এর বিকল্প অনেক সফটওয়্যার রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও দামী সফটওয়্যারের নাম Directory Opus. সম্প্রতি বের হয়েছে এর নতুন ভার্সন ১১.

গুগল থেকে নেয়া ছবি

 

আমার পিসি থেকে নেয়া স্ক্রীনশর্ট

আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করছি যে এই সফটওয়্যারেরর সকল সুবিধা গুলো বিস্তারিত লিখতে পারছিনা সময়ের অভাবে । তবে এ গ্যারান্টি দিতে পারি আপনি যদি একবার শুধু এই সফটওয়্যারের ব্যবহার শুরু করেন তাহলে আপনি তার প্রেমে পড়তে বাধ্য থাকবেন। আর কোনদিনও  উইন্ডোজ এর ডিফল্ট এক্সপ্লোরারে ফিরে যেতে চাইবেন না। বিস্তারিত ফিচার জানতে ওদের অফিসিয়াল ওয়েব সাইটে একটু ঘুরে আসতে পারেন। সফওয়্যারটির মূল্যঃ   Directory Opus Pro Single   $89 AUD. যদি ফিচার দেখে পছন্দ হয়ে থাকে তো ঝটপট নামিয়ে নিন 71 মেগাবাইটের ফুল ভার্সন সফটওয়্যারটি এখান থেকে।

সফওয়্যারটি আমি নিজে আপলোড করিনি। আর জানিনা এই ডাউনলোডের সার্ভারটির লিংক টিটির নিতীমালা অনুযায়ী সঠিক আছে কিনা, তবে আমার ব্যক্তিগত কোন স্বার্থ এতে জড়িতো নেই। আর হ্যাঁ ভালো কথা ডাউনলোড শেষে ইন্সটল করার পূর্বেই অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগটি বন্ধ করে নিন। এবং ইন্সটল শুরুর পূর্বেই ইন্সটলের বিস্তারিত নিয়ম কানুন অবশ্যই ভালোভাবে পড়ে নিয়ে কাজ শুরু করুন। বিস্তারিত নিয়ম কানুন আপনার ডাউনলোড কৃত রার ফাইলটির ভেতরে Read_Before_Install নামক ফাইলের ভেতরেই পাবেন।

ইন্সটলতো করা হলো কিন্তু ব্যাবহার করবো কিভাবে? বিস্তারিত ব্যবহারবিধি সম্পর্কে টিউটোরিয়াল পাবেন এই লিংকে

ব্যাবহারবিধি সম্পর্কে সহজ ভিডিও টিউটোরিয়াল গুলো ইউটিউব থেকে ডাউনলোড করতে চাইলে চলে যান এই লিংকে

আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ।

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Link কই ভাই ?

Level 0

খালিদ ভাই,
ডাউনলোড যে করব
লিংক ই তো নাই!
কি করি ভাই?

    @frzban: বুঝতে পারতেছিনা , আমি কিন্তু লিংক ঠিকই শেয়ার করেছিলাম। কিন্তু খুব সম্ভবত যেটা সন্দেহ করেছিলাম যে উক্ত সাইটটি টিটির নীতিমালার মধ্যে না পড়ায় টিটির এডমিন / মডারেটর ভাইয়েরা লিংকটি রিমুভ করে দিয়েছে। আমি চেষ্টা করছি আমার ড্রপ বক্সে আপলোড করে লিংক শেয়ার করার জন্য। লিংক রিমুভ করে দিয়ে থাকলে অন্তত্য একটি ম্যাসেজ তো দেয়া উচিৎ ছিলো টিটির!

মোহাম্মদ খালিদ হোসাইন ভাই ,মাইন্ড কইরেন না….. টিউন করার পর একটু চেকটেক কইরেন। নইলে আমাদের মতো Viewer দের একটু সমস্য হয় আরকি।

    @Hannan Akash: আমি আন্তরিক ভাবে দুঃখিত ভাই এখন লিংক আপডেট করে দেয়া হয়েছে আশা করি এবার অন্তত্য ধন্যবাদ পাবো ।

      Level 0

      @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ।

ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে ।।

Level New

Thank you vai.

Level 0

Try To Download From Here: http://up.media1fire.com/ayi6mxnc0ter
Thanks For share this Software.

লিংক ঠিক নাই তো ভাই।এরর দিচ্ছে।
একটু চেক করেন।

    @রিয়াজ: লিংক ঠিকই আছে ভাই কিন্তু একই সময়ে অসংখ্য ইউজার ড্রপবক্স থেকে ফাইলটি নামানোর চেষ্টা করার কারণে ড্রপবক্স স্বাভাবিক ভাবেই ট্রাফিক জ্যামে পড়েছে। আপনি দু একদিন পরে আবার চেষ্টা করুন অবশ্যই নামাতে পারবেন।

vy apni link ta ektu valo kore den to apnar link nia khub hoirani holam abong oneke hoise plz plz vy

vy dropbox a gele eta dekai Error (509)
This account’s public links are generating too much traffic and have been temporarily disabled!

    @vaswar_rana: লিংক ঠিকই আছে ভাই কিন্তু একই সময়ে অসংখ্য ইউজার ড্রপবক্স থেকে ফাইলটি নামানোর চেষ্টা করার কারণে ড্রপবক্স স্বাভাবিক ভাবেই ট্রাফিক জ্যামে পড়েছে। আপনি দু একদিন পরে আবার চেষ্টা করুন অবশ্যই নামাতে পারবেন।

ভাই ইন্সটল ফাইল কৈ ? কিভাবে ইন্সটল দিব ?

    @সাহিত্যিক পূর্ণ: ভাই DOpusInstall নামক যে এক্সিকিউটিভ ফাইলটি আছে সেটিকে ডাবল ক্লিক করে ইন্সটল শুরু করুন এবং ইন্সটলেশন প্রক্রিয়া অন্য দশটা সফটওয়্যারের মতোই । তবে ইন্সটলেশেনর পূর্বে অবশ্যই কিভাবে ইন্সটল করবেন সেই নির্দেশিকাটি পড়ে নেবেন যেটি আছে Read_Before_Install ফাইলের ভেতরে।