আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনি অটোমেটিকলি স্কাইপি ভিডিও এবং অডিও কল রেকর্ড করতে পারবেন।
প্রথমে নীচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন কীজেন সহ। কীজেন রান করার আগে আপনার অ্যান্টিভাইরাস বন্ধ করুন কারন অ্যান্টিভাইরাস ফাইলটি ডিলিট করে দিবে।
EVAER VIDEO RECORDER FOR SKYPE
ইন্সটল শেষ হওয়ার পর আপনি ডেস্কটপে থাকা আইকনটিতে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি রান করুন।
এবার নিম্মের চিত্রের মতো রেজিঃস্টারে ক্লিক করুন
এবার ডাউনলোড করা কীজেন থেকে ইমেইল এবং লাইসেন্স কোড কপি করে রেজিঃস্টারে ক্লিক করার পর যে উইন্ডো আসবে সেটাতে পেইস্ট করুন। ওকে করলে দেখবেন সাকসেসফুল দেখাবে।
আপনি চাইলে কোড জেনারেট করতে পারেন অথবা যে কোড আছে সেটা কপি করতে পারেন।মনে রাখবেন এই কীজেন সফটওয়্যারটির যেকোনো নতুন ভার্সন ও সাপোর্ট করে। তবে কখনও যদি সিরিয়াল কী ইনভেলিড হয়ে যায় তখন জেনারেট বাটনে ক্লিক করে নিউ সিরিয়াল কপি করে দিবেন।
এবার আমাদের সফটওয়্যারটির সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। নিম্মের মতো করে কাজ করুন
এবার নিম্মের মতো করে প্রতিটা ট্যাব এ চেক/আনচেক করুন
এরপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
এবার নিম্মের উইন্ডোর ক্রস এলাকায় ক্লিক করুন
এবার স্কাইপি রান করুন।একটা নোটিফিকেশন আসবে এলাও করুন।কাজ শেষ।
এবার কল করুন এবং কল শেষ করার পর সেভ ফোল্ডারে দেখুন আপনার রেকর্ড ফাইলটি।এছাড়া আপনি সফটওয়্যারটিতে ক্লিক করলেও রেকর্ড হিস্ট্রি দেখতে পাবেন।
আশা করি স্কাইপি নিয়ে আপনাদের কিছু চাহিদা পুরন করতে পেরেছি। ভুলত্রুটি হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ।
আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................
আরেকটি কথা আপনারা নিজেদের প্রয়োজনমত সেটিংস পরিবর্তন করে নিবেন। এখানে আমি অন্তত যা আপনাকে করতে হবে তা দেখিয়েছি।