!!! ফ্রি পেনড্রাইভ ভাইরাস ব্লকার !!!

সময়ের সাথে অগ্রসর হচ্ছি আমরাও। আমাদের দেশে দিন দিন যথেষ্ট হারে বাড়ছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা। প্রতিবছরই বিভিন্ন কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তৈরী হচ্ছে দক্ষ জনশক্তি। এদের মধ্যে সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার এর সংখ্যা উল্লেখ করার মতো। যা আমাদের দেশের জন্য একটি খুবই ভাল দিক। কিন্তু ইদানীং দু:খের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু নবীশ প্রোগ্রামার তাদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতাকে ভালো কোনো সফটওয়্যার ডেভেলপ করার পরিবর্তে তারা তাদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে বাজে কিছু প্রোগ্রাম তথা ভাইরাস তৈরী করছে বা করার চেষ্টা করছে। এজন্য তারা বহুল ব্যবহৃত এবং সহজে ছড়ানোর মাধ্যম হিসেবে পেন ড্রাইভ বা পোর্টেবল মেমোরীকে বেছে নিয়েছে। যা আমাদের দেশের কম্পিউটার এবং পেন ড্রাইভ ব্যবহারকারীদের মধ্যে মারাত্মক আতংক ছড়িয়ে দিচ্ছে। তাদের এই অপচেষ্টা সাধারণ ব্যবহারকারীদের দিন দিন কম্পিউটার থেকে দুরে সরিয়ে দিচ্ছে। এখন সারা বাংলাদেশে খুব অল্প সংখ্যক কম্পিউটারই পাওয়া যাবে যা এই উটকো ভাইরাসের দৌরাত্ম থেকে মুক্ত। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রায় দেড় বছর আগে আমি একটি প্রজেক্ট হাতে নেই যার নাম ছিলো ‍Garrison বাংলা অর্থ হচ্ছে “দুর্ভেদ্য দূর্গ”। এর পেছনে কারণ একটাই ছিলো যে, যেহেতু পেন ড্রাইভের মাধ্যমে ছড়ানো ভাইরাসগুলোর বেশীরভাগ বাংলাদেশেই তৈরী তাই এগুলোর বিরূদ্ধে কার্যকর কোন এন্টিভাইরাস পাওয়া যায় না। তার উপর আমাদের দেশের অধিকাংশ ব্যবহারকারীই কম্পিউটার শুধু মাত্র গানশোনা আর গেমস খেলার জন্য ব্যবহার করে থাকে। এই লক্ষ্য থেকেই কাজ শুরু করি। দীর্ঘ ৫ মাস কাজ করার পর এটিকে সফল ভাবে রান করাতে সক্ষম হই। এর পেছনে আমাকে নিরলস পরিশ্রম করতে হয়েছে অনেক লম্বা সময় নিয়ে। প্রথম দিকে এটি বাণিজ্যিক ভাবে বাজারজাত করি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে। তবে এই প্রথম এই সাইটের (www.techtunes.bd.com) প্রতি আমার ভালবাসার নিদর্শন স্বরূপ এটিকে ফ্রি ঘোষণা করা হলো।

কিভাবে ইনষ্টল করবেন?

নিচে একটি লিংক দেয়া হলো http://www.pendrive.tk এই সাইট থেকে ডাউনলোড সেকশনে গিয়ে Garrison.zip ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নিন। এবার Garrison.exe ফাইলটিকে যে কোন ড্রাইভে রেখে ডাবল ক্লিক করুন। একটি কোড দেয়া হবে। কোডটি এই পোষ্টের মন্তব্য হিসেবে পাঠিয়ে দিন। ফিরতি মন্তব্যে আপনার লাইসেন্স কোড পেয়ে যাবেন। এটিকে এখন থেকে ফ্রি করে দেয়া হলো এমনকি কেউ যদি এটিকে আপগ্রেড করতে আগ্রহী হন তবে আমার সাথে যোগাযোগ করলে এর সোর্স কোডও দেয়া হবে।

