শতভাগ নিরাপত্তায় আপনার যে কোন গুরুত্বপূর্ণ তথ্য রাখুন + পেনড্রাইভ + পোটেবল !!!

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

untitled

সবাইকে স্বাগতম আমার টিউনিং পেজে। আসা করি সব্বাই অনেক ভাল আছেন। আমাদের ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য রাখার জন্য বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করে থাকি। এ সব কৌশল খুব একটা মজবুদ না। আনেকে একের পর এক ফোল্ডার তৈরি করে নিজের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আবার অনেকে হিডেন (চোরা-কারবারি) কৌশলের প্রয়োগ ঘটায়। এই দুই কৌশলের কোনটিই সামান্য মত নিরাপদ নয়। তাই ফোলডার প্রোটেক করার জন্য Folder Protector 5.43 ব্যবহার করতে পারেন। আসা করি আপনাদের ১০০% কাজে লাগবে...

যে সকল সুবিধা পাচ্ছেন Folder Protector 5.43 তেঃ

১। ১০০% ফোল্ডার প্রোটেক করার ক্ষমতা।
২। পাসওয়াট ছাড়া কোন তথ্য ডিলিট, কাট, কপি, পেষ্ট বা মুভ হবে না।
৩। ভাইরাস দ্বারা আক্রমনিত হবে না।
৪। পোটেবল তাই ইন্সটল করার ঝামেলা নেই।
৫। পেনড্রাইভে ১০০% নিরাপত্তা দিতে সক্ষম।
৬। পেনড্রাইভে দুটো পাটিশন তৈরি করে নিরাপত্তা জোরদার করে।
৭। এটি এন্টি পাসওয়াট ক্রাকিং ইন্জিন বিশিষ্ট তাই কোন ক্রাকিং সফটওয়্যার এটিতে কাজ করবেনা।

@lmas

এখানে ক্লিক করুন ডাউনলোড করার জন্য
[ 695 kb ]

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

--- মাইক্রোহ্যাকার আলমাস

illuminati

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন জিনিষ ভাই। ধন্যবাদ।

আলমাস ভাই , ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য। ভালো একটা সফটওয়্যারের কথা জানলাম।

Level 0

আলমাস তুমি কেমন আছ ? ছবি দেখে চিনতে পারিনি ।আমি একটা সফটওয়ার খুজি,যেটা দিয়ে মেমোরি কার্ড কম্পিউটার থেকে পাসওয়ার্ড দেয়া যাবে এবং কার্ডটি মোবাইলে লাগালে বোঝাযাবেনা যে পাসওয়ার্ড দেয়া, আগের মতই গান শো হবে কিন্তু আবার লাগালে পাসওয়র্ড চাইবে ।তুমি কি আমাকে সফটওয়ারটি খুজে দিতে পারবে ? খুব উপকার হয় । টিউনটি ভাল হয়েছে ।

আসলে একটা ভাল সফটওয়্যার কাজে আসবে।

পুরোপুরি আলমাসীয় টিউন।ভালো হয়েছে।ধন্যবাদ।

ভাল…………………………….>
ডিজিটাল নেত্রকোণা
http://digitalnetrakona.blogspot.com/
অনুগ্রহ পূর্বক প্রবেশ করুন

উইন্ডোজ সেভেন এ কি চলবে ?

আবারও সেই আলমাস……………………………………………..আবারও জটিল একটা টিউন!!

চালিয়ে যাও গুরু ……………কেউ তোমাকে সার্পোট করুক আর না করুক আমি কিন্তু সবসময় তোমার সাথে আছি!!!!!!!

    অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই। আপনার কমেন্টটি আমার ১১১১ নং কমেন্ট……….. 😛 ভাগ্যবান 😛

    আপনাকে পাশে পেয়ে খুবই অনুপ্রেনিত হলাম……………………..

আলমাস এই সফটওয়্যার নিয়ে তো এখানে একাধিক বার টিউন হয়েছে।

ধন্যবাদ্

পেন্ড্রাইভ লক করার জন্য আমি kakasoft ব্যবহার করি।

টিউনের জন্য ধন্যবাদ।

পাসওয়াড ছাড়া ফরমেট করা যাবে কি?

আমি সফটটি ডাউনলোড করে ব্যবহার করে দেখলাম খুবই ভাল একটা সফট এই রকম সফট আমি অনেক দিন থেকেই খুজছিলাম,ধন্যবাদ আলমাস কে এই সফটটি নিয়ে সুন্দর একটা টিউন করার জন্য।তবে পাসওয়ার্ড ছাড়া যদি ফ্লাশ মেমোরি ফরমেট করা না যেত তাহলে আরো ভাল হইত তার পরেও কিন্তু সফটটি ভাল।

অনেক সুপার টিউন আলমাস। পেনড্রাইবে পাসওয়ার্ড ছারা কি ফরম্যাট দেওয়া যাবে কি?

    অনেক দিন পর ভাই আপনার কমেন্ট পাইলাম।

    আমার কাছে এই মূহর্তে পেনড্রাইভ নেই তাই সঠিক বলতে পারছি না।

টেকটিউনসের আবার কি হইলো !

আমারতো কোন কমেন্টই শো হচ্ছে না ! দেখাচ্ছে ০ কমেন্ট আবার হোমপেজে ২৪ টা ?

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য.

Level 0

ধন্যবাদ আপনাকে ভালো একটা সফটওয়্যার।

ধন্যবাদ।

অনেক আগে থেকেই আছে, কিন্তু ব্যবহার করা হয়না। টিউনের জন্য ধন্যবাদ। সরাসরি যোগাযোগঃ +880 1737766490 (রাত ৯টা – রাত ৯.৩০) যে কোন একদিন অবশ্যই (রাত ৯টা – রাত ৯.৩০) এর মাঝে ফোন দিব!

Level 0

জিনিস টা ভালই ফুল ভারসন থাকলে ভাল হইত।

বা পাশ থেকে এক্সপ্লোর করে ডুকা যায়। লাভ নাই এই সফট দিয়া…..

Level 0

হুমম কাজের জিনিস বটে….

Level 0

always post korben vai……..now time ni…pore test korbo…….But software_tar devoloper ki apni?

software টা আসলেই অনেক কাজের । অনেক দিন পরে আবার software টা পেলাম, তবে এখানের link টা কাজ করে না, তাই এই http://ccm.net/download/download-5656-kaka-folder-protector যান অবশ্যই পাবেন । আর হা এর নাম kaka-folder-protector. আমি অনেক খুজে পাওয়ার পরে জানতে পারলাম এর আসল নাম, উপরে ছোট্ট নামধারী (সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও) ভাই আসল নামটা বলেছেন । যাক ধন্যবাদ আবার অতীতকে স্মরন করিয়ে দেয়ার জন্য ।

Level 0

পাসওয়ার্ড ভুলে গেলে বাহির করা যাবে?