স্বয়ংক্রীয়ভাবে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন,অত্যাধিক সফটওয়্যার ইনস্টলের হাত থেকে পিসিকে রেহাই দিন

পরম করুনাময় আল্লাহতায়ালার নামে শুরু করছি।

আশা করি আল্লাহর অশেষ দয়ায় সকলে ভালো আছেন।

কাজে অকাজে  বিভিন্ন সময় পিসিতে আমরা নানা রকম সফটওয়্যার ইনস্টল করি।অত্যাধিক সফটওয়্যারের চাপে সি ড্রাইভের যে বারোটা বাজে এটা আমরা অনেকেই বুঝতে চাই না।আবার অনেক সময় সামান্য কাজের জন্যও ষফটওয়্যার ইনস্টল করতে হয়।তবে পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করলে এই ঝামেলা থাকে না ।কিন্তু আমরা যে সফটওয়্যার ব্যবহার করতে চাই তার বেশীরভাগেরই পোর্টেবল ভার্সন পাওয়া যায়  না।  তবে আপনি চাইলে নিজেই যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন তৈরী করতে পারেন।এই কাজটি করতে আপনার লাগবে   Thinstall নামের একটি সফটওয়্যার।

সফটওয়্যারটি এখান থেকে নামিয়ে নিন-http://mediafire.com/?kyzhnz1amwz

ব্যবহারবিধি-

১.ইনস্টলের পর setup capture চালু করে দুইবার next দিন।

portable soft maker

২.how to install লেখা স্ক্রীন এলে মিনিমাইজ করুন

৩.যে সফটওয়্যারটি পোর্টেবল করবেন সেটি ইনস্টল করুন(পোর্টেবল করার কাজ সম্পন্ন হয়ে গেলে ইনস্টলকৃত কপিটি ইচ্ছে করলে রিমোভ করে দিতে পারেন)।

৪.এখন maximize করে next-এ যান।

৫.usb flash/portable media সিলেক্ট করে next দিন।

portable soft maker

৫.পরবর্তী ফাইল কম্প্রেস করার অপশন আসবে ।ফাইল কম্প্রেস করতে না চাইলে অপশনটি আনচেক করে next দিন।

৬.সবশেষে browse project তৈরীকৃত পোর্টেবল সফটওয়্যারটি কোথায় সেভ হয়েছে তা দেখে নিতে পারেন।

ব্যস হয়ে গেলো সফটওওয়্যারের পোর্টেবল ভার্সন।

টিউনটি ভালো লাগলে কমেন্ট করবেন,উৎসাহ পাবো।খারাপ লাগলেও কমেন্ট করবেন,পরবর্তীতে ভালো করার চেষ্টা করবো ।

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খালেদ মাহমুদ ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে ছাই না। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ সুন্দর টিউনটির জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ । এ ধরনের সফট আমার খুব দরকার ছিল। সময়ের অভাবে খোঁজা হয় নাই। পিসিতে প্রায় ২০০ এ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্সটল করে হাপিয়ে উঠেছি। আবার প্রতিদিনই কোন না কোন সফট ইন্সটল করতেই হয। অনেক দুর থেকেই হ্যান্ডশেক করলাম।…………..

Level 0

আপনার একটি কথা আমি বুঝতে পারিনাই, (২.how to install লেখা স্ক্রীন এলে মিনিমাইজ করুন) এতটুকু ঠিক আছে কিন্তু (৩.যে সফটওয়্যারটি পোর্টেবল করবেন সেটি ইনস্টল করুন।) তার মানে কি?

