সময়ের সাথে অগ্রসর হচ্ছি আমরাও। আমাদের দেশে দিন দিন যথেষ্ট হারে বাড়ছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা। প্রতিবছরই বিভিন্ন কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরী হচ্ছে দক্ষ জনশক্তি। এদের মধ্যে সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার এর সংখ্যা উল্লেখ করার মতো। যা আমাদের দেশের জন্য একটি খুবই ভাল দিক। কিন্তু ইদানীং দু:খের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু নবীশ প্রোগ্রামার তাদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতাকে ভালো কোনো সফটওয়্যার ডেভেলপ করার পরিবর্তে তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে বাজে কিছু প্রোগ্রাম তথা ভাইরাস তৈরী করছে বা করার চেষ্টা করছে। এজন্য তারা বহুল ব্যবহৃত এবং সহজে ছড়ানোর মাধ্যম হিসেবে পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীকে বেছে নিয়েছে। যা আমাদের দেশের কম্পিউটার এবং পেন ড্রাইভ ব্যবহারকারীদের মধ্যে মারাত্মক আতংক ছড়িয়ে দিচ্ছে। তাদের এই অপচেষ্টা সাধারণ ব্যবহারকারীদের দিন দিন কম্পিউটার থেকে দুরে সরিয়ে দিচ্ছে। এখন সারা বাংলাদেশে খুব অল্প সংখ্যক কম্পিউটারই পাওয়া যাবে যা এই উটকো ভাইরাসের দৌরাত্ম থেকে মুক্ত। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় দেড় বছর আগে আমি একটি প্রজেক্ট হাতে নেই যার নাম ছিলো Garrison বাংলা অর্থ হচ্ছে “দুর্ভেদ্য দূর্গ”। এর পেছনে কারণ একটাই ছিলো যে, যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে ছড়ানো ভাইরাসগুলোর বেশীরভাগ বাংলাদেশেই তৈরী তাই এগুলোর বিরূদ্ধে কার্যকর কোন এন্টিভাইরাস পাওয়া যায় না। তার উপর আমাদের দেশের অধিকাংশ ব্যবহারকারীই কম্পিউটার শুধু মাত্র গানশোনা আর গেমস খেলার জন্য ব্যবহার করে থাকে। এই লক্ষ্য থেকেই কাজ শুরু করি। দীর্ঘ ৫ মাস কাজ করার পর এটিকে সফল ভাবে রান করাতে সক্ষম হই। এর পেছনে আমাকে নিরলস পরিশ্রম করতে হয়েছে অনেক লম্বা সময় নিয়ে। প্রথম দিকে এটি বাণিজ্যিক ভাবে বাজারজাত করি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। তবে এই প্রথম এই সাইটের (www.techtunes.bd.com) প্রতি আমার ভালবাসার নিদর্শন স্বরূপ এটিকে ফ্রি ঘোষণা করা হলো।
নিচে একটি লিংক দেয়া হলো http://www.pendrive.tk এই সাইট থেকে ডাউনলোড সেকশনে গিয়ে Garrison.zip ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন। এবার Garrison.exe ফাইলটিকে যে কোন ড্রাইভে রেখে ডাবল ক্লিক করুন। একটি কোড দেয়া হবে। কোডটি এই পোষ্টের মন্তব্য হিসেবে পাঠিয়ে দিন। ফিরতি মন্তব্যে আপনার লাইসেন্স কোড পেয়ে যাবেন। এটিকে এখন থেকে ফ্রি করে দেয়া হলো এমনকি কেউ যদি এটিকে আপগ্রেড করতে আগ্রহী হন তবে আমার সাথে যোগাযোগ করলে এর সোর্স কোডও দেয়া হবে।
গ্যারিসন রান থাকা অবস্থায় পিসিতে কোন পোর্টেবল মেমোরী এটাচ করার সাথে সাথে হিডেন স্ক্যান করা হবে। সন্দেহজনক ফাইল পাওয়া গেলে ইউজারকে জানিয়ে দেয়া হবে। স্ক্যান বাটনে ক্লিক করে ম্যানুয়াল স্ক্যান করলে ভাইরাস ডিটেক্ট করবে। এবার রিমুভ করে দিতে হবে। রিমুভ প্রসেস শেষ হলে পিসি রিষ্টার্ট দেয়া উচিত (মোর সেফটি)। না হলে হাইড বাটনে ক্লিক করতে হবে।
ভাইরাস মুক্ত হোক প্রতিটি কম্পিউটার।
কামরুল ইসলাম রুবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
মাইটিভি
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
কামরুল ভাই
আপনার স্ক্যানারটা কাজ করছে কিনা জানিনা। আমার মনে হল আমার পেনড্রাইভের যা ছিল তাই আছে। সে কিছু file Detect korechilo bt seigulo to virus bole mone holo na. r se jaigulo detect kore clean korechilo sei file gulo akhono amr pendrive ache. tai bughtechina kaj holo kina.