ব্যবহার

গ্যারিসন রান থাকা অবস্থায় পিসিতে কোন পোর্টেবল মেমোরী এটাচ করার সাথে সাথে হিডেন স্ক্যান করা হবে। সন্দেহজনক ফাইল পাওয়া গেলে ইউজারকে জানিয়ে দেয়া হবে। স্ক্যান বাটনে ক্লিক করে ম্যানুয়াল স্ক্যান করলে ভাইরাস ডিটেক্ট করবে। এবার রিমুভ করে দিতে হবে। রিমুভ প্রসেস শেষ হলে পিসি রিষ্টার্ট দেয়া উচিত (মোর সেফটি)। না হলে হাইড বাটনে ক্লিক করতে হবে।

ভাইরাস মুক্ত হোক প্রতিটি কম্পিউটার।

কামরুল ইসলাম রুবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
মাইটিভি

Level 3

আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Y2TL216E

অনেক ধন্যবাদ আপনার এই Giveaway এর জন্য। কোড 6PS3JJ70।

রুবেল ভাই এটা কী ভাবে কাজ করে একটু জানাবেন? মানে ভাইরাস ডেফিনেশন ডাটাবেস ব্যহার করা হয়েছে। নাকি কিছু নির্দিষ্ট ফাইলের জন্য কাজ করে?

নিশান ভাইয়ের জন্য লাইসেন্স কোড হচ্ছে 61256
মেহেদী হাসান ভাইয়ের জন্য লাইসেন্স কোড হচ্ছে 7396
আর শফিউল ভাইকে জানাচ্চি এটা একটা ইউনিভার্সেল প্যাটার্ণে করা হয়েছে। মুল বিষয় হচ্ছে এই ব্লকারটি কোন অটোরান ফাইল পেলে তা ওপেন করে ভাইরাসের ইনফরমেশনকে রিড করে এবং তারপর ডিটেক্ট করে। সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটা একটি ব্লকার মাত্র কিন্তু এন্টিভাইরাস নয়। কোন এফেক্টেড পিসিতে এটি কাজ করবেনা বরং বিরক্তির সৃষ্টি করতে পারে। তবে শুধুমাত্র নতুন উইন্ডোজ ইনষ্টল করার পর এর ব্যবহার শুরু করলে কোন পেন ড্রাইভ বাহিত ভাইরাসকে ঢুকতে দেবেনা।

আপনাদের মন্তব্য আমাকে আরো অনুপ্রাণিত করবে।

সবাইকে ধন্যবাদ
কামরুল ইসলাম রুবেল

Level New

darun jinish

Level 3

WD-WMAMA6966300

কামরুল ভাই ভাল জিনিস টিউন করেছেন। আপনি কোন language দিয়ে এটি develop করেছেন জানালে খুশি হব।
কোড 6PS3W2GC

রুবায়েত ভাই বললেন দারুন জিনিস। কিন্তু ব্যবহার না করে কিভাবে বুঝলেন?

শামিউন ভাইয়ের লাইসেন্স কোড হচ্ছে 3669720
হাসিবুন ভাইয়ের লাইসেন্স কোড হচ্ছে 2396

ধন্যবাদ সবাইকে

Level 3

S0DWJ30L36106—-this is my code…thnx for the post

Level 3

S0DWJ30L36106—-this is my code…thnx for the post

সিয়াম ভাইয়ের লাইসেন্স কোড 6163391

ধন্যবাদ
রুবেল

রুবেল ভাই আমার কোড হচ্ছে
S0UZJDPQ100027

তানভীর ভাইয়ের লাইসেন্স কোড 72205
কাজ করেছে কিনা জানাবেন।

কেউ একজন ইউনিব্লুর ড্রাইভার স্ক্যানার চেয়েছিলেন। নিচে তার লেটেষ্ট ও ফুল ভার্সনের লিংক দিলাম
http://www.esnips.com/doc/d6981cc6-6c42-4dca-8230-74728c07109f/UniBlue-Driver-Scanner-2009-V2.0-+-Full-Key-Gen

কামরুল ভাই
আপনার স্ক্যানারটা কাজ করছে কিনা জানিনা। আমার মনে হল আমার পেনড্রাইভের যা ছিল তাই আছে। সে কিছু file Detect korechilo bt seigulo to virus bole mone holo na. r se jaigulo detect kore clean korechilo sei file gulo akhono amr pendrive ache. tai bughtechina kaj holo kina.

