ডাউনলোড করুন একটি চমৎকার ভিডিও কনভার্টার সফটওয়ার (Any Video Converter Pro)

কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।

আজ আমি আপনাদেরকে একটি চমৎকার ও কাজের সফটওয়ার এর সাথে পরিচয় করিয়ে দিব। এটার নাম any video converter। আমি আপনাদেরকে এর প্রফেশনাল ভার্সন এর ডাউনলোড লিঙ্ক ও patch দিব।সফটওয়ারটির প্রকৃত মূল্য 29.95$. যাদের সামর্থ ও সুযোগ আছে আশা করি তারা অরিজিনাল ভার্সনই ব্যবহার করবেন।

এবার সফটওয়্যারটির কথায় আসা যাক। এটি মূলত একটি ভিডিও কনভার্টিং টুল। কনভার্টার এর রেটিং এর দিক দিয়ে এটি তৃতীয় অবস্থানে রয়েছে। এই সফটওয়ারটি দিয়ে প্রায় সব ধরনের ফাইলই কনভার্ট করতে পারবেন এমনকি হাই ডেফিনেশান ভিডিও সহ।

যেসকল ফাইল কনভার্ট করতে পারে।
--> .ifo এক্সটেনশন এর ফাইল ছাড়া প্রায় সব ফাইলই এই সফটওয়ার দিয়ে কনভার্ট করা সম্ভব।

আর আউটপুট ফরম্যাট এর ক্ষেত্রে প্রায় সকল ধরনের পোর্টেবল প্লেয়ার যেমনঃ apple iphone,ipad,android,sony psp,ps3,walkman,blackberry,nokia,windows mobile,xbox 360 ছাড়াও অন্যান্য পোর্টেবল প্লেয়ার এ ভিডিও কনভার্ট করা যায়। তাছাড়া বিভিন্ন কমন ভিডিও ফরম্যাটতো রয়েছে।যেসব ফরম্যাট সিলেক্ট করতে পারবেনঃ

..........................................................................************............................................................................

তবে এটি দিয়ে আপনি .divx,.vob,.mov ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন না। .mkv,.avi,xvid .asf ছাড়া আরো অনেক ফরম্যাট এও কনভার্ট করতে পারবেন।

এতো গেল সাপোর্টেড ফরম্যাট এর কথা। এবার জেনে নিন এর বিশেষ কিছু ফিচার।

১।এটি দিয়ে আপনি ভিডিও কাট করতে পারবেন।

২। ভিডিও ফ্রেম হতে ভিডিওর প্রয়োজনীয় অংশ crop করতে পারবেন।

৩।একাধিক ফাইল এর আউটপুট একসাথে merge করতে পারবেন।একই ফাইলকে আলাদা আলাদা ক্লিপ এ ভাগ করতে পারবেন।

৪। ভিডিও থেকে অডিও বিভিন্ন অডিও ফরম্যাট এ আলাদা করতে পারবেন। সাবটাইটেল অ্যাড করতে পারবেন।

৫। আউটপুট এর প্যারামিটার যেমনঃ video codec,frame size, video bitrate,video framerate,audio properties,start time,end time প্রভৃতি উল্লেখ করে দিতে পারবেন।

৬। যেকোন ভিডিও গান বা মুভির যেকোন ছবি সেভ করে রাখতে পারবেন।(.png )তে সেভ হবে।

৭। আরও অনেক ফিচার রয়েছে যা আমি জানিও না।

যেকোন ভিডিও কনভার্ট করুনঃ

এবার আপনি প্রোগ্রামটি রান করে প্রথমে add video বাটন এ ক্লিক করে যে ভিডিওটি কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন। তারপর পছন্দমত profile সিলেক্ট করুন। তারপর ডানপাশের আউটপুট প্যারামিটারগুলো স্পেসিফাই করে দিতে পারেন কিংবা ডিফল্ট সেটিং ও রাখতে পারেন। তারপর convert বাটন এ ক্লিক করলেই কনভার্ট শুরু হয়ে যাবে।

কনভার্ট কমপ্লিট হলে আউটপুট ফোল্ডার এ আপনার কঙ্খিত ফাইলটি পাবেন।

যেকোন মূহুর্তের ছবি তুলুনঃ

ভিডিও কনভার্ট করার পর পাশের প্লেয়ার এ ইমপোর্ট করা ফাইলটি প্লে করে "snapshot" বাটনে ক্লিক করে যেকোন ছবি সেভ করে রাখতে পারেন।

ভিডিও কাট করুনঃ

পাশের প্লেয়ার এর মেনু বারের কাট বাটন  এ ক্লিক করলে আরেকটি প্লেয়ার এর মত open হবে যেখানে আপনি ভিডিও কাট করতে পারবেন।কিংবা একই ফাইলকে অনেকগুলো খন্ডে ভাগ করতে পারবেন।

একাধিক পার্ট এ ভাগ করতে Segment add করুন। আর start time ও end time সিলেক্ট করে ok করে বের হয়ে আসুন। তারপর কনভার্ট এ ক্লিক করে প্রতিটি ফাইল কনভার্ট করতে পারেন।

