$$$৩৫ ডলারের Software ফ্রীতে ব্যবহার করুন !! মিস করলে সব মিস !!(যেকোন ভিডিও কনভার্ট ও এডিট করার সুবিধা)

সবাই কেমন আছেন ?? মনে হয় ভাল !! আমি আল্লাহ এর রহমতে ভালই আছি ।

আজ আমি আপনাদের সাথে অনেক সুন্দর ও অনেক কাজের একটা Software শেয়ার করবো । এটা iskysoft এর তৈরী । এটার মুল্যে ৩৫ ডলার । আজ আমি এটা আপনাদের একদম ফ্রীতে ডাউনলোড করার লিঙ্ক ও সিরিয়াল কি দিবো । এই সফটা সেদিন দেখে আমার এত বেশি ভাল লাগে যে আমার পিসি থেকে সব অন্য কনভার্টা সফ গুলো রিমুব করে এটা সেটাপ দেই । তবে সমস্য হয় এটা রেজিস্টেশন কোড চায় !! কি করা যায় ২ দিন নেট ঘেটে অবশেষে এর রেজিস্ট্রেশন কোড পাই ।

ত যাই হক এবার Software এর কথায় আশা যাগ । এই সফ টা মুলত ভিডিও কনভার্ট করার জন্য । এটা দিয়ে আপনি সকল প্রকার ভিডিও কনভার্ট করতে পারবেন । এটা দিয়ে আপনি সকল প্রকার মোবাইল ফোন এর ভিডিও কনভার্ট করতে পারবেন । এটা দিয়ে যেকোন ভিডিও গান বা মুভির এর যেকোন সময় এর ছবি তুলতে পারবেন । আপনি এটা দিয়ে যেকোন ভিডিও এডিট করতে পারবেন এবং সাথে অনেক ইফেক্ট ও সাবটাইটেল  যুক্ত করতে পারবেন ।

3

ডাউনলোড এবং রেজিস্টেশন করুনঃ

  • আগে এখান থেকে Software টা ডাউনলোড করে নিন ।
  • এবার ইনেস্টল করুন , এবং রান করে এখান থেকে সিরিয়াল কোড টা ডাউনলোড করে সেট করুন ।

4

যেকোন ভিডিও কনভার্ট করুনঃ

  • এবার আপনি Software টা রান হলে Add Video তে ক্লিক করুন এবং যে ভিডিও টা কনভার্ট করতে চা তা সিলেক্ট করে দিন ।
  • তারপর ভিডিও টা লোড হলে এবার আপনি নিচে profile এর পাশে এরো নিতে ক্লিক করুন এবং আপনার পসন্দের ফোরমেট টা সিলেক্ট করে দিন , তবে আপনি ইচ্ছা করলে ইচ্ছা মত সেটিং করে নিতে পারেন এর জন্য এ্যার এর পাশে সেটিং এ ক্লিক করুন এবং ইচ্ছা মত সেটিং করুন ।
  • এবার স্টার বাটন এ ক্লিক করুন ব্যস কিছু খনের মধ্যেই কনভার্ট হয়ে যাবে আপনার প্রিয় ভিডিও টা ।

2

ভিডিও এডিট করাঃ

এটা দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন ।এখানে আপনি অনেক ধরনের ইফেক্ট দিয়ে ভিডিও এডিট করতে পারবেন । এবং

  • ১ম এ আপনার প্রিয় ভিডিও টা সিলেক্ট করুন ।
  • এবার নিচের ছবিটার মত একটা স্কিন আসবে ।
  • এবার আপনি আপনার ইচ্ছে মত সাইজ নিয়ে ইচ্ছা মত ইফেক্ট দিয়ে ভিডিও টা এডিট করুন । এবং সাথে যুক্ত করুন সাবটাইটেল ।