অনেক ধন্যবাদ আপনাকে ,এই ফ্রি ঘোষণা করার জন্্য । কোডটি হইলো :PFD115S3SH0R5M

সোহেল ভাইর লাইসেন্স কোড 5351205

নিশান ভাইকে বলছি। আপনি নিজে কখনো এটাকে ম্যানুয়ালী ব্যবহার করবেননা। আপনার পেন ড্রাইভ যদি এফেক্টেড হয়ে থাকে তাহলে অটোম্যাটিক্যালি এটি আপনাকে জানিয়ে দেবে। তখন স্ক্যান করে রিমুভ করবেন। আমি আগেই বলেছি যদি আপনার পিসি পুর্বেই এফেক্টেড হয়ে থাকে তবে এটি কোন কাজ করবেনা। এটি শুধু মাত্র নতুন ইনষ্টল করা উইন্ডোজের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যারিসন পেন ড্রাইভ বাহিত ভাইরাসকে পেন ড্রাইভে থাকা অবস্থায়ই অটোম্যাটিক্যালি ডিটেক্ট করে পরে ম্যানুয়ালি রিমুভ করতে হয়। আর কাজ শেষ হয়ে গেলে এক্সিট না করে হাইড বাটনে ক্লিক করবেন। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পিসি এফেক্টেড নয় এবং আপনি হয়ত ম্যানুয়ালি স্ক্যান করার চেষ্টা করেছেন। কোন এফেক্টেড পেন ড্রাইভ ঢুকিয়ে চেষ্টা করে দেখুন। পেন ড্রাইভ ক্লিন করে ডিটাচ করে আবার এটাচ করবেন নয়তো পেন ড্রাইভে নাও এক্সেস করতে পারেন।

নিশান সহ অন্যান্য সবাইকে ভাইকে ধন্যবাদ।

কামরুল ইসলাম রুবেল

Level 0

This is my Request ID…….Y2BNGCKC
Thank U Bro

আর এফ রনি ভাইয়ের লাইসেন্স কোড 56
ব্যবহার করে মন্তব্য জানাবেন

my request id is S00JJ1RY74566. thanks for free bro…

Level 0

My request id is S01JJ50Y229350(Thank You)

my another code is 652035010230

amr akhane to garrison nijer file tak virus hisaben detect korlo nd delete kore dilo. ki bepar kamrul bhi amk aktu janaben. amr mone hoi .exe typer jekono file palai delete kore dai.

Kamrul Islam Rubel ভাই
আমার রিকোস্ট আডি হচ্ছে – S0VPJ90PC02872

This is my Request ID– S08EJ1OL820999

Level 3

Its my request ID. 0507J1FW203659

my request ID –S00JJ10X557735

6PS3XPGW এটা আমার রিকোয়েস্ট আইডি। চমৎকার কাজ। চালিয়ে যান। তারাতারি পাঠাইলে ভাল হয় বড়ই সমস্যায় আছি

Level 3

My Request ID is : S06QJ1JL716694
Please give me my License code.
Thanks Master Rubel.

Level 3

WD-WMAM9CX47151

রুবেল ভাই,
আপনি পরিশ্রম করে যে কাজটি করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।
S08EJ1UL386630

kamrul bhi ami ro akta request pathiachi. seitar license code ta pathan.

রুবেল ভাই আমি জিপ ফাইল সেইভ করে রেখেছি প্রথমে নতুন উইন্ডোজ ইনষ্টল করে তার পর এটা ইনষ্টল করবো আমার কোড কি ? আর এটা কি শুধু পেন ড্রাইভ জন্য কাজ করে নাকি এক সাথে পিসির কাজ করবে ।

আপনাদের মন্তব্য জন্য অপেক্ষা কছি।

Level 3

আমার রিকোয়েস্ট আইডি L20CC97H

সবার অভুতপূর্ব সাড়া আমাকে অনুপ্রাণিত করছে। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭.০০ টার পর গ্যারিসন সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর এবং লাইসেন্স কোড প্রদান করা হবে। সুতরাং আপনি যে সময়ই রিকোয়েষ্ট আইডি পাঠাননা কেন ঠিক সন্ধ্যার পর চেক করুন। আপডেট পেয়ে যাবেন। আর সবার প্রতি একটা অনুরোধ রইল যে, মুল টপিকস এবং এর সাথের সহকারী সমস্ত টপিকসগুলো মনযোগ দিয়ে পড়বেন। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়া ভাইরাস সম্পর্কে আমি একটি টপিকসে একটি বিস্তারিত মন্তব্য দিয়েছিলাম। যার লিংক https://www.techtunes.io/other/tune-id/2557/ এখানে। পড়ে দেখুন হয়তো অজানা অনেককিছু পেয়ে যেতে পারেন।

