ফটোশপ এর টিউটোরিয়াল (৫টি ডিভিডি) ডাউনলোড করুন এক্ষনি

আমার প্রথম টিউনে আপনাদের স্বাগতম।

আমরা যারা আইটি জগতে কাজ করি তারা জানি, ফটোশপ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।তাই আপনাদের জন্য আমার এই অল্প কিছু উপহার।আমি জানি বাংলাদেশের যে নেট স্পিড তাতে ৫টি ডিভিডি ডাউনলোড করা অনেক সময় সাপেক্ষ এবং মুশকিল ব্যাপার।কিন্তু এটুকু বলতে পারি যে আপনারা যদি এই টিউটোরিয়াল গুলো দেখেন তাহলে আপনাদের ফটোসপ এর প্রতি ধারনাই বদলে যাবে।আর কথা না বাড়িয়ে কিছু ফিচার দেখে নেওয়া যাক---------

আরো বিস্তারিত জানতে হলে ভিজিট করুন এখানে

মোট ১৮ জিবি টিউটোরিয়ালটির টরেন্ট ডাউনলোড করুন এখান থেকে

আমার প্রথম টিউনে কোন ভুন ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

______তাহের_____

Level 0

আমি "কর্নেল তাহের"। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার একটি কবিতার সাইট আছে যার সব কবিতা আমার লেখা।সাইটটি হল www.penclub.co.cc আর আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সেরা হোষ্টিং সার্ভিস হল www.ehothost.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভাল এবং কাজের একটা টিউন দিয়ে আপনি আপনার টিউন শুরু করলেন,আপনাকে টেকটিউন্সে স্বাগতম আশা করছি সামনেও অনেক ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে,আপনাকে অনেক অনেক ধন্যবাদ,

অনেক অনেক ধন্যবাদ আপনাকে । এবার মনে হয় ফটোসপ শিখা যাবে । ডাউনলোড করে দেখি কি হয় ।

প্রথম টিউনেই ছক্কা ….. তবে ডাউনলোড করতে হলে প্রায় এক মাস লেগে যাবে বলে মনে হয়। 🙁

    আমিও সেই চিন্তায়ই আছি,অন্য কোন ভাবে ডাউনলোড করা গেলে ভাল হইত।তা না হইলে কেউ ডাউনলোড করতে পারবে কিনা সন্দেহ আছে।

    প্রিয় দুঃসাহসী টিনটিন ভাই আমার প্রথম টিউনে আপনার পদচারন পেয়ে আমি অনেক খুশি।আপনাদের উৎসাহ থাকলে আমি আরও টিউন করার চেষ্টা করব।

    “কর্নেল তাহের” ভাই আপনার লিঙ্ক গুলু ওপেন করলে file not found দেখায়।

ডাউনলোড করবো ইনশাআল্লাহ।এক আধ দিন লাগবে হয়তো।

    আপনার মনে হয় নেট স্পিড বেশী আমার ভাই এক ঘন্টায় ০.৪ পার্চেন্ট দেখায় আমি হতাশ।লাকী ভাইও বলেছিল ফটশপের একটা ভিডিও টিউটরিয়াল করবে এখন মনে হয় উনারটার অপেক্ষায়ই করতে হবে।

    কমেন্টের জন্য ধন্যবাদ।

Level 0

ভাই দয়াকরে মিডিয়া ফায়ারে দেওয়ার ব্যবস্তা করেন। R File ছোট করে দিবেন । R টিউটোরিয়াল গুলো কি বাংলায়।

প্রথমেই কর্নেল তাহের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর টিনটিন ভাই তার যতার্থই বলেছেন। কিন্তু, আমাদের দেশের নেট স্পীডের যা অবস্থা তাকে ১৮জিবি ডাউনলোড করতে আমার মনে হয় সাইবার ক্যাফেতে কন্ট্রাক্ট করতে হবে। বাকীটা দেখাযাক….. আর প্রবাসী ভাই আপনার ডাউনলোড হলে এক কপি আমারেও পাঠায় দিয়েন। 😉 😉

কোন ভাবে ডাউনলোড করা গেলে ভাল হইত, চিন্তায়ই আছি, কেমনে ডাউনলোড করবো। বড় ইচছা নিয়ে পড়লাম বাট কিছু হবে বলে মনে হচছে না। আপনাকে টেকটিউন্সে স্বাগতম আশা করছি সামনেও অনেক ভাল ভাল টিউন পাব আপনার কাছ থেকে। পিলিস ভাইয়া একটু ছোট ফাইল দিলে ভালো হতো।

    ভাই ছোট করেই দেওয়া হইছে।আর ছোট করা সম্ভব নয়।ভাল থাকবেন।ধন্যবাদ কমেন্টের জন্য।B-)

Level 0

বাংলাদেশের এক মফ:স্বলে থাকি, আফসোস করা ছাড়া আর কিছু করার নাই

টিউন টা দেখে খুব আফসোস হচ্ছে ডাইনলোড করতে পারছি না বলে।

Nice Tune. সপ্তাহ খানেক লাগবে Download করতে।

ভাই মোবাইল নম্বর দিন। আমি ফ্লেক্সি করে দিব। রাইট করে কুরিয়ারে দিতে পারবেন না?

    না রে ভাই আমি এখানে ব্যবসা করতে আসিনি।আপনি সাইবার ক্যাফেতে যোগাযোগ করেন।ওরা একটি মূল্যের বিনীময়ে আপনাকে ডাউনলোড করে দেবে।

    Level 0

    লিটন ভাই আপনি চাইলে আমি আপনাকে এক্ষেত্রে মনে হয় সাহায্য করতে পারি
    আপনি চাইলে [email protected]
    অথবা +৮৮-০১৬৭০-৩১৯৭১৯ এ যোগযোগ করতে পারেন

    LuckyFM ভাই, ডিভিডিগুলান আমারো দরকার। আমারেও পাঠায় দেন প্লিজ। ডিভিরি টাকা ফ্লেক্সিলোড করে দিয়ে দিবো। আমার নাম্বার—০১৯২১৪১৮৫১৮ অথবা ইয়াহু তে- [email protected]
    প্লিজ কালেকশনে থাক পাঠাবেন।

    Level 0

    LuckyFM ভাই, ডিভিডিগুলান আমার লাগব। ডিভিরি টাকা ফ্লেক্সিলোড করে দিবো সাথে আরো ৩৫০TK । আমার ইমেল [email protected]
    প্লিজ কালেকশনে করার পর পাঠাবেন plz ।

তাহের ভাই, আপনার যদি ডিভিডির কপি নামানো থাকে তবে শুধু মাত্র dvd এর বিনিময় মূল্য তা যদি সবাইকে দেন তবে তাতে ব্যবসা হলো না আবার সবার উপকার হলো। একটু বিবেচনা করূন।

Level 0

১৮ জিবি ডাউনলোড!!! লোভ সামলাতে পারছিনা কী যে করি???? প্লিজ হেল্প মি………..

তাহের ভাইয়া ২ টা ফাইল ডাউনলোড করেছি। কিন্তু ফটোশপ থেকে ফাইলগুলো ওপেন করতে পারছিনা। কিভাবে ফাইলগুলো ওপেন করতে হবে জানাবেন কি? দয়া করে সমাধান দেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।