ফুটবল বিশ্বকাপ ২০১০ এর প্রতিদিনের খেলার সূচী পাবেন আপনার ডেস্কটপে

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
ব্যস্ততা ও সময়ের অভাবে অনেক দিন টিউন করা হয় না। তার ওপর বিদ্যুৎ বিভ্রাটতো আছেই। বিশ্বকাপ ফুটবল ২০১০ শুরু হওয়ার সুবাদে হঠাৎ মনে হল, খেলার সিডিউল নিয়ে একটি সফটওয়্যার তৈরী করি এবং করলামও। লোড শেডিং সমস্যার কারণে সফটওয়্যারটি নিয়ে আপনাদের কাছে হাজির হতে দু' দিন দেরী হয়ে গেল। ইতিমধ্যে ৫টি তথা ৪৫০ মিনিট খেলা অতিবাহিত হয়েছে। দুঃখের বিষয় হলো, বিদ্যুতের সমস্যার কারণে সব মিলিয়ে ৫০ মিনিটও খেলা দেখার সৌভাগ্য হয়নি। যাক মূল প্রসঙ্গে আসি। প্রদত্ত সফটওয়্যারটি অত্যন্ত ছোট এবং এর ব্যবহার প্রক্রিয়াও খুব সহজ। তবু আমি নীচে কিছু স্ক্রীন দিলাম যাতে সবার ধারণা স্বচ্ছ হয়।

প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

http://www.hotshare.net/file/264993-2657396ba1.html

এবার ডাউনলোডকৃত ফাইলটি সেটআপ করুন। সেটআপ শেষে আপনার ডেস্কটপে নিম্নরূপ উইন্ডো প্রদর্শিত হবে।

Env1

 

আপনি আজকের খেলার সিডিউল দেখতে পাবেন (যদি আপনার কম্পিউটারের তারিখ সঠিক থাকে)।
উইন্ডোটির উপরের কন্ট্রোলগুলো দিয়ে অন্যান্য দিনের সূচী দেখা, উইন্ডো মুভ করা ও প্রোগ্রাম বন্ধ করা ইত্যাদি করতে পারবেন। নিচের স্ক্রীনটি দেখলে আপনার ধারণা স্বচ্ছ হবে।

Help

 

আশা করি সফটওয়্যারটি আপনাদের ভাল লাগবে।

সবার সুস্থতা ও মঙ্গল কামনা করি।

Level 2

আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিঃসন্দেহে একটি চমৎকার সফটওয়্যার । ধন্যবাদ আপনাকে এরকম একটি সফটওয়্যার বানানোর জন্য । আশাকরি , দ্বিতীয় রাউন্ডেও এরকম একটি সফটওয়্যার পাবো ।

    সহমত

    Level 2

    ধন্যবাদ।
    আমি চেষ্টা করবো সকল রাউন্ডের জন্য এটি করতে।

সময়মত উপযুক্ত সফটওয়্যার !!
ধন্যবাদ ইসমাইল ভাই।

    Level 2

    রুহুল আমীন ভাই, কেমন আছেন?
    হার্ট এর ঘুর্ণন গতি আর একটু কমনো যায় না!

    আলহামদুলিল্লাহ, ভালোই আছি।
    ইসমাইল ভাই, হার্ট এর গতি ,মুক্ত গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে ,তাই এর গতি কমানো অসম্ভব। …… হা হা 🙂

ভাইয়া খুব সুন্দর হয়েছে দারুন লাগল ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

কঠিন জিনিস…….

    Level 2

    কঠিন ধন্যবাদ।

আর এই সাইটে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ লাইভ দেখতে পারবেন।
http://24livefootball.blogspot.com/

ভাল জিনিস। শেয়ারের জন্য ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ।
    কালতো ১ গোলে জিতলেন। ১৭ তারিখ কী হয় দেখা যাক।

আপনি বানাছেন , তাইলেতো ডাউনলোড করতে হয়।

    Level 2

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও
    ধন্যবাদ।
    প্রস্তুতি কেমন চলছে?

Level 2

সবাইকে ইতিবাচক মন্তব্যের জন্য ধন্যবাদ। কোন পরামর্শ থাকলে তা’ও জানানোর অনুরোধ রইল।
ভাল থাকবেন সবাই।

    Level 0

    ইসমাইল ভাই ধন্যবাদ আপনাকে, অনেক দিন পর পেলাম। আচ্ছ ভাই আপনার ডিস্কটপ ক্যালেন্ডার টি অট ডিসপ্লে হয়না। সব সময় ইস্টাট মেনুতে গিয়ে ওপেন করতে হয় কেন?