2

যেকোন সময় এর ছবি তুলুনঃ

আপনি কোন ভিডিও চলা কালিন ইচ্ছা মত ছবি তুলতে পারবেন ।

  • এবার আপনি সফ টা রান হলে Add Video তে ক্লিক করুন এবং যে ভিডিও টা কনভার্ট করতে চা তা সিলেক্ট করে দিন ।
  • এবার ভিডিও Play করুন , এবং পুশ , স্টোপ বাটন এর পাশে দেখবেন একটা ক্যামেরার বাটান আছে তাতে ক্লিক করুন ।
  • ছবি দেখতে চাইলে ক্যামেরার বাটান উপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন এবং Open Snapshot folder এ ক্লিক করুন ।
  • আপনি চাইলে ইচ্ছা মত ফল্ডারে ছবি সেভ করতে পারেন , এর জন্য ক্যামেরার বাটান উপর মাউস এর রাইট বাটন ক্লিক করুন এবং Open Snapshot folder এ ক্লিক করুন এবং আপনার ফোল্ডার নির্বাচন করে দিন ।
  • আপনি JPEG ও BMP ফরমেট এ ছবি সেভ করতে পারবেন ।

5

Software টি ডাউনলোড করুন ফ্রীতে

download_button

রেজিস্ট্রেশন কোড টি ডাউনলোড করুন

download_button

তর্থ সুত্র এখানেঃ

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তোমার টিউনের উপস্থাপনাটা আমার কাছে অসাধারন লাগে এবং টিউনটাও হয় উন্নতমানের সুতরাং যার টিউনটা এত ভাল হয় তার টিউনের সাথে দেয়া জিনিসটা অর্থাৎ সফটওয়ারটা ভাল না হয়ে পারেনা,খুবই ভাল একটা জিনিস উপহার দিলা আজকে তোমাকে অসংখ্য ধন্যবাদ।

    আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আতাউর ভাই !!!

    আমার নামটা ভুল হইল কেন?যাক কোন ব্যপার না।এখন কথা হইল আমার ভিডিও এডিটিং এর উপর অনেক শখ কিন্তু কোনটা ভাল প্রোপেশনাল ভিডিও এডিটিং সফটওয়ার আমার জানা নাই তোমার জানা থাকলে আমাকে জানাইয়া উপকৃত করলে কৃতজ্ঞ থাকিব।

    sry ভাই !! ঠিক করে দিয়েছি আর আমি Ulead VideoStudio 10 ব্যবহার করি !! এটা কাজ গুলোও খুব ইজি !! ট্রাই করে দেখতে পারেন ।

    Level 0

    শেয়ারিং লিঙ্কটি দিন

    লাকি ভাই সফ টা আপলোড দিয়েছি !! কিছুখনের মধ্যে লিঙ্ক দিয়ে দিবো !!

    এখানে ক্লিক করে Ulead Video Studio11 Plus ডাউনলোড করুন ।
    ____________________________________
    বিঃদ্রঃ লাকী ভাই ২ বার আপলোড দিয়েছিলাম ………… কি করবেন বাংলাদেশ…লোড শেডিং… এই ট্রাল ভার্শন লিঙ্ক টা দিলাম রাতে আপলোড দিলে অরজিনাল লিঙ্ক টা দিবো …………

Level 0

ভাল হয়েছে এটা বলার অপেক্ষা রাখেনা
যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ

এত বড় টিউন কিভাবে করেন ?
টিউন লিখতেতো অনেক কষ্ট। আমি এক টিউন লিখতে যেয়ে অবস্থা খারাপ।

    এটা বড় হল 😉 এর চেয়েও বড় টিউন অনেকে করেন ! যাই হোক আপনি চেস্টা করে এর চেয়েও অনেক বড় টিউন করতে পারবেন !!

জট্টিল ……………… এ+

ফাহিম রেজা বাঁধনকে অসংখ্য ধন্যবাদ

Valo…But dolar word ta baad dile valo hoy…Karon atate amader ke opoman korai..Ami opoman hoysi…Ar dolar word ta use korben na…

Level 0

বাঁধন ভাই, এটায়কি “vid” ফাইল convert হয়

    Level 0

    Ulead VideoStudio এর মত কি টাইটেল এডিট করা যায়, দয়া কের জানাবেন, তারপর ডাউনলোড করব

    ভাই এটা একটা ছোট সফ এটা দিয়ে কি Ulead VideoStudio কাজ করা যায় ।

হুম। এইটাই খুজতে ছিলাম। 🙂

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

আমার উত্তর কি পাবোনা ?

দেখি ডাউনলোদ করে ….কাজে লাগাতে পারি কি না ?

