কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
আমার এই টিউনের জন্য আমি প্রায় দুই দিন ধরে কাজ করেছি। যারা ভেক্টর আর্ট সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন এটা কত জটিল ব্যাপার। ফটোশপের মাধ্যমেও ভেক্টর আর্ট করা বেশ জটিল এবং কঠিন ব্যাপার। তবে Adobe Illustrator দিয়ে করা গেলেও আমার মতো যারা এসব কিছুই জানে না তাদের জন্য নিয়ে এসেছি একটা জটিল সফটওয়্যার। যেটা দিয়ে আপনি ফটোশপ বা Adobe Illustrator এর কাজ না জেনেও ভেক্টর আর্ট করতে পারবেন।
Algolab Photo Vector নামের এই সফটওয়্যার দিয়ে আমি গত দুই দিন ধরে চেষ্টা করে ভেক্টর আর্টের কাছাকাছি মনে হয় কিছু একটা দাড় করাতে পেরেছি। এখানে যারা এ কাজ পারেন তাদের কাছে হয়ত হাস্যকর লাগবে। কিন্তু তারপরেও যেটুকু করেছি তা এই সফটওয়্যার ছাড়া কখনো সম্ভব হতো কিনা জানি না। কারন আমি ফটোশপ বা Adobe Illustrator এর কিছুই জানি না।
অনেক কথা বলে ফেললাম। এবার কাজের কথায় আসি। তবে আপনারা আবার ভয় পেয়ে পিছিয়ে যাইয়েন না। একটু কঠিন হলেও আপনারা যদি ধৈয্য সহকারে চেষ্টা করেন তাহলে আশা করি সফল হবেন। তাহলে চলুন এবার আমার করা ভেক্টর আর্ট দেখি।
তেমন ভাল হয় নাই জানি। তবে নাই মামার চেয়ে কানা মামা ভাল।
তৌহিদুর রহমান ভাই ভেক্টর আর্ট নিয়ে টিউন করেছিলেন। উনার টিউনের একটা ছবি দিলাম।
দেখেছেন কতো সুন্দর!
উনার টিউন এখানে
Algolab Photo Vector 1.98.86
এটি মাত্র 2MB।
সফটওয়্যারটি ওপেন করুন।
ছবি আপলোড করুন।
এখন আপনি যদি কোন এডিটিং ছাড়াই ভেক্টর আর্ট করতে চান তাহলে মানুষের আইকনটাতে ক্লিক করে কাজ সারতে পারেন। তবে এতে তেমন ভাল হয় না।
তাই এডিটিং করে নিলে ভাল হয়। এটা করতে যান Edit => Bitmap and Palette । এখান থেকে আপনার প্রয়োজন মত পরিবর্তন করে নিন। আরও বিস্তারিত জানতে F1বা Help এ গিয়ে দেখুন।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
দেখি ট্রাই করে….কেমন কাজ করে….