বিশ্বের অন্যতম সেরা কিছু ডাওনলোড ম্যানেজার

বিশ্বের অন্যতম সেরা কিছু ডাওনলোড ম্যানেজার (1)
বিশ্বের অন্যতম সেরা কিছু ডাওনলোড ম্যানেজার

এটা আমার প্রথম টিউন আশা রাখি ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । । অনেক দিন যাবত লিখব ভাবছি কিন্তু লেখা আর হয়ে উঠে নি। আজ লিখেই ফেললাম । কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে আসি ।  ।

ডাউনলোড ম্যানেজার আমাদের অন্যতম এক দরকারি সফটওয়্যার । আমাদের দেশের স্লো নেট এর জন্য এর কোন বিকল্প নেই । নিচে বিশ্বের সেরা কিছু ডাউনলোড ম্যানেজার এর লিঙ্ক সহ সুবিধা অসুবিধা দেয়া হল :-

Internet Download Manager :-

বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাবহিত ডাউনলোড ম্যানেজার এটি । এর স্পীড যে কোন ডাউনলোড ম্যানেজারের চেয়ে বেশি এবং এক সাথে অনেকগুলু ডাউনলোড দেয়ার ক্ষেত্রে এর কোন জুরি নাই । ।

তবে এর অসুবিধা গুলু হচ্ছে ।

1.মাঝে মাঝে 99.99% এ গিয়ে ফেল মারে

2.এটি ফ্রী না । তাই রেজিস্ট্রেশন নিয়ে ঝামেলা করে

ডাউনলোড লিঙ্ক :

IDM :- http://mirror2.internetdownloadmanager.com/idman619build2.exe?b=1&filename=idman619build2.exe

IDM(preactivated) :- https://www.dropbox.com/s/qxxj6aw6odyh6pc/Internet.Download.Manager.v6.16.1%5Bwww.skdurjoybd.com%5D.zip

Flash Get:-

ফ্ল্যাশ গেট একটি ওপেনসোর্স সফটওয়্যার হওয়ার কারনে এবং এটি দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করার সুবিধা থাকার কারনে এটি ডাউনলোড ম্যানেজার জগতে রেঙ্কিং এ এক নাম্বারে

আছে । যে কোন ডাউনলোড এ রিজুম সাপর্টেড ।

অসুবিধা:-

1.স্পীড তুলনামুলক ভাবে IDM এর চেয়ে কম

2.লিঙ্ক কপি করে ডাউনলোড করতে হয় অর্থাৎ এটি আপনা আপনি ডাউনলোড নেয় না

ডাউনলোড লিঙ্ক :-

Flash Get:- http://down5.flashget.com/flashget3.7.0.1203en.exe

Orbit Downloder :-

অরবিট বিশ্বের অন্যতম সেরা ডাউনলোড ম্যানেজার । এটাও একটি ওপেন সোর্স সফটওয়্যার । ডাউনলোড স্পীড প্রায় IDM এর সমান এবং এটি ডাউনলোড ম্যানেজার জগতে রেঙ্কিং এ চার  নাম্বারে আছে।এটিও  যে কোন ডাউনলোড এ রিজুম সাপর্টেড

অসুবিধা:-

এর কোন অসুবিধা নেই বললেই চলে । তবে এটিও লিঙ্ক কপি করে ডাউনলোড দিতে হয় এবং টরেন্ট ডাউনলোড হয় না  ।

orbit downloder
orbit downloder

ডাউনলোড লিঙ্ক :-

অরবিট :-  http://www.orbitdownloader.com/

Download Accelerator Plus (DAP):-

এটি আর অরবিট প্রায় একই । তবে অরবিট দেখতে সুন্দর । তবে এর অনন্য ভাল দিক হল এটি ডাউনলোড গতিকে ত্বরানিত্ব করে ।

এটি premiumফ্রী  দুটি ভার্সনেই পাওয়া যায় । 😎

ডাউনলোড লিঙ্ক :-

ফ্রী ভার্সন :- https://d1ih5upz66zwom.cloudfront.net/mag/dap10i_43bf74a7f6_setup.exe

এছাড়া আর অনেক ডাওনলোডার আছে তবে এই চারটাই মুটামুটি বেস্ট । তবে আমার মতে সবচেয়ে অরবিট ডাউনলোড ম্যানেজারটাই বেস্ট তারপর আই.ডি.এম

আজ এই পর্যন্তই  । কোন সমস্যা হলে আমার ফেসবুকে যোগাযোগ করবেন ।

ফেসবুকে আমি :-   http://www.facebook.com/bd.bijoy69

Level New

আমি শাহজালাল আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপন ভাই, orbit দিয়ে কিভাবে ডাউনলোড দিতে হয় একটু জানালে ভাল হয়।
আমি orbit দিয়ে ডাউনলোড দিতে পারি না। আর সব ঠিক আছে।

প্রথমে ডাউনলোড লিঙ্ক কপি করেন Then অরবিট এ গিয়ে New option এ ক্লিক করেন আর দেখুন আপনার ডাউনলোড এর confarmation এসে যাবে Then ডাউনলোড এ ক্লিক করুন । আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ।

‘Download link’ paina keno videote?

orbit দিয়ে কিভাবে ডাউনলোড দিতে হয় একটু জানালে ভাল হয়।
আমি orbit দিয়ে ডাউনলোড দিতে পারি না।

প্রথমে ডাউনলোড লিঙ্ক কপি করেন Then অরবিট এ গিয়ে New option এ ক্লিক করেন আর দেখুন আপনার ডাউনলোড এর confarmation এসে যাবে Then ডাউনলোড এ ক্লিক করুন । আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে ।

@ আবদুর রহিম

Level 0

সব ব্রাউজার বন্ধ করে অরবিট ইন্সটল করেন, লিঙ্ক কপি করতে হবে না, অটোমেটিক লিঙ্ক ক্যাপচার করবে এবং ডাউনলোড স্টার্ট হবে।

Level 0

IDM এর নিকট প্রতিদ্বন্দ্বী EagleGet, তারপরে আছে ফ্রী ডাউনলোড ম্যানেজার (FDM). এই দুইটাই টরেন্ট ডাউনলোড করতে পারে, ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারে এবং স্পীড IDM এর মতই। সব থেকে বর কথা এই দুইটাই ফ্রী, তাই IDM এর মত বার বার অ্যাক্টিভ করার ঝামেলা নায়।

@ towfiq.eee অরবিট আগে লিঙ্ক ক্যাপচার করত বাট এখন করে না । আর ফ্রী ডাউনলোড ম্যানেজার এ কিছু প্রব্লেম আছে

EagleGet দিয়ে কি টরেন্ট ডাউনলোড করা যায় ? আমার তো মনে হয় না । তবে এটা IDM এর যোগ্য প্রতিদ্বন্দ্বী ।

হুম EagleGet ভালো আছে @ নীল ঘুড়ি

যে যত যাই বলুক বস ইজ IDM এর উপ্রে কিছু নাই। 2nd choice is EagleGet & 3rd choice is FDM. আর IDM is still number 1 & the best

Idm er kono bikolpo hoi na.