নাইস টিউন
ডিজিটাল নেত্রকোণা
আপনার লিঙ্ক টা মুছে দেয়া হয়েছে
অনুগ্রহ পূর্বক প্রবেশ করুন

Level 0

ফাহিম রেজা বাঁধন ভাই,জটিল……. ডাউনলোড করলাম ধন্যবাদ..।
কিছু প্রশ্ন :-
১}ডাউনলোড এবং রেজিস্টেশন করুনঃ এটা দুই বার
২}ভিডিও ফেম সাইজ বড় করা যায় কিনা
৩}এটা একটু সোও
বাংলা লিখতে স্যমসা হয়, আমি এটা দিয়ে-
আপনার লিঙ্ক টা মুছে দেয়া হয়েছে

    ডাউনলোড এবং রেজিস্টেশন করুনঃ এটা দুই বার

    আপনার এই প্রশ্ন টা বুঝলাম না ।

    ভিডিও ফেম সাইজ বড় করা যায় কিনা

    হুম ভিডিও ফেম সাইজ বড় করা যায়।

    এটা একটু সোও

    আপনার এই প্রশ্ন টা বুঝলাম না ।

nice tune ……….thanks a lot

বাধন ভাই ডাউনলোড করলাম…………………………।।
দেখি সফটওয়্যারটা কেমন?

Level New

আমি আপনাকে follow করার চেষ্টা করি

Level 0

খুব ভালো জিনিষ দিলেন, ভাই। ধন্যবাদ

স্ক্রীন শট দেখে মনে হল এটি ‘জিলোসফট আলটিমেট’ বা “আইএমটু ভিডিও কনভার্টার” এর মতই কাজ করে…..

    হে অনুপম ভাই স্ক্রীন দেখে বলছেন , একবার ব্যবহার করে দেখেন ;)!
    মন্তব্যের জন্য ধন্যবাদ ।

ওয়াও ! ! ! কালেকসনে রাখার মত একটা সফট পাইছি। জটিল মিস করলে আসলেই লস। অনেক ধন্যবাদ ফাহিম ভাই…… 😉

Level 0

দারুন……………………. ধন্যবাদ আপনাকে।

প্রথমে মনে করেছিলাম শুধু কনভার্টার দিছেন, কিন্তু একটা সফট দিয়ে এত কিছু করা যাবে!
সত্যই ভাই দারুন একটা সফট দিলেন খুবই কাজে লাগবে।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য।
না দেখলে আসলেই মিস করতাম।

Level 0

ফাহিম রেজা বাঁধন ভাই ডাউনলোড এবং রেজিস্টেশন করুনঃ এটা দুই বার-১ বার মিডিলে পরে এক দম নিচে
হুম ভিডিও ফেম সাইজ বড় করা যায় কিভাবে একটু বলবেন কি ?
এটা একটু সোও মানে কর্নভাট করতে সোও লাগে……ধন্যবাদ ।

কেবল ডাউনলোড করলাম। ব্যবহার করি নাই। কিন্তু ফিচার দেখে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আমি আবার যা ইচ্ছে করে তা না করে থাকতে পারি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। Holliwood fx gold নিয়া সমস্যায় আছি। Video Studio 11 আছে। কিন্তু প্লাগিং-এ Holliwood fx gold নিয়া আসতে পারছিনা। জানা থাকলে সাহায্য করবেন। পুনশ্চ: প্লাগিং সেট আপ দিয়াো করতে পারি নাই।

    আপনাকেও অনেক ধন্যবাদ
    __________________________________
    Holliwood fx gold ইনস্টল করে নিন এবং Hfx4GLD.vfx ফাইল টা কপি করুন এবং C:\Program Files\Ulead Systems\Ulead VideoStudio 11\Vfx_plug এ গিয়ে পেস্ট করুন … আশা করি কাজ হবে
    কাজ হলে কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ ম।…।।.।।…জোস। চালিয়ে যাও

আমি Serial Download করার পরে ভিতরে একটি HTML কোড ছাড়া কিছুই পেলাম না। সবাই কি Download না করেই মন্তব্য করলো নাকি শুধু আমার একার সমস্যা। আমার একার সমস্যা হলে সম্ভব হলে [email protected] এই ঠিকানায় মেইল করবেন।