সবাই কেমন আছেন ?? মনে হয় ভাল !! আমি আল্লাহ এর রহমতে ভালই আছি ।
আজ আমি আপনাদের সাথে অনেক সুন্দর ও অনেক কাজের একটা Software শেয়ার করবো । এটা iskysoft এর তৈরী । এটার মুল্যে ৩৫ ডলার । আজ আমি এটা আপনাদের একদম ফ্রীতে ডাউনলোড করার লিঙ্ক ও সিরিয়াল কি দিবো । এই সফটা সেদিন দেখে আমার এত বেশি ভাল লাগে যে আমার পিসি থেকে সব অন্য কনভার্টা সফ গুলো রিমুব করে এটা সেটাপ দেই । তবে সমস্য হয় এটা রেজিস্টেশন কোড চায় !! কি করা যায় ২ দিন নেট ঘেটে অবশেষে এর রেজিস্ট্রেশন কোড পাই ।
ত যাই হক এবার Software এর কথায় আশা যাগ । এই সফ টা মুলত ভিডিও কনভার্ট করার জন্য । এটা দিয়ে আপনি সকল প্রকার ভিডিও কনভার্ট করতে পারবেন । এটা দিয়ে আপনি সকল প্রকার মোবাইল ফোন এর ভিডিও কনভার্ট করতে পারবেন । এটা দিয়ে যেকোন ভিডিও গান বা মুভির এর যেকোন সময় এর ছবি তুলতে পারবেন । আপনি এটা দিয়ে যেকোন ভিডিও এডিট করতে পারবেন এবং সাথে অনেক ইফেক্ট ও সাবটাইটেল যুক্ত করতে পারবেন ।
এটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন ।এখানে আপনি অনেক ধরনের ইফেক্ট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন । এবং
আপনি কোন ভিডিও চলা কালিন ইচ্ছা মত ছবি তুলতে পারবেন ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
তোমার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের সুতরাং যার টিউনটা এত ভাল হয় তার টিউনের সাথে দেয়া জিনিসটা অর্থাৎ সফটওয়ারটা ভাল না হয়ে পারেনা,খুবই ভাল একটা জিনিস উপহার দিলা আজকে তোমাকে অসংখ্য ধন্যবাদ।