ডাউনলোড করুন Vocabulary Soft (NEW)

“বিসমিল্লাহ হির রহমানির রাহিম”

আশা করি আপনার সবাই ভাল আছেন। আমরা যারা ছাত্র তাদের প্রায় সবারই একটা সমস্যা থাকে সেটা হল ইংরেজী ভোকেবুলারী কম জানা। আজকে আমি যে সফটওয়ারটি দিব তা ভোকেবুলারী শেখার জন্য খুবই উপযোগী। এখানে আপনি প্রতিদিন ১৫টি করে বা তার বেশি করে ওয়ার্ড শিখতে পারবেন। এছাড়াও আপনি যে কয়েকটি ওয়ার্ড শিখলেন তা আবার অনুশীলন করতে পারবেন। যদি ভুল হয় তাহলে তা দেখাবে এবং সঠিক উত্তরটিও করে দিবে। এছাড়া আপনি যে কোন ওয়ার্ড এর মানে বের করতে পারবেন বা ওয়ার্ড খুজতে পারবেন এবং এর যত সমার্থক বা বিপরীত শব্দ আছে তা ও জানতে পরাবেন। এছাড়া ও এই সফটওয়ারে কুরআন শরীফের বাংলা এবং ইংরেজী ট্রান্সেলেট পাবেন।

http://www.ziddu.com/download/9201298/VocabularySoftBYKaisarahmmed.rar.html

vocabulary soft

vocabulary soft

vocabulary soft

vocabulary soft

Level 0

আমি কায়সার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download link কোথায়।

এইটা নিয়ে এর আগে টেকটিউনসে টিউন হইছে।

where is ur download link?

সোহেল ভাইয়া: আমি আগের টিউনটি দেখি নাই। দয়া করে আগের টিউন এর আইডি বা লিংঙ্ক দেন।

কায়সার ভাইয়া: আপনার ডাউনলোড লিংঙ্ক কই? আপডেট করেন তাড়াতাড়ি। আমার দরকার এই সফট:

ধন্যবাদ

ঘুমের মধ্যে টিউন করেন নাকি, না আপনার কাছে লিংক নাই।

ধন্যবাদ ভাই, ডাউনলোড লিংকটা দিলে খুবই উপকৃত হব ।

রান্না করা দেখলাম কিন্তু খাইতে পারলাম না।

Level 0

টিউনটির উদ্দেশ্যই সফটওয়ারটি সবার জন্য উন্মুক্ত করা। সেইক্ষেএে লিংক সমস্যা আপনার পরিশ্রম এবং টিউন দুটোকেই ব্যর্থ করে দিচ্ছে কিনা খেয়াল করূন এবং পরবর্তিতে সচেতন হোন কেননা অগোছালো টিউন করার চেয়ে টিউন না করাই ভাল। এতে অন্তত টেটি-র মান উর্দ্ধমূখী না হোক নিম্নমূখী হবেনা।

ভাই হয়তো চিন্তুা করেছে, সবাই দেখি টিউন করে, আমিও একটা করে দেখি। তাই করলো।

    Level 0

    হাহ হাহ হাহ
    Very Funny

    তিনি যেকোন সমস্যার কারনে লিঙ্কটি দিতে পারেননি
    তবে হে টিউনারের পরিপক্কতা আসার আগেই টীউন করেছেন এবং তারই মনে হয় ফলাফল এটি

    যাই হোক টিউনার যে কাউর সাহায্যে টিউনিং সম্পন্ন করুন

সফওয়্যারটি ডাউনলোড লিংকটি হলো –
http://biggani.com/files_of_biggani/waliul_islam/VocabularySoft.zip

এখান থেকে যদি ডাউনলোড না হয় তবে , এই সাইটটিতে যান এবং এখান থেকে ডাউনলোড করে নিন –
http://biggani.com/content/view/27/64/

    যাক শেষ পর্যন্ত তাহলে কমেন্টটি Release পেয়েছে !! আমি কমেন্ট করার পরে কমেন্টে Your Comment is Under Moderation দেখাচ্ছিল । এজন্য আমি বিভিন্ন জায়গায় একই কমেন্টটি বারবার পোষ্ট করার চেষ্টা করেছিলাম । সেজন্য একই কমেন্ট তিন জায়গা দেখাচ্ছে । এজন্য আমি দুঃখিত ।

এই যে সফওয়্যারটি ডাউনলোড লিংকটি এখানে –
http://biggani.com/files_of_biggani/waliul_islam/VocabularySoft.zip

এখান থেকে যদি ডাউনলোড না হয় তবে , এই সাইটটিতে যান এবং এখান থেকে ডাউনলোড করে নিন –
http://biggani.com/content/view/27/64/

সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও: আপনি আবার কি সফট: দিলেন? এটা তো অন্য সফট:।

ধন্যবাদ সবাইকে

সোহাগ ভাইয়াকে ধন্যবাদ সঠিক সফট: টি দেওয়ার জন্য

আপুনি টিউন করেছেন দাউনলোডলিঙ্ক দেন নাই ।এই ধরনের টিউন করা থেকে বিরত থাকবেন।সোহাগভাইকে ধন্যবাদ লিঙ্কটি দেওয়ার জন্য।

Level 0

টিউন যখন হয়ে গেছে, টিউনে লিংটা দিয়ে আপডেট করে দিন।

ধন্যবাদ না দিলে নিজের কাছেই লজ্জা লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

প্রথম টিউন তাই হয়তো ঠিক মত বুঝে শুনে করতে পারেনাই,এই জন্য বলি আরো বুঝে শুনে নিজেকে তৈরি করে টিউন করা উচিৎ,যাক সামনে আশা করছি নিজেক শুধরিয়ে বুঝে শুনে ভাল করে টিউন করবেন।

thanks…………………………………….

এবার সব পাইছি, thanks……….

Level 0

খুব ভাল টিউন । আপনাকে অনেক ধন্যবাদ।

কোন লিঙ্ক ঠিক নাই। দূর ছাই সময় নষ্ট।