আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি ব্লুটুথ সফটওয়্যার নিয়ে কিছু লিখব। এই সফটওয়্যার অনেকে ইউজ করেছেন। যারা জানেন না শুধু তাদের জন্য।
প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন কীজেন, অ্যাক্টিভেশন কী সহ। কীজেন ডাউনলোড এবং রান করার আগে আপনার অ্যান্টিভাইরাস বন্ধ করুন কারন অ্যান্টিভাইরাস ফাইলটি ডিলিট করে দিবে।
এবার নিম্মের চিত্রের মতো করে কাজ করুন
এবার একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন। উইন্ডোজ এক্সপিতে এই প্রবলেম হবেনা। তবে উইন্ডোজ সেভেনে এই প্রবলেম পাবেন। এই ইরর মেসেজ আসলে "install this driver software anyway" যতবার আসবে ততবার ক্লিক করবেন।
এবার আপনার ব্লুটুথ ডিভাইসটি পিসিতে কানেক্ট করুন।
এরপর কীজেন এবং অ্যাক্টিভেশন কী রান করুন নিম্মের মতো ওপেন হবে
এবার কীজেনের সিরিয়াল নাম্বার কপি করে অ্যাক্টিভেশন টুল এর সিরিয়াল নাম্বারে পেষ্ট করে "get activation information" বাটনে ক্লিক করুন। এবার কিছু লিখা পাবেন "activation information" এ। সব লিখা কপি করুন এবং কীজেনের "activation URL" এ পেষ্ট করুন। অ্যাক্টিভেশন কোড পাবেন। এবার এটা কপি করে অ্যাক্টিভেশন কী এর "Activation Code" এ পেষ্ট করুন এবং "Activate Bluesoleil" বাটনে ক্লিক করুন। নিম্মে কিছু চিত্র দেওয়া হল -
এবার নিম্মের মতো সাকসেসফুল মেসেজ আসবে ওকে করুন। কাজ শেষ।
এবার উইন্ডোগুলো ক্লোজ করে দিন।
এখন টাস্কবারে ব্লুটুথ আইকনটিতে ডাবল ক্লিক করুন নিম্মের মতো উইন্ডো খুলবে। এবার সার্চ অপশনে ক্লিক করুন সে ডিভাইস সার্চ করবে।
আপনার মোবাইল সিলেক্ট করার পর মোবাইলে একটা নোটিফিকেশন পাবেন। যেকোন একটা পাসওয়ার্ড দিন। পিসি তে একটা নোটিফিকেশন পাবেন তখন মোবাইলে দেওয়া পাসওয়ার্ডটি পিসি তে দিন। নিম্মের মতো উইন্ডো পাবেন
ফাইল অ্যাক্সেস করার জন্য "Bluetooth File Transfer" অপশনে ডাবল ক্লিক করুন নিম্মের মতো স্ক্রীন পাবেন
এবার আপনার প্রয়োজন অনুসারে ডাটা অ্যাক্সেস করুন
ধন্যবাদ
আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................
many many Thanks bro