-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
দেখতে দেখতে পার হয়ে গেলো আরো একটি বছর, পুরাতন বছরের সব প্রাপ্তি অপ্রাপ্তিকে মুছে দিতে শুরু হয়েছে নতুন একটি বছর। নতুন বছরকে কেন্দ্র করে সবার মনে নতুন আনন্দের জোয়ার বইছে। আপনাদের এই আনন্দে আরো একটু প্রানের ছোঁয়া দিতে প্রযুক্তি প্রেমীদের জন্য আমি নিয়ে আসলাম ২০১৪ সালের জন্য ১৪টি প্রয়োজনীয় সফ্টওয়ারের লেটেস্ট ভার্সন। আসুন জেনে নেই কি আছে আজকের টিউনে।
মজিলা ফায়াফক্স সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, ইন্টারনেট ব্যবহার করেন অথচ মজিলা ফায়াফক্স ব্যবহার করেন না এমন লোক খুজে পাওয়া যাবেনা। যারা মজিলা ফায়াফক্স এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে চান তারা নিচের লিংক থেকে মজিলা ফায়াফক্স ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ২৩.৫ এমবি।
জনপ্রিয়তার দিক থেকে মজিলা ফায়াফক্স এর পরেই রয়েছে Google Chrome এর স্থান। যারা Google Chrome এর সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে চান তারা নিচের লিংক থেকে Google Chrome ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৩৫ এমবি।
এন্টিভাইরাস গুলোর মধ্যে এভাস্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে নতুন ভার্সনটি অনেক সমৃদ্ধ ফিচার নিয়ে তৈরী করা। এটা ব্যবহারে আপনার কম্পিউটারের নিরাপত্তা বেড়ে যাবে বহুগুণ । সুতরাং আর দেরী না করে তারাতারি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৮৭ এমবি।
মিডিয়া প্লেয়ার এর জগতে VLC Media Player একটি জনপ্রিয় নাম। এটা ব্যবহারে আপনি আপনার অডিও বা ভিডিও প্লেয়িং সাউন্ড বাড়াতে পারবেন প্রায় দিগুন। নিচের লিংক থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ২৩ এমবি।
আপনার কম্পিউটার সদা পরিষ্কার রাখতে CCleaner এর বিকল্প নেই। সব ধরনের অপ্রয়োজনীয় ফাইলের হাত থেকে CCleaner আপনার কম্পিউটারকে রক্ষা করবে। যাদের লাগবে তারা ডাউনলোড করে নিন । সাইজ মাত্র ৪.৪ এমবি।
ফাইল Compress করা বা Compress File কে Extract করার জন্য WinRAR এর চেয়ে ভালো কিছু আছে কিনা আমার জানা নেই। সুতরাং আপনার জন্য এই অতি প্রয়োজনীয় সফ্টওয়ারটি তারাতারি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ১.৬৮ এমবি।
সফ্টওয়ারটি কিন্তু ফ্রি না। তাই এটার কিজেন এখান থেকে ডাউনলোড করে নিন।
টরেন্ট ডাউনলোডের জন্য uTorrent একটি জনপ্রিয় সফ্টওয়ার। এর লেটেষ্ট ভার্সনটি এখান থেকে ডাউলোড করে নিন। সাইজ মাত্র ১.২৭ এমবি।
Adobe Reader সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আপনাদের কম্পিউটারে Adobe Reader নেই এটা বিশ্বাস করা যায়না। তবে Adobe Reader এর লেটেস্ট ভার্সনটি এখান থেকে ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৪৮ এমবি।
এটি একটি Audio Player। এটা ব্যবহার করলে আপনার Audio Player সম্পর্কে ধারনায় পালটে যাবে। খুব চমৎকার একটি Audio Player হলো Foobar Audio Player। একবার ব্যবহার করলেই প্রেমে পড়ে যাবেন। সাইজ মাত্র ৩.৫ এমবি।
ভিডিও কল এবং চ্যাট এর জন্য Skype একটি জনপ্রিয় সফ্টওয়ার। Skype এর লেটেষ্ট ভার্সন এখনি ডাউনলোড করে নিন। সাইজ মাত্র ৩৩.৫ এমবি।
একাধারে এটি একটি এন্টিভাইরাস এবং System Care সফ্টওয়ার। এটা ব্যবহারে আপনার কম্পিউটার ৩গুন গতিশীল হবে। আপনাকে আর কম্পিউটারের যত্ন নিয়ে ভাবতে হবেনা। সাইজ মাত্র ৬০ এমবি।
সফ্টওয়ারটি কিন্তু ফ্রি না। তাই এটার সিরিয়াল-কী এখান থেকে ডাউনলোড করে নিন।
ধীরগতির ইন্টারনেট এর কারনে যারা ফেসবুক চ্যাট করতে পারেন না তাদের জন্য এটা একটি জনপ্রিয় সফ্টওয়ার। আপনাকে আর ইন্টারনেট এর স্পিড নিয়ে ভাবতে হবেনা। সাইজ মাত্র ৪৮০ কেবি।
আপনার কম্পিউটারে ব্যক্তিগত ফাইল ফোল্ডারের নিরাপত্তা দিতে এটি সর্বশ্রেষ্ঠ সফ্টওয়ার। এটা সম্পুর্ন ফ্রি তাই আপনার আর অতিরিক্ত চিন্তা করতে হবে না। সাইজ মাত্র ২৮০ কেবি।
এটা একটি PDF Reader কিন্তু এটা দিয়ে আপনি PDF তৈরী, সম্পাদনা করতে পারবেন। আমার দেখা সেরা PDF রিডার এটা। সাইজ মাত্র ৩২ এমবি।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
অনেক ভাল লাগল ভাই। ডাউনলোড দিলাম আমার কাজে লাগবে,অনেক ধন্যবাদ আপনাকে।