সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
ব্যস্ততা ও সময়ের অভাবে অনেক দিন টিউন করা হয় না। তার ওপর বিদ্যুৎ বিভ্রাটতো আছেই। বিশ্বকাপ ফুটবল ২০১০ শুরু হওয়ার সুবাদে হঠাৎ মনে হল, খেলার সিডিউল নিয়ে একটি সফটওয়্যার তৈরী করি এবং করলামও। লোড শেডিং সমস্যার কারণে সফটওয়্যারটি নিয়ে আপনাদের কাছে হাজির হতে দু' দিন দেরী হয়ে গেল। ইতিমধ্যে ৫টি তথা ৪৫০ মিনিট খেলা অতিবাহিত হয়েছে। দুঃখের বিষয় হলো, বিদ্যুতের সমস্যার কারণে সব মিলিয়ে ৫০ মিনিটও খেলা দেখার সৌভাগ্য হয়নি। যাক মূল প্রসঙ্গে আসি। প্রদত্ত সফটওয়্যারটি অত্যন্ত ছোট এবং এর ব্যবহার প্রক্রিয়াও খুব সহজ। তবু আমি নীচে কিছু স্ক্রীন দিলাম যাতে সবার ধারণা স্বচ্ছ হয়।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার ডাউনলোডকৃত ফাইলটি সেটআপ করুন। সেটআপ শেষে আপনার ডেস্কটপে নিম্নরূপ উইন্ডো প্রদর্শিত হবে।
আপনি আজকের খেলার সিডিউল দেখতে পাবেন (যদি আপনার কম্পিউটারের তারিখ সঠিক থাকে)।
উইন্ডোটির উপরের কন্ট্রোলগুলো দিয়ে অন্যান্য দিনের সূচী দেখা, উইন্ডো মুভ করা ও প্রোগ্রাম বন্ধ করা ইত্যাদি করতে পারবেন। নিচের স্ক্রীনটি দেখলে আপনার ধারণা স্বচ্ছ হবে।
আশা করি সফটওয়্যারটি আপনাদের ভাল লাগবে।
সবার সুস্থতা ও মঙ্গল কামনা করি।
আমি ইসমাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির জ্ঞান সমূদ্রের বিশালতার তুলনায় আমি কিছুই জানি না এবং বাকী জীবনে কতটুকু জানতে পারবো তাও জানি না। কিছু জানার একটা নেশা আমায় ছাড়ে না। সেজন্যে সময় পেলেই বিচরণ করি প্রযুক্তি বিষয়ক সাইটগুলোতে, যদি নিজের অজ্ঞতা কিছুটা হলেও লাঘব করতে পারি। আর এত এত প্রযুক্তি প্রেমী ও টেকীদের সাথে থাকতে...
নিঃসন্দেহে একটি চমৎকার সফটওয়্যার । ধন্যবাদ আপনাকে এরকম একটি সফটওয়্যার বানানোর জন্য । আশাকরি , দ্বিতীয় রাউন্ডেও এরকম একটি সফটওয়্যার পাবো ।