আরো একটি বিষয়। কেউ যদি কোন বিশেষ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন কিন্তু মুক্ত হতে পারছেন না তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন। আমি ভাইরাস নিয়ে কাজ করতে পছন্দ করি। মানে হচ্ছে আমি এন্টিভাইরাসের বিনিময় স্বরূপ ভাইরাস চাচ্ছি।

একটি শিহরণ জাগানো তথ্য জানাচ্ছি। ভাইরাস কিভাবে তৈরী হয়, এর ইন্টারনাল কোড এন্ড ইনফ্রাষ্ট্রাকচার, কিভাবে কাজ করে, কিভাবে নিজেকে লুকিয়ে রাখে এ বিষয়ে একটি প্রবন্ধ লিখতে চাচ্ছি। কারণ একসময় আমি নিজেও বেশ কিছু……..। তবে এ জন্য সাইট এডমিনিষ্ট্রেটরের অনুমতি প্রয়োজন। কারণ বিষয়টি বুমেরাংও হয়ে যেতে পারে।

যাই হোক গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল সাড়ে বারটার মধ্যে পাঠানো রিকোয়েষ্ট আইডি অনুযায়ী লাইসেন্স কোড গুলো নিচে দিলাম।

নাম রিকোয়েষ্ট আইডি লাইসেন্স কোড
বিভ্রান্ত S00JJ1RY74566 66547191
রকি S01JJ50Y229350 53922615
নিশান 652035010230 321532638
জহিরুল ইসলাম S0VPJ90PC02872 2783005
আরমান আলী S08EJ1OL820999 999281185
মাহাবুব 0507J1FW203659 956321855
আলআমিন S00JJ10X557735 537755205
মাছুম 6PS3XPGW 396
শফিক S06QJ1JL716694 496617265
ঋাট WD-WMAM9CX47151 15175020
আরিফ S08EJ1UL386630 366831185
শাখাওয়াত L20CC97H 7956

কামরুল ইসলাম রুবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
মাইটিভি

আমি এমএসওয়ার্ডে ট্যাব দিয়ে নাম রিকোয়েষ্ট আইডি এবং লাইসেন্স কোড লিখে ছিলাম। পোষ্ট করার আগেও ঠিক ছিল। কিন্তু পোষ্ট করার পর ট্যাব কাজ করেনি। তাই বুঝতে একটু সমস্যা হতে পারে। খেয়াল করলে বুঝতে পারবেন যে রিকোয়েষ্ট আইডি আর লাইসেন্স কোডের মধ্যে একটি স্পেস আছে। পরের অংশটুকু লাইসেন্স কোড। আর গ্যারিসনের লাইসেন্স কোড শুধু মাত্র নিউমেরিক হয়।

