“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
সবাইকে স্বাগতম আমার টিউনিং পেজে। আসা করি সব্বাই অনেক ভাল আছেন। আমাদের ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য রাখার জন্য বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করে থাকি। এ সব কৌশল খুব একটা মজবুদ না। আনেকে একের পর এক ফোল্ডার তৈরি করে নিজের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আবার অনেকে হিডেন (চোরা-কারবারি) কৌশলের প্রয়োগ ঘটায়। এই দুই কৌশলের কোনটিই সামান্য মত নিরাপদ নয়। তাই ফোলডার প্রোটেক করার জন্য Folder Protector 5.43 ব্যবহার করতে পারেন। আসা করি আপনাদের ১০০% কাজে লাগবে...
১। ১০০% ফোল্ডার প্রোটেক করার ক্ষমতা।
২। পাসওয়াট ছাড়া কোন তথ্য ডিলিট, কাট, কপি, পেষ্ট বা মুভ হবে না।
৩। ভাইরাস দ্বারা আক্রমনিত হবে না।
৪। পোটেবল তাই ইন্সটল করার ঝামেলা নেই।
৫। পেনড্রাইভে ১০০% নিরাপত্তা দিতে সক্ষম।
৬। পেনড্রাইভে দুটো পাটিশন তৈরি করে নিরাপত্তা জোরদার করে।
৭। এটি এন্টি পাসওয়াট ক্রাকিং ইন্জিন বিশিষ্ট তাই কোন ক্রাকিং সফটওয়্যার এটিতে কাজ করবেনা।
এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য
[ 695 kb ]
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
দারুন জিনিষ ভাই। ধন্যবাদ।