    Level 2

    @ নুরজাহান:
    কম্পিউটার চালু হওয়ার সময় কিছুক্ষণের জন্য সফটওয়্যারটি প্রদর্শিত হওয়ার কথা। কিন্তু এটিকে স্থায়ীভাবে ডেস্কটপে রাখা হয়নি এ কারণে যে, এতে কেউ কেউ বিরক্ত বোধ করতে পারেন। তবে এখানে প্রদত্ত সফটওয়্যারটির মত করে এটা করা যায়। আমি চেষ্টা করবো সে রকম কিছু একটা করতে।
    আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ইসমাইল ভাই। সুন্দর হয়েছে আরো নতুন কিছু আশা করি।

ভাই জাকানাকা করে ফেল্লেন দেখতেছি।

নিজে কিছু তৈরী করার মজাই আলাদা । ভাল লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    একমত আমি। আশা করি আরো ভালো সফ্‌টওয়্যার উপহার দিবেন।

Level 2

@ কমল, অদ্ভুত ও স্বপ্না:
আপনাদের সুন্দর ও উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, সুস্থ থাকুন।

ভাল।এতদিন এইটাই খুজতেছিলাম।বাংলায় দেখে আরো ভাল লাগল।ধন্যবাদ বাংলা ভাষা ব্যাবহারের জন্য।

    Level 2

    আপনার গঠনমূলক ও ইতিবাচক মন্তব্য পেয়ে ভাল লাগল। আসলে আমাদের সকলেরই উচিত প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়ানো। আমিও সে প্রচেষ্টার একজন সহযোগী হিসেবে নিজেকে দেখতে চাই। আপনিও মনে হয় সে দলের। সবার নিকট আহব্বান, আসুন আমরা প্রযুক্তিতে বাংলা ব্যবহার বাড়াই! ধন্যবাদ।

অনেক দিন পরে এসে ভাল একটা জিনিস উপহার দিলেন তাও আবার নিজের বানানো যা এই মুহুর্তে সবার উপকারে আসবে,আশা করছি ভবিষ্যতে আরো অনেক কিছু পাব আপনার কাছ থেকে,আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য রইল শুভ কামনা।

আপনার ওয়েব সাইটটি ভিজিট করেছি। প্রয়োজনীয় দারুন সব জিনিসের সমাহার। প্রয়োজনীয় ও তথ্যবহুল সাইট। আপনাকেও অনেক ধন্যবাদ।

জটিল। খুব ভালো লাগল…

জটিল কাজ করেছেন। সফটওয়্যারটি কি ব্যবহার করে বানিয়েছেন জানালে আর খুশি হব। 🙂

Level 0

ধন্যবাদ আপনাকে….

ডাউনলোড করলাম এবং ইনস্টলও করলাম।
খুব ভালো হয়েছে।
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ ভাই ইসমাইল। আমার সাথে আপনার পরিচয় নেয় আমি নতুন তেমন কিছুদিতে পারব না ভাই। আপনাদের কাছথেকে সুধু নিয়ে যাচ্ছি। দোয়া করবেন আপনাদের যেন কিছু দিতেপারি।

Level 0

আপনাকে অনেক সুভেসসা।

@ নীল দাঁত, মং হ্লা প্রু পিন্টু, রানা ও মম:
আপনাদের সবার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ।
@ কর্নেল: সফটওয়্যারটি ভিজুয়্যাল বেসিক ৬.০ দিয়ে করা। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।

ইসমাইল ভাই, আপনাকে অনেকদিন ধরে মিস করছিলাম। শেষ কয়েকদিন টেকটিউনস এ এসে বারবার আপনাকে মনে করেছি….যাইহোক, আশা করছি এখন থেকে নিয়মিত আমাদের সাথে থাকবেন।

    ধন্যবাদ কৌশিক। আসলে সময়ের অভাবে টিউন করা হয় না। তবে, টেকটিউনস ভিজিট করার চেষ্টা করি প্রতিদিন। ভাল থাকবেন।

ভাল লাগল ভাই। তবে দ্বিতীয় রাউন্ড থেকে শেষ পযর্ন্ত হলে ভাল হত।

ভাই এটা কি আপনি নিজে software টা তৈরি করেছেন?
যাই হোক কাজের একটা টিউন।