অনিচ্ছাকৃত ও অনাকাংখিত সমস্যার জন্য দু:খিত।

কামরুল ইসলাম রুবেল

Level 3

My Request ID is E15511VN

My Request ID is PVF804Z31S5WWN

নাজমুল ভাইয়ের লাইসেন্স কোড 115546
মাজহারুল ভাইয়ের লাইসেন্স কোড 5134905

Level 3

S00JJ30Y762356

ভাই ধন্যবাদ ।

এখনও ব্যবহার করিনি সত্যিই কিন্তু আপনার অনেক শ্রমে গড়া এ ফসলটুকু সকলের সাথে শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার রিকুয়েষ্ট আইডি S00JJ40Y530927 যার লাইসেন্স কোডটি জানালে উপকৃত হব। যাক, রুবেল ভাই, আমি নিজেও মানুষ হিসাবে কিউরিয়াস, বিশেষ করে আইটি লাইনে। আমি আমার শ্রবণ শক্তি হারিয়েছি আজ প্রায় ৫ বছর হতে চলল। তাছাড়াও ব্লাড ক্যান্সারে আক্রান্ত- কিন্তু এতকিছুতেও আমি দমে থাকিনি। এখন যে জীবণটা আমি উপভোগ করছি তা বিধাতার অশেষ দান (বোনাস লাইফ) বলে মনে করি। সব সময় নতুন কিছু করতে নতুন কিছু জানতে চাওয়া এ যেন আমার নেশাই বলতে পারেন। আজ পর্যন্ত যতটুকু জেনেছি এর পেছনে রয়েছে আমার অকান্ত পরিশ্রম। তাই আমি প্রায়শই বলে থাকি আমার জন্য সবচেয়ে শাস্তিযোগ্য কাজ হলো অকর্মন্য হয়ে রেষ্ট এ থাকা যা আমার নীতি বিরুদ্ধই বলা যেতে পারে। এই শ্রবণহীন অবস্থাতেও আমি কম্পিউটার ট্রেনিং ইনষ্টিটিউট, ডিজিটাল ষ্টুডিও, কম্পিউটার সেলস্ এন্ড সার্ভিসিং, ভিডিওগ্রাফী ও সেই সাথে নতুন সংযোজন ক্যাবল টিভি নেটওয়ার্ক- এ সব গুলোই একে একে গড়ে তুলেছি আজ ৫টি বছর ধরে। আমার চেষ্টা সেই সাথে সকলের সহযোগিতাই আজ এতটুকু করতে উৎসাহ যুগিয়েছে আমাকে। আমি এটুকু প্রমাণ করতে চেয়েছি চেষ্টা করলে মানূষ অনেক দুর যেতে পারে, যদি তার মেধা কমও থাকে, তবুও সৃষ্টিশীল মানুষকে কেহই দমিয়ে রাখতে পারেনা। টেকটিউনস আমার খুব ফেভারিট একটি সাইট যা আমাকে প্রতি মুহুর্তে অনুপ্রাণিত করে । সকলের উৎসাহ উদ্দীপনা আর নতুন নতুন চিন্তাভাবনা দেখে আনন্দিত হই সব সময়।
যাক, আপনি মাই টিভি-র ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার জেনে আপনার কাছে একটি নতুন জিনিস জানতে চাইব (যা আমার এখনও খানিকটা অজানা), তা হলো আমার পিসির আউটপুটকে কিভাকে ডিস নেটওয়াকে ব্রডকাষ্ট করতে পারব? এর জন্য কি টিভি কার্ড লাগবে? নাকি আলাদা ভিজিএ কার্ড লাগাতে হবে? আর প্রোগ্রামের নিচে দিয়ে কিভাবে টেক্সট এ্যাড দিতে পারব এ বিষয়ে যদি খানিকটা হেল্প করতেন তবে অনেক উপকৃত হতাম। কারণ পিসি ডিস নেটওয়ার্কে কানেক্ট না করতে পারলে পিসি দিয়ে মজার মজার কিছু সার্ভিস দেওয়ার ইচ্ছে ছিল যা আপাতত পারছিনা। তাই জানালে উপকৃত হব। ধন্যবাদ আবারও। আমার ইমেল – [email protected]

Level 3

my riquist number this YHEYHLT1717 Saroar

Level 3

ur email id write pls………….Give us

Level 3

S00JJ30Y636122

রুবেল ভাই আমার Requent ID Number S0DWJ1FP164769.
Please give me code.
Sajib

@ রুবেল ভাই- প্রথমেই অনেক ধন্যবাদ এই রকম একটা ব্যতিক্রমি কার্যক্রম চালানোর জন্য। আপনি ভাইরাস তৈরি নিয়ে লেখা শুরু করে দেন। টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms/ -র 1.4 ট্রার্ম অনুযায়ী এটা নিয়ে টিউন করাতে কোন সমস্যা থাকার কথা না। আমারা আপনার কাছ থেকে আর বিষয় জানতে চাই টেলিভিশন ব্রডকাস্ট টেকনোলজি সম্পর্কে। প্লিজ আমাদের জানান.. আমি ব্যক্তিগত ভাবে খুবই কিউরিয়াস এই বিষয়ে কিন্তু বাংলায় কোথাও নেই। মাইটিভির ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাছ থেকে এই টেকনোলজি নিয়ে জানতে পারব বলে আশা করি।

