কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজ নিয়ে এলাম ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এ্যানিমেটিং কার্টুন মুভি “The Pirate Fairy” এর বাংলা সাবটাইটেল। আপনারা জানেন যে বাংলা সাবটাইটেল খুব কমই আছে subscene এ। তাই বাংলা ভাষাকে এগিয়ে নেবার জন্য আমরা এই কাজটুকু করছি। যদিও আশানুরুপ Rating পাইনা। তাই বাংলা ভাষাকে এগিয়ে নিতে আপনারা অবশ্যই আমাদের সাবটাইটেলগুলোকে অবশ্যই রেটিং করবেন।
মুভিটির কাহিনী অত্যন্ত সুন্দর। বিশেষ করে শিশুরা বেশি পছন্দ করবে। এক কল্পিত রাজ্য যেখানে সামান্য ধুলোর সাহায্যে সবাই উড়তে পারে। সেখানকার এক বুদ্ধিমতী পরী হলো Zarina। বিভিন্ন রঙের ধুলো নিয়ে পরীক্ষায় একটা ভয়াবহ ঘটনা ঘটে যার ফলে তাকে Pixie Hollow থেকে নির্বাসিত করা হয়। একবছর পর সে ফিরে আসে আর সবাইকে বোকা বানিয়ে নীলধুলোরত্ন চুরি করে নিয়ে যায়। এই নীল ধুলোরত্নের এমন ক্ষমতা ছিল যে এটার সাহায্যে অন্যান্য যেকোন ধুলোরত্নের পরিমান বাড়ানো যেত। চুরির কারণ হলো যে এক জলদস্যুদের সাথে তার ভাব হয়। তারাই তাকে চুরি করতে মদদ দেয় নিজস্ব একটা ধুলোরত্নের গাছ তৈরি করতে আর জলদস্যুদের জাহাজ আকাশে উড়াতে। মুভির শেষের দিকে জলদস্যুরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে বন্দী করে আর তখন তার বন্ধুরা তাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে Pixie Hollow তে ফিরে আনে। এর মাঝে অসংখ্য হাসির দৃশ্য আছে যা মুভিটিকে করেছে প্রাণবন্ত। সবাইকে বাংলা সাবটাইটেল সহ মুভিটি দেখার দাওয়াত রইল।
Click here to visit my subscene profile
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
ফেসবুকে আমি: Sandpiper Mehedee
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
শুনেছি The Pirate Fairy (2014) মুভিটা নাকি খুব ভালোন।এখনো দেখা হয় নাই। ধন্যবাদ বাংলা সাবটাইটেল শেয়ার করার জন্য। কিন্তু বাংলা সাবটাইটেল টা তো দিলেন, মুভি এর ডাউনলোড লিঙ্ক টা দিলে তো উপকার হইত। মুভি এর লিঙ্কটা না দিলে খুজতে হবে, আশা করি ভাইজান মুভি এর ডাউনলোড লিঙ্কটা শেয়ার করবেন। 😀