সবাইকে সালাম জানিয়ে জুন মাসের প্রথম টিউনটি লিখচ্ছি।
ডাঃ জাকির নায়েকের বই এবং ভিডিওগুলো খুবই জনপ্রিয়। ভিডিও গুলোর বাংলায় ডাবিং পাওয়া গেলেও বই গুলোর বাংলা অনুবাদ পাওয়া বেশ কঠিন। আজ জাকির নায়েকের ১০ টা বাংলা বই ডাউনলোডের লিংক দিচ্ছি। এখানে ক্লিক করুন
আমি হারুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হারুন ভাই এটা কি আপনার সাইটের প্রচারে টিউন না পাঠক দের জন্য টিউন ? এটাকে আমি টিউন বলবো না অন্য কিছু ??? _______________________________________________________________
হারুন ভাই আপনি আমার কথা টা অন্য ভাবে নিচ্ছেন কেন ? বই নিয়ে আপনি টিউন করেন আমার কোন আপত্তি নেই !! আমিও বই নিয়ে টিউন করেছি । আমি শুধু বলতে চেয়েছি যে টিউন যা করবেন সব(ডাউনলোড লিঙ্ক) এখানে ই থাকবে । তবে তর্থ সুত্রে আপনি আপনার সাইট এর লিঙ্ক দিতে পারেন । প্লিজ ভাই আমাকে ভুল বুঝবেন না ।
ইসলাম সম্পর্কে জানার জন্য এই রকম আরো টিউন করা দরকার শুদু কম্পিউটার সম্পর্কে জানলে চলেব না ইসলাম সম্পের্ক ধর্ম সম্পর্কে জানেত হবেই আপনাকে ধন্যবাদ দিযে চোট করবো না, বই গুলো অবশ্যই আমি পড়বই। আল্লাহ্ আপনার প্রতি রহমত বর্শন করুন
এমন একটি মহৎ কাজ করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন,আমি মনে করি জাকির নায়েক মুসলমানদের জন্য একটা নেয়ামত তাই সকল মুসলমানের উচিৎ জাকির নায়েককে জানা এবং তাঁর রচনা বলি পড়া। আপনার টিউনটা আরো বিস্তারিত হওয়া দরকার ছিল যেমন ধরেন জাকির নায়েকের কি কি বই এখানে পাওয়া যাচ্ছে ইত্যাদি ইত্যাদি।আশা করছি সামনে আরো উন্নত মানের টিউন দিবেন এবং জাকির নায়েকের আরো রচনা বলি দিয়ে আমাদের আপনার কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন ধন্যবাদ।
@ Zamil Hossain Sezan ভাই, অনুমতি নিয়ে াচন্তা করে কোনো লাভই নাই। কেননা, সর্বপ্রথমেই যিনি কন্টেন্টের অধিকারী (জাকির সাহেব) তার বইর টাকা পাবার লোভ নাই, বরং তিনি এগুলো অধিক হারে শেয়ার করলে খুশীই হতেন হয়তো। প্রকাশনী অনুবাদ করেছে মাত্র। এবাবদ তারা হয়তো ক্লেম দিতে পারে, তবে এখানেও তারা টিকবে না, কারন অনুবাদ কাজ একই হতে পারে। জাকির সাহেব এর জ্ঞানগর্ভ আলোচনা আসুন আমরা সবাই শেয়ার করি, নিজে জানি, অন্যকেও জানতে সাহায্য করি।ধন্যবাদ
আমি ও ভাই জাকির নায়েকের ভক্ত । ধন্যবাদ ভাই ভাল বই উপহার দেওয়ার জন্য । যদি ডিভিডি গুলো টিউন করেন তাহলে আমাদের সকলের উপকারে আসবে।আমার কাছে ছিল কিন্তু কি ভাবে দিব নিয়ম টা যানিনা। তাই আমার হয়ে আপনারা দিয়ে দিবেন।
হারুন ভাই এটা কি আপনার সাইটের প্রচারে টিউন না পাঠক দের জন্য টিউন ? এটাকে আমি টিউন বলবো না অন্য কিছু ???
_______________________________________________________________