$*$ নিয়ে যান ব্লুটুথ সফটওয়্যার কাজে লাগতে পারে $*$

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ব্লুটুথ সফটওয়্যার নিয়ে কিছু  লিখব। এই সফটওয়্যার অনেকে ইউজ করেছেন। যারা জানেন না শুধু তাদের জন্য।

প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন কীজেন, অ্যাক্টিভেশন কী সহ। কীজেন ডাউনলোড এবং রান করার আগে আপনার অ্যান্টিভাইরাস বন্ধ করুন কারন অ্যান্টিভাইরাস ফাইলটি ডিলিট করে দিবে।

IVT-BlueSoleil-6.4.249.0

এবার নিম্মের চিত্রের মতো করে কাজ করুন

এবার একটা প্রবলেম আপনারা  ফেস করতে পারেন। উইন্ডোজ এক্সপিতে এই প্রবলেম হবেনা। তবে উইন্ডোজ সেভেনে এই প্রবলেম পাবেন। এই ইরর মেসেজ আসলে "install this driver software anyway" যতবার আসবে ততবার ক্লিক করবেন।

এবার আপনার ব্লুটুথ ডিভাইসটি পিসিতে কানেক্ট করুন।

এরপর কীজেন এবং অ্যাক্টিভেশন কী রান করুন নিম্মের মতো ওপেন হবে

এবার কীজেনের সিরিয়াল নাম্বার কপি করে অ্যাক্টিভেশন টুল এর সিরিয়াল নাম্বারে পেষ্ট করে "get activation information" বাটনে ক্লিক করুন। এবার কিছু লিখা পাবেন  "activation information" এ। সব লিখা কপি করুন এবং কীজেনের "activation URL" এ পেষ্ট করুন। অ্যাক্টিভেশন কোড পাবেন। এবার এটা কপি করে অ্যাক্টিভেশন কী এর "Activation Code" এ পেষ্ট করুন এবং "Activate Bluesoleil" বাটনে ক্লিক করুন। নিম্মে কিছু চিত্র দেওয়া হল -

এবার নিম্মের মতো সাকসেসফুল মেসেজ আসবে ওকে করুন। কাজ শেষ।

এবার উইন্ডোগুলো ক্লোজ করে দিন।

এখন টাস্কবারে ব্লুটুথ আইকনটিতে ডাবল ক্লিক করুন নিম্মের মতো উইন্ডো খুলবে। এবার সার্চ অপশনে ক্লিক করুন সে ডিভাইস সার্চ করবে।

আপনার মোবাইল সিলেক্ট করার পর মোবাইলে একটা নোটিফিকেশন পাবেন। যেকোন একটা পাসওয়ার্ড দিন। পিসি তে একটা  নোটিফিকেশন পাবেন তখন মোবাইলে দেওয়া পাসওয়ার্ডটি পিসি তে দিন। নিম্মের মতো উইন্ডো পাবেন

ফাইল অ্যাক্সেস করার জন্য "Bluetooth File Transfer" অপশনে ডাবল ক্লিক করুন নিম্মের মতো স্ক্রীন পাবেন

এবার আপনার প্রয়োজন অনুসারে ডাটা অ্যাক্সেস করুন

ধন্যবাদ

Level 0

আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

many many Thanks bro

কাজের জিনিস। কিন্তু শিরোনামের আগে পরে ডলার সিম্বল কেন?

@মাহমুদ কলি@ আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
@তারিক আহমেদ@ ওটা এমনি দিয়েছি 😀

এর জন্য কি আমাকে Bluetooth doungle use করতে হবে ????

এই সফটওয়্যারের নিউ ভার্সন আছে তবে এক্টিভেশন, কীজেন কাজ করেনা। কেও যদি কাজ করে এমন ভার্সন দিতে পারেন তবে কমেন্ট করে জানালে উপকৃত হবো

@MDMOJAHIDUL420@ Desktop e dongle lagbe but laptop e lagbena

@MDMOJAHIDUL420@ laptop e dongle lagbena bcz built in blutooth thake

Level 2

এটা আমাদের অনেক ওপকারে আসবে

@Riad1203@ কারো উপকারে আসলে আমার টিউন করা সার্থক হবে

tnx, vai. but features gulo dile valo hoto

ধন্যবাদ

আগে অনেক আগে xp তে ব্যবহার করতাম @ এখন 7 এ কাজ করে দেখি @ ধন্যবাদ

@CyBeR Assassin@ পোস্ট আপডেট করে দিলাম
@হোছাইন আহম্মদ@ আপনাকেও ধন্যবাদ। আমিও এক্সপিতে ব্যাবহার করতাম তারপর সেভেনে ব্যাবহার করি

@bloggingtalk.com@ আপনাকেও ধন্যবাদ

Toshiba Satellite C600 তে Win 8 এর ক্ষেত্রে ব্লুটুথ সফটওয়্যার কাজ করেনা । তার জন্য কি কিছু করা যাবে।

অনেক ধন্যযোগ আর আমি কিভাবে আমার symbian মোবাইল দিয়ে ব্লুটুথ সফটওয়্যার দিয়ে পিসি কোনট্রল করব সেটা নিয়ে একটা টিউন করলে আরও খুশি হবো ।।।।।।।।।।।।।।।।।।।।।

@আল-আমিন@ via windows 8 e ami use korini so janina kivabe ai software kaj korbe try kore dekhte paren, ai software dia chinese mobile o detect kore kaj o kore

@আব্দুল মোমিন শিববাটি@ via amr mobile set E63. apni jetar kotha bolsen techtunes a kono akjon ai topic nia tune koresilo ami seta use o koresilam kaj koresilo but se software amr kase nai.ami dekhi net e pele tune korbo seta nia

activate Tol.exe – system Error

The program cant start because BsSDK.dll is missing from your computer try reinstalling tthe program to fix this problem.
এই লেখাটা আসে ইনিসটাল হয় না কি করতে পারি ?

@আব্দুল মোমিন শিববাটি@ anivirus off rekhe download korun newly and install korun.

Level 0

এটা কি উইন ৮.১ এ চলবে ?

@humanst1@ try kore dekhte paren. ami win8 e try korini

এইটাতে কি কি সুভিদা আছে ?

আমার পিসিতে ইন্সটল হলেও কাজ করেনা সেভেন ব্যবহার করি।

@রাকিব হাসান@ pc suit lagbna apnar. ata dia file access korte parben bluetooth dia.modem hisebeo kaj korbe jodi support kore

@মাহমুদ কলি@ kaj korbe abr try korun

ভাই ডাউনলোড লিঙ্ক ঠিক নাই।