কেমন আছেন সবাই? এই কাঠ ফাটা রোদে আপনাকে শীতের শিশির ভেজা শুভেচ্ছা।
আমরা ছবি কে সুন্দর করার জন্য অনেক রকম সফটওয়্যার ব্যবহার করে থাকি। কেউ কেউ ফটোশপের সাহায্য নেয়। আমি আজকে যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে খুব সহজেই ছবি কে smooth বা শার্প করা যাবে। ফলে ছবি হয়ে উঠবে আরও আকর্ষনীয়। নিচের ছবি গুলা দেখলেই এই সফটওয়্যারের মর্যাদা বুঝতে পারবেন।
আশা করি এর কাজ বুঝতে পেরেছেন। ভাবছেন ব্যবহার করা খুব কঠিন? মোটেও না। প্রথমে ছবি ওপেন করে নিন। তারপর Smooth বা আপনার প্রয়োজনীয় বাটনে ক্লিক করে ছবি কে নিমিষেই চমৎকার করে ফেলুন।
এছাড়াও ছবিকে রিসাইজ বা কালার Adjust করতে পারবেন।
Face Smoother 2.51
এটি মাত্র 2MB। সাথে ক্রেক ফাইল আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 168 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
সুন্দর জিনিস তো। 🙂