একাধিক ভিডিও merge করাঃ

আপনি চাইলে একাধিক ভিডিও ফাইল এর আউটপুট একসাথে করতে পারেন।প্রথমে যে ফাইলের আউটপুট একসাথে করতে চান সেগুলো add video দিয়ে প্রোগ্রাম এ add করুন। তারপর প্রোগ্রামগুলো একসাথে সিলেক্ট করে রাইট বাটন চাপুন। তারপর merge output সিলেক্ট করুন। তাহলে একটার পর একটা ফাইলের আউটপুট একসাথে হবে। ফাইলগুলো যে অর্ডার এ থাকবে আউটপুটেও সে অর্ডার থাকবে। মাউস দিয়ে drag করে অর্ডার চেঞ্জ করতে পারেন।


ডাউনলোড ও ইনস্টলঃ

17.65 MB এর সফটওয়ারটি ডাউনলোড করুন মিডিয়াফায়ার থেকে।ফাইলটি extract করে ইনস্টল করুন avcpro. আর pacth করে পান সকল সুবিধা।

ডাউনলোড করুন

সফটওয়ারটি কেমন লাগল জানাবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কথা শুনলে সামনে যাওয়ার সাহস পাব।

সকলকে ধন্যবাদ।

Level 0

আমি বাকের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস। ইউজ করে দেখতে হবে।

    একবার ব্যবহার করে দেখুন,ভক্ত হয়ে যাবেন।

ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

জটিল জিনিস তো। আমার কাছে আরো অনেক কনভার্টার আছে, তবে এতো অপশন দেখি নাই। 🙂
অনেক অনেক ধন্যবাদ।

    এটা দিয়ে যে কি করা যায় না, তাই আমি অনেক সময় বুঝে উঠতে পারি না।অন্তত আমি তো আর প্রফেশনাল কোন কাজ করি না। আপনাকে অনেক ধন্যবাদ শাওন ভাই।

    আপনাকে অসংখ্য ধন্যবাদ দুটি চমৎকার সফট এর পোর্টেবল ভার্সন এর লিঙ্ক শেয়ার করার জন্য।

    Level 0

    শওকত ভাই আপনাকেও ধন্যবাদ লিং গুলো শেয়ার করার জন্য।

ভাই, আপনাকে ধন্যবাদ। একসাথে আনেক কিছুর সমাধান পেলাম।

    আপনাকেও অনেক ধন্যবাদ মুরাদ ভাই।

IT ALMOST SUPPORTS ALL FORMATS.THANK YOU FOR SHARING THE SOFTWARE.

    আপনাদের সন্তুষ্টিই আমার সার্থকতা। ধন্যবাদ আপনাকে।

বাকের ভাই, ভিডিও কনভার্টার এর রেটিং এর দিক থেকে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা কনভার্টারের নাম গুলো কি জানতে পারি।

    রেটিং এর দিক থেকে প্রথম পাঁচটি কনভার্টার এর নাম হচ্ছেঃ
    ১।AVS Video Converter
    ২।ImTOO Video Converter
    ৩।Any Video Converter Pro
    ৪।Xilisoft Video Converter
    ৫।Aimersoft Video Converter
    রেটিং কিসের ভিত্তিতে করা হয়েছে তা আপনি এই লিঙ্ক হতে ডিটেইল দেখতে পারেন।
    http://video-converter-software-review.toptenreviews.com/
    ধন্যবাদ আপনাকে।

    @ বাকের ভাই কনভার্টার এর রেটিং দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

মান সম্মত টিউন করলেন,খুবই ভাল একটা টিউন এবং ভাল কনভার্টার উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

    আতাউর রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।

@বাকের ভাই, আপনার উল্লেখ করা রেটিং এর (১)AVS Video Converter এর পোর্টেবল ভার্সন এর লিঙ্ক দিলাম। হয়তোবা আপনার কাজে লাগতে পারে।
Mediafire:
http://www.mirrorcreator.com/redirect/1WXH0CGU/13 (পোর্টেবল )
MegaUpload:
http://www.mirrorcreator.com/redirect/1WXH0CGU/2 (পোর্টেবল )

AVS Audio Converter v6.2.1.441 (পোর্টেবল )
MediaFire:
http://www.mirrorcreator.com/redirect/WEE8AT33/13
MegaUpload:
http://www.mirrorcreator.com/redirect/WEE8AT33/2

খুবেই সুন্দর হয়েছে ,মান সম্মত টিউন করার জন্য ধন্যবাদ।

    আপনাকেও অনেক ধন্যবাদ আউয়াল ভাই।

Level 0

খুব সুন্দর টিউন হয়েছে, সফটাও দারুন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ, 🙂 আমার কাজ হয়েছে এটা দিয়ে ।

Ami dirghodin aie converter ti bebohar korchi … Ak kothay osadharon … Tuner bhai aie conver tar matro koyekti gun ar kotha bolechen … Aro prochur kaj kora jay ata diye … Youtube theke video download kore convert kora jay … Tuner bhai ke osonkho dhonnobad .