amr akhane to garrison nijer file tak virus hisaben detect korlo nd delete kore dilo. ki bepar kamrul bhi amk aktu janaben. amr mone hoi .exe typer jekono file palai delete kore dai.
6PS3XPGW এটা আমার রিকোয়েস্ট আইডি। চমৎকার কাজ। চালিয়ে যান। তারাতারি পাঠাইলে ভাল হয় বড়ই সমস্যায় আছি
My Request ID is : S06QJ1JL716694
Please give me my License code.
Thanks Master Rubel.
রুবেল ভাই আমি জিপ ফাইল সেইভ করে রেখেছি প্রথমে নতুন উইন্ডোজ ইনষ্টল করে তার পর এটা ইনষ্টল করবো আমার কোড কি ? আর এটা কি শুধু পেন ড্রাইভ জন্য কাজ করে নাকি এক সাথে পিসির কাজ করবে ।
আপনাদের মন্তব্য জন্য অপেক্ষা কছি।
এখনও ব্যবহার করিনি সত্যিই কিন্তু আপনার অনেক শ্রমে গড়া এ ফসলটুকু সকলের সাথে শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার রিকুয়েষ্ট আইডি S00JJ40Y530927 যার লাইসেন্স কোডটি জানালে উপকৃত হব। যাক, রুবেল ভাই, আমি নিজেও মানুষ হিসাবে কিউরিয়াস, বিশেষ করে আইটি লাইনে। আমি আমার শ্রবণ শক্তি হারিয়েছি আজ প্রায় ৫ বছর হতে চলল। তাছাড়াও ব্লাড ক্যান্সারে আক্রান্ত- কিন্তু এতকিছুতেও আমি দমে থাকিনি। এখন যে জীবণটা আমি উপভোগ করছি তা বিধাতার অশেষ দান (বোনাস লাইফ) বলে মনে করি। সব সময় নতুন কিছু করতে নতুন কিছু জানতে চাওয়া এ যেন আমার নেশাই বলতে পারেন। আজ পর্যন্ত যতটুকু জেনেছি এর পেছনে রয়েছে আমার অকান্ত পরিশ্রম। তাই আমি প্রায়শই বলে থাকি আমার জন্য সবচেয়ে শাস্তিযোগ্য কাজ হলো অকর্মন্য হয়ে রেষ্ট এ থাকা যা আমার নীতি বিরুদ্ধই বলা যেতে পারে। এই শ্রবণহীন অবস্থাতেও আমি কম্পিউটার ট্রেনিং ইনষ্টিটিউট, ডিজিটাল ষ্টুডিও, কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিসিং, ভিডিওগ্রাফী ও সেই সাথে নতুন সংযোজন ক্যাবল টিভি নেটওয়ার্ক- এ সব গুলোই একে একে গড়ে তুলেছি আজ ৫টি বছর ধরে। আমার চেষ্টা সেই সাথে সকলের সহযোগিতাই আজ এতটুকু করতে উৎসাহ যুগিয়েছে আমাকে। আমি এটুকু প্রমাণ করতে চেয়েছি চেষ্টা করলে মানূষ অনেক দুর যেতে পারে, যদি তার মেধা কমও থাকে, তবুও সৃষ্টিশীল মানুষকে কেহই দমিয়ে রাখতে পারেনা। টেকটিউনস আমার খুব ফেভারিট একটি সাইট যা আমাকে প্রতি মুহুর্তে অনুপ্রাণিত করে । সকলের উৎসাহ উদ্দীপনা আর নতুন নতুন চিন্তাভাবনা দেখে আনন্দিত হই সব সময়।
যাক, আপনি মাই টিভি-র ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার জেনে আপনার কাছে একটি নতুন জিনিস জানতে চাইব (যা আমার এখনও খানিকটা অজানা), তা হলো আমার পিসির আউটপুটকে কিভাকে ডিস নেটওয়াকে ব্রডকাষ্ট করতে পারব? এর জন্য কি টিভি কার্ড লাগবে? নাকি আলাদা ভিজিএ কার্ড লাগাতে হবে? আর প্রোগ্রামের নিচে দিয়ে কিভাবে টেক্সট এ্যাড দিতে পারব এ বিষয়ে যদি খানিকটা হেল্প করতেন তবে অনেক উপকৃত হতাম। কারণ পিসি ডিস নেটওয়ার্কে কানেক্ট না করতে পারলে পিসি দিয়ে মজার মজার কিছু সার্ভিস দেওয়ার ইচ্ছে ছিল যা আপাতত পারছিনা। তাই জানালে উপকৃত হব। ধন্যবাদ আবারও। আমার ইমেল – [email protected]
