সবাই কেমন আছেন ?? মনে হয় ভাল !
আমি অনেক আগে একটা টিউন করেছিলাম নোটপ্যাড নিয়ে । টিউন টা এমন ছিলো(নোটপ্যাড দিয়ে আপনার কম্পিউটার এর Local Disk এর Background ও ফোল্ডারের Text এর কালার পরিবর্তন করে নিন)।আজ আমি আমার একটা প্রিয় সফটওয়্যার নিয়ে টিউন করবো । এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটার এর যেকোন ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করতে পারবেন এবং এমন কি ডেসটপ এর কালার টেক্স কালার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন ।
এই সফটওয়্যার টার নাম হল SodaBush । এর ২টি ভার্সন আছে । একটি Windowpaper XP v1.01 Stable Release এবং অন্য বেটা ভার্সন Windowpaper XP v2.0 Beta 2 ।
Windowpaper XP v1.01 Stable Release দিয়ে আপনি ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করতে পারবেন এবং এমন কি ডেসটপ এর কালার টেক্স কালার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন । এট মাত্র (2.09 MB /
2140 KB)
দিয়ে আপনি ফোল্ডারের এর রঙ , ফোল্ডারের এর Background ও টেক্স কালার পরিবর্তন করতে পারবেন এবং এমন কি ডেসটপ এর কালার টেক্স কালার পরিবর্তন পরিবর্তন করতে পারবেন । এ ছাড়া batch folder কাস্টমাইজ করতে পারবেন । (4.50 MB / 4614 KB) ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
একটু আগেই এইরকম একটা টিউন প্রকাশিত হইছে তবে আমার মনে হয় দুটার কাজ প্রায় এক রকম হইলেও সফট কিন্তু আলাদা অন্তত সফট দুইটার নাম থেকে যা বুঝা যাচ্ছে,
যা হোক বরাবরের মতন তোমার টিউন এটাও ভাল এবং মান সম্মত হইছে এইজন্য তোমাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।এখন আমার প্রশ্নঃ-
এটা কি win7 এ কাজ করবে কিনা এবং তোমার দেয়া নোটপ্যাডের পদ্ধতিতে win7 এ কাজ হবে কিনা?