ফুটবলপ্রেমীদের জন্যে সুখবর! সংগ্রহে রাখুন বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলা ডিজিটাল অনলাইন ম্যাগাজিন

পাঠকদের নতুন কিছু উপহার দেয়ার প্রত্যাশায় শুরু হয় ডিবক্সের পথচলা। সেই ডিবক্স আজ সবাইকে নতুন বছরের শুরুতে উপহার দিতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম অনলাইন ডিজিটাল ফুটবল ম্যাগাজিন সম্পূর্ণ বাংলায়।

প্রশ্নঃ ডিবক্স কি?

এটি একটি ওয়েবসাইট যেখানে আপনি ইউরোপিয়ান বড় বড় দলগুলোর হালনাগাদ পেয়ে যাবেন খুবই অল্প সময়ে। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস http://www.dboxb.com/ । এটি এখনো বেটা ভার্সনে আছে। কিছুদিনের মাঝেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে সবার মাঝে। লক্ষ্য পাঠককে ফুটবলের সকল খবরাখবর মাতৃভাষা বাংলায় এনে দেয়া।

ফেসবুক ফ্যান পেইজঃ https://www.facebook.com/dboxb

ডিবক্স ম্যাগাজিন মূলত ফুটবল নিয়ে মৌলিক প্রবন্ধ সবার মাঝে উপহার দেয়ারই প্রয়াস। একটি ম্যাগাজিন থেকে পাঠকরা ফুটবলের বিভিন্ন ধরনের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আর সেই জানানোর ইচ্ছে থেকেই আমাদের ম্যাগাজিন প্রকাশ করা। এটি আমাদের প্রথম সংস্করন। ভুল-ত্রুটি থাকতে পারে। সবাই সেটিকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাদের ফ্যান পেইজে মন্তব্য জানাতে ভুলবেন না। পাঠকদের সুবিধার্থে আমি ম্যাগাজিনের কিছু স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি।

আপনি ইচ্ছে করলে এই ম্যাগজিনের আইপ্যাড ভার্সনও পেতে পারেন।

ম্যাগাজিন ডাউনলোড লিঙ্কঃ http://www.dboxb.com/magazine/

[[ এটি আমার প্রথম টিউন, ভুল-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন 🙂 ]]

Level 0

আমি Inverse Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download করতে সাইটে গেছিলাম। প্রথম এডিশনেই ডাউনলোড করতে ফ্যাকড়া!! পরে না জানি কি হবে। ডাউনলোড না করে পেজ আনলাইক দিয়ে চলে আইছি

ডাউনলোড করাটা কঠিন কিছু ছিল না, আপনাদের জন্যে একটা সুন্দর জিনিস উপহার দিছে তারা আমার মনে হয় একটা শেয়ার তেমন একটা ব্যাপার ছিল না। আপনি সিস্টেম বুঝেননি এটা সম্ভবত আপনার ব্যর্থতা। বাই দ্য ওয়ে নেভার মাইন্ড। মানুষকে ভাল জিনিস ফ্রি’তে দিচ্ছে খারাপ কি?

    @Inverse Shakil: জিনিস ভাল না খারাপ সেটা বিষয় না। ফুটবল ভাল লাগে দেখেই ফুটবল নিয়ে বাংলা বই দেখেই ডাউনলোড পেজে যাওয়ার আগেই পেজে লাইক দিছিলাম। আপনি বইয়ে এড দিন, সাইটে এড দিন কেউ আপত্তি করবে না। প্রথমবার অন্তত ডিরেক্ট ডাউনলোডের সুযোগ দেয়া উচিত ছিলো। বই ভাল লাগলে মানুষ এম্নিতেই শেয়ার দিবে, আপনাকে বলা লাগবে না। আমি কিভাবে নিশ্চিত হব আপনার প্রথম বই ভাল হবেই??? সে বই ডাউনলোড করতে আবার ফ্যাকড়া, বিরক্ত হওয়া অস্বাভাবিক না। আগে কাস্টমার তইরি করেন তারপর অন্যকিছু…ধন্যবাদ।

@টেকাপোকা: ভাইয়া আসলে ডাউনলোড সিস্টেম নিয়ে কেউ আপত্তি করেনি এখন পর্যন্ত। সবাই ডিরেক্ট ডাউনলোড করতে পারলে ডাউনলোড হত ঠিকই, কিন্তু ডিবক্স পেইজটা ছড়াত না। কারন বাঙ্গালী আর যাই হোক শেয়ার জিনিস সহজে করে না। আমি নিজেও চাইছিলাম কিন্তু ডিরেক্ট ডাউনলোড হলে ভাল হত। কিন্তু একটা ম্যাগাজিনের পিছনে তারা যদি মিনিমাম $50 খরচ করে তারা এট লিস্ট এটা আশা করতে পারে যে আপনি শেয়ার দিয়ে বইটি ডাউনলোড করেন। আর অনলাইন রিড পর্যন্ত দিয়ে দিছে যাতে কেউ চাইলে সহজে অনলাইনেই পড়তে পারে। আনলাইক দিয়ে কিন্তু নিজেরই লস হল। আমার কথা ভেবে দেখবেন আশা করি। ধন্যবাদ 🙂