ভাই আপনার সফটওয়্যার সেটআপ করার পর আমার কম্পিউটারে ব্যাবহত (ক্যাসপারস্কাই) এটিকে ট্রোজন হিসেবে ডিটেক্ট করেছে এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কি।
Detected–GARRISON.EXE—riskware trojan. generic
This is my code…S0DWJ30L361068…..ai site e banglai kivabe lekha jai aktu janaben,plz..thnx for ur software..
rubel vai, apner software ta ki kono CD,DVD,memory card reader er virus keo detect korbe ?
ডিয়ার রুবেল,
আমাদের দরকার অনেক অনেক রুবেল, যারা আমাদের দেশের পরিচয় পাল্টে দেবে বিশ্বের দরবারে নতুন নতুন প্রযুক্তিকে নিজেদের হাতের মুঠোয় এনে।
আমার Request ID হলো WD-WCANM9214488. প্লিজ, সেন্ড মি Licence Code.
আন্তিরকতা, সততা এবং প্রচেষ্টাই বদলাতে পারে জীবন বা সমাজের মান।
ধন্যবাদ আপনার এই উদ্দোগের জন্য।
শফি
Dear Rubel bhai,
I hope it will work. Thanks for your hard work and wish you all the best.
My request Id is 75NJ0529S
Please send me Licence Code or mail me at [email protected]
Regards,
Lutfor
amar hard disk ar un remoble space remove korte chai. somadhan jana thakla janala kushi hobo. thank you asad
S0DWJ30L361068—this is my code..i gave this before(22 december) but the last digit of the code was missed there..sorry for that….
rubel vai, apner software ta ki kono CD,DVD,memory card reader er virus keo detect korbe ?
আমার কোড টি হল : WD-WMAM9DL47797
ভিন্ন ভিন্ন computer এ কি ভিন্ন ভিন্ন কোড লাগবে?
আমার তো দুটোতে চালাতে হবে।
আপনার Mobile নম্বরে call করে Request কোডটি বললে কি সমস্যা আছে?
কোডটির Activision যদি email করে পাঠাতেন তবে অনেক উপকৃত হতাম।
আমার ইমেইল হল : [email protected]
Thank you for your great invention. My id is S08HJ1MP208018. Please give me the license key. Wish your happy life.
Dear Rubel bhai,
I hope it will work. Thanks for your hard work and wish you all the best.
My request Id is 5PJ1K63P
Please send me Licence Code.
Regards,
Foyz
আমি একটি য়েব সাইট তৈরী করেছি। কিন্তু তাতে কোন কিছু যুক্ত করতে পারছি না কি ভাবে কাজ করব জানালে উপকৃত হব।
রুবেল ভাই আপনি কি রাগ করলেন?আমি অত্যন্ত দুঃখিত।
আপনার যখন ইচ্ছা তখন লাইসেন্স কোড দিয়েন এরজন্য কোন চিন্তা কইরেন না।
আগে হাতের কাজ শেষ করেন।ওকে, ভাল থাইকেন।ধন্যবাদ।
রুবেল ভাই কোড দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভাল কথা কুয়াশা ভাই বললেই হবে।
আমি আপনার বয়সে ছোট তাই নাম ধরেও ডাকতে পারেন।
Y2TL216E