আমাদের মধ্যে অনেকে আছেন মুভি পাগলা। 😀 নতুন কোন মুভি আসলেই সেটা জোগাড় করার চেষ্টা করি বন্ধু বা আত্মীয় থেকে। কিন্তু অনেকেই আছেন ইংরেজী ভাষা কম বুঝতে পারার কারণে মুভির গল্পটা বুঝতে পারেন না। মুভির কাহিনীটা সুন্দর হলেও না বুঝার কারণে মুভিটা উপভোগ করতে পারিনা। তাই অনেকেই "নাচ না জানলে উঠোন বাঁকা" এর সৎ ব্যাবহার করেন এই বলে যে মুভিটা সুন্দর হয়নাই। 😯 কিন্তু বাংলা ভাষায় মুভিটা দেখলে আপনি আসল মজাটা ঠিকই পাবেন। কারণ আমরা যে ভাষায় কথা বলি সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি সহজবোধ্য। তাই আমরা কয়েকজন মিলে বিদেশী মুভিগুলোর বাংলা সাবটাইটেল তৈরি করছি আর করে যাচ্ছি ,এখন আমরা যেভাবে সাড়া পাচ্ছি তা আসলেই কল্পনার বাইরে। আর আজকে আমি নিয়ে আসলাম অন্যতম সেরা এক এডভেঞ্চার মুভি THE HOBBIT নিয়ে।
The Hobbit :: An Unexpected Journey Movie Poster.
বিল্বো বাগিন্স! 😎 এই মুভির মুল চরিত্র। দ্যা লর্ড অফ দ্যা রিংস এর গল্পের শুরুর দিকের কথা। এখানে বিল্বো এক অনাখাঙ্খিত এক যাত্রা করে এরেবর নামক রাজ্য পুনরুদ্ধার করতে। কিন্তু তাদের এই যাত্রার মুল বাঁধাটি একটা ড্রাগন হলেও পরে এর কালো আত্মা তাদের কাজে চিন্তার কারণ হয়ে দাড়ায়। 😯 পাশাপাশি অর্ক বাহিনী তাদের এই কাজে বাঁধা দেয়।আর তাতেই জমে উঠে এই গল্পের আর এডভেঞ্চার এর মজা
নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন 😀
সাবটাইটেল জগতে বাংলাদেশের অবস্থান তথা বাংলা ভাষার অবস্থান খুব একটা ভাল নয়। Subscene হল সব ভাষার সাবটাইটেল এর ভান্ডার।আর এখানে যদি আমরা আমাদের বাংলা ভাষার সাবটাইটেল গুলোকে Rate করি অর্থাৎ ভাল না খারাপ সেটা জানাই তাহলে আমাদের অংশগ্রহণ বুঝিয়ে দিবে আমরাও এই কাজে পিছিয়ে নেই। কিন্তু দুঃখের ব্যাপার এই যে আমাদের বাংলা সাবগুলো সবাই 300+ ডাউনলোড করলেও রেট পড়ে মাত্র ১০-১২ টা। যা দুঃখের ব্যাপার। সাবসিনে একটা একাউন্ট খুলতে লাগে ৫ মিনিট আর সেটা দিয়ে আপনি সারাজীবন রেট করে যেতে পারবেন আমাদের করা সাব গুলোতে। যারা অনেক মূল্যবান সময় খরচ করে এই সাবটাইটেল তৈরি করে তারা প্রতিদানে কিছু পায়না,তাই তারা আশা করে যেন আপনারা অন্তত এই কাজটা (রেট করা) করেন। কারণ এটাই আমাদের এই কাজে উৎসাহ যোগায়।আমি বলে দিচ্ছি কীভাবে একটা সাবে রেট করতে হয়।
♥ প্রথমে সাবসিনে একাউন্ট খুলুন। নিচের ছবির মত বক্স আপনাকে দেওয়া হবে,সেটা পূরণ করে Join বাটন চাপুন আর মেইল ভেরিফাই করুন।
♥ তারপর যে সাবটাইটেল ডাউনলোড করবেন সেটার ডাউনলোড লিঙ্ক এর উপর ক্লিক করলে পাশেই একটা রেট করার অপশন পাবেন নিচের চিত্রের মত।তারপর আপনি আপনার Good রেটিং দিয়ে আমাদের উৎসাহ দিতে পারবেন এবং সাথে সাথে আপনি ওখানে মন্তব্য করতে পারবেন। আপনাদের কাছ থেকে এতটুকু আশা আমরা করতেই পারি।
গ্রেইস নামক এক মেয়েকে কেন্দ্র করে এই গল্প। সেই মেয়েটি এমন কিছু বিপদগামী কিশোর-কিশোরীদের দেখাশোনা করে যারা তাদের মা-বাবাদের অবহেলা আর নির্যাতন এর শিকার। তাদের মনের নানা চিন্তা ভাবনা দুঃখ আর স্বপ্ন নিয়ে তৈরি এই অসাধারণ Drama মুভি। উল্লেখ্য,এই মুভি এতোমধ্যে ২১টি Awards জয় করেছে। এই মুভির সাব বোনাস হিসেবে দিয়ে দিলাম
আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটু বেশিই অসামাজিক।
vai notun movie gular sub title den