আমিতো আমার পিসি তে থাকা সফট গুলোকে পোর্টেবল এ রুপান্তর করবো, তাহলে ইনস্টল করার কিআছে বা কোথাথেকে করব। প্লিজ আর একটু পরিস্কার করুন।

এমন একটি সফট আমার খুব দরকার ছিল। পিসিতে অনেক প্রোগ্রাম ইন্সটল করা হয়ে গেছে, সেগুলোকে পোর্টেবল করা গেলে ………………… আর আপনি আমার কাছে ৩ নং বিষয়টা একটু পরিস্কার করুন। ধন্যবাদ।

    নুরজাহান আপু,সবার সুবিধার্থে লেখাটি একটু সম্পাদনা করে দিয়েছি।খেয়াল করন।ধন্যবাদ।

    Level 0

    আরে ভাই, আমি এখনো আপনার কথা বুঝতে পারেনাই। আমার প্রশ্ন হলো ; আগের ইন্সটলকৃত সফট গুলোকে পোর্টেবল করা যাবে কিনা? নাকি আবার নতুন করে ইন্সটল করা লাগবে?
    ধন্যবাদ।

    যে সফটওয়্যার পোর্টেবল করবেন সেটি নতুন করে ইনস্টল করে নিতে হবে।

জটিল টিউন অনেক কাজে লাগবে।আরো অনেক জটিল টিউন চাই।
ধন্যবাদ।

স্বয়ংক্রীয়ভাবে তৈরী করুন যেকোন সফটওয়্যারের পোর্টেবল ভার্সন,অত্যাধিক সফটওয়্যার ইনস্টলের হাত থেকে পিসিকে রেহাই দিন।

হেডিং দেখেই খুব ভাল লাগলো, কত কিছুই আবিস্কার হচ্ছে, কিছুই তো জানিনা।

সফটার কাজটা আমার দৃস্টিতে এটা একটা বিষাল ব্যাপার, রেখে দিলাম।

অনেক অনেক ধন্যবাদ দারুন একটা সফট শেয়ার করার জন্য।

আর একটা কথা কোন সফট নিয়ে টিউন করলে তা আপনি কতদিন যাবত ব্যবহার করেছেন তা উল্লেখ করবেন।
ব্যবহারে আপনি কতটুকু সফল তাও উল্লেখ করবেন।

    এটি আমি অনেকদিন যাবত ব্যবহার করেছি।আমার তো অনেক কাজে লাগছে।ধন্যবাদ সাইফ।

ভাই একটি টিউন করলেন,আমিও ট্রাই করব দেখি পারি কিনা ধন্যবাদ টিউনের জন্য।

হুম কাজের টিউন। আমার কাজে লাগবে। তবে কিছু প্রশ্নঃ
এটা দিয়ে যদি ট্রায়াল ভার্শনের কোন সফটওয়্যার পোর্টেবল করি তাহলে কি ঐটা সব সময় ব্যবহার করা যাবে?

আগের ইন্সটলকৃত সফটওয়্যারকে পোর্টেবল করা যাবে কি? নাকি আবার ইন্সটল করা ছাড়া হবে না?
ধন্যবাদ।

    ধন্যবাদ হাসান ভাই।যে সফটওয়্যার পোর্টেবল করবেন সেটি নতুন করে ইনস্টল করে নিতে হবে।

    ট্রায়াল ভার্সনের কোন সফটওয়্যার দিয়ে ্রাই করে দেখি নাই।তাই সঠিক বলতে পারছি না।

    ট্রায়াল ভার্সনের কোন সফটওয়্যার দিয়ে ট্রাই করে দেখি নাই।তাই সঠিক বলতে পারছি না।

    এরকম টিউন আগে হয়েছে জানলে এই টিউনটি করতাম না।যারা আগের টিউনটি দেখেনননি তাদের তো কাজে লাগলো-এটাই স্বান্তনা।কাকতাললীয়ভাবে টিউনের বিষয় মিলে যেতেই পারে।তাই বলে আপত্তিকর মন্তব্য গহনযোগ্য নয়।সেজন্য কমলের কমেন্ট ডিলিট করে দিলাম।

অনেক কঠিন লাগতেছে….. আগে ডাউনলোড কইরা নেই, তারপর দেখা যাবে,না পারলে আপনিতো আছেন।

বুঝলাম না, বিস্তারিত জানালে খুশী হব………

Level 0

জটিল….কাজের jinish

ধন্যবাদ টিউনটি করার জন্য। ট্রাই করে দেখি !

portable software তৈরী হয়ে গেলে insstall করা file মুছে ফেললে portable software এর ভিতর থেকে programe চালু করা যাচ্ছে না।

    আমার তো কোন প্রবলেম হয়নি আজ পর্যন্ত।আপনার প্রোগ্রাম কেন চালু হচ্ছে না ?@আজিজুল

    আপনার সাথে আমি একমত। এই ভাবে কাজ হচ্ছে না।

    আজিজুল ইসলাম ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা বিষয় যানতে চাই, তাহল ‍”মাহবুব” কি আপনার দ্বিতীয় নাম? জানালে খুশি হব। ধন্যবাদ আপনাকে।

আপনারে একখান ঝাক্কাস ধন্যবাদ ।

Level 0

ভাই বিষয় টা পরিস্কার করেন । soft টা কি ভাবে পোর্টেবল করবো, এ বিষয় টা এরিয়ে গেছেন । R Soft টা রিমোভ করেতে পারতেছিনা তাড়াতারি পরামর্স দেন।

যথা সম্ভব পরিস্কার করে বলেছি। c:/programe file এ গিয়ে Vmware ফোল্ডারটি ডিলিট করলেই হবে।ধন্যবাদ।

এবার পোর্টেবল সফটওয়্যারের দোকান খুলবো………………………………..!!!!!!!!!!!!!!! হা………….হা……………হা…………..

ভাই যাহারা কপি পেষ্ট বলেন, একটূ চিন্তা করেন, তাহলে সব পোষ্ট ই কপি পেষ্ট। কারন সব টিউন ই যে কোন সাইট থেকে সংগ্রহ করা।কপি পেষ্ট করার পর যদি কাহারো কাজ়ে লাগে তাহলে
সমসস্যা কি?

    কপি পেস্টের অপবাদ শোনার জন্য কষ্ট করে টিউন করি না।টিউনের পরিবেশনা এবং এটি কারো কাজে লাগলো কি না সেআই মুল কথা।

ভাই কি যে একটা উপকার করলেন তা বলার মতো না। আর হ্যা ধন্যবাদ আপনাকে টিউনটি করার জন্য।

Level 0

সুন্দর টিউনটির জন্য অসংখ্য ধন্যবাদ .টিউনটি আগে করা হয়ে থাকলেও যারা আগে দেখেনি (যেমন: আমি) তাদের তরফ থেকে ধন্যবাদ 🙂

জটিল

আগে টিউন হলে কি হয়েছে? এটা অনেক কাজের একটা সফ্টওয়্যার। ইদানিং টেক টিউনসে দেখা যায় অনেকেই খুব গর্ববোধ করেন বলতে যে এটা আগে টিউন করা হয়েছে, রি-টিউন আরো হাবিজাবি কতকিছু। এরকম যারা আছেন তাদেরতো দরকার নেই এখানে এরকম কিছু বলার। আপনি আগে থেকে জানেন ভালো। কিন্তু সবাইতো আর জানেন না। যারা নতুন আসছে তাদের তো জানা হচ্ছে।
যাই হোক খালেদ মাহমুদ ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ এরকম একটি সফ্টওয়্যার শেয়ার করার জন্য। আমি খুবই উপকৃত হলাম।

ভাল

ভাই আপনাকে ধন্যবাদ। কে কি বলল তা নিয়ে মাথা না ঘামালেও চলবে, কেউ না কেউ তো উপকৃত হল এটাই বড় ব্যাপার। আর যদি সেটা আগে টিউন হয়েই থাকে তাহলে তো সমস্যা নাই, মনে কস্ট দিয়ে মন্তব্য না করে আগের টিউনের লিঙ্ক দিয়ে দিলেই তো হয়ে যায়।

Level 0

খালেদ মাহমুদ খান,
শুভেছছানিবেন, এই টিউেনর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মত যারা টিউন করেন, সবাইর নিকট আমার অনুরদ ।যখন যা টিউন করবেন,সহজ করলে, আমার মত অজ্ঞদের বড় উপকার হবে।
আললাহ্ হাফেজ

কিছু কিছু পোর্টেবল এপ্লিক্যাশান এর সাইজ খুবই কম হয় আবার আমি যেটা তৈরি করি তা অনেক বেশি হয় সাইজ, কেন ?