আমার কোড W40G4J6A

ধন্যবাদ।

ভাই আপনার সফটওয়্যার সেটআপ করার পর আমার কম্পিউটারে ব্যাবহত (ক্যাসপারস্কাই) এটিকে ট্রোজন হিসেবে ডিটেক্ট করেছে এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কি।
Detected–GARRISON.EXE—riskware trojan. generic

রুবেল ভাই
আমার আই ডি নাম্বার S0DWJ1FP164769
দয়া করে কোড নাম্বারটা দিন।

রূবেল ভাই আমাকে একটা কোড দিয়েন আমার আইডি নং S08EJ1RP400355

Level 3

amar request code VFJ101R7D5WZEM
pls license code ta din

PVFC04ZHRDAK9E

Level 3

This is my code…S0DWJ30L361068…..ai site e banglai kivabe lekha jai aktu janaben,plz..thnx for ur software..

Level 3

rubel vai, apner software ta ki kono CD,DVD,memory card reader er virus keo detect korbe ?

Level 3

S01RJ20X232355

সাইট এডিমনকে বলছি: আমি একটি বড় লেখা পোষ্ট করছি কিন্তু দেখতে পারছিনা কেন?

ওয়ারেসুল আলম ভাইকে বলছি; এত প্রতিকুলতার মধ্যেও আপনি এগিয়ে যাচ্ছেন তাতে আমি বিশ্বাস করি আপনি হবে অনেকের মডেল। আপনার এই পথচলা যাতে মসৃণ হয় সেই কামনা করছি। আপনার কথায় একটু কনফিউশনে পড়ে গেলাম। ক্যাবল টিভি নেটওয়ার্ক আর DishTV নেটওয়ার্ক এক জিনিস নয়। যদি আপনি লোকাল ক্যাবল টিভি অপারেটর এর ব্যাপারে বলে থাকেন তাহলে আপনাকে ইনফরমেশন দিতে পারি। তবে ডিশটিভি একটি ইন্ডিয়ান কোম্পানী সেখানে কারোরই কিছু করার নেই।

আমার মনে হয় আপনি লোকাল ক্যাবল টিভি নেটওয়ার্কে একটি কম্পিউটারাইজড নিজস্ব চ্যানেল তৈরী এবং এতে স্ক্রল বিজ্ঞাপণ চালানোর ব্যাপারে বলছেন। যদি তাই হয় তাহলে আপনাকে যথেষ্ট ইনফরমেশন দিতে পারব। কারণ আমি নিজেই CabTV নামে একটি এপ্লিকেশন এর জন্য ডেভেলপ করেছি যা বাংলাদেশের বিভিন্ন লোকাল ক্যাবল টিভি অপারেটররা ব্যবহার করছেন।

যেহেতু এই টপিকসটি টেলিভিশন ব্রডকাষ্ট সংক্রান্ত নয় সেহেতু এখানে আর এ বিষয়ে আলোচনা না করাই ভালো হবে। অন্য কোথাও পরবর্তীতে আলাপ করা যাবে। আশা করি অর্পণ ভাইও পরবর্তীতে আমাদের সে আলোচনায় যোগ দেবেন।

আলআমিন ভাইকে বলছি। আপনার ক্যাসপারস্কাই এটাকে ডিটেক্ট করার কারণ হচ্ছে গ্যারিসনে এমন কিছু কোড আছে যা পিসির রেজিষ্ট্রি চেঞ্জ করে, ষ্টার্টআপে অটোম্যাটিক্যালি প্লেস করে, কম্পিউটার রিষ্টার্ট করার মত ক্ষমতা আছে, ড্রাইভ স্ক্যান করার ক্ষমতা আছে এছাড়া আরও বেশ কিছু ব্যাপার আছে যা কোন ভাইরাস রাইটারও এপ্লাই করে থাকে বা করতেই হয়। এজন্যই একে ট্রোজান হিসেব ডিটেক্ট করে। কোন ভাইরাসে এই কোডগুলোই থাকে যা ইউজারের অজান্তে ইউজারের ক্ষতি সাধন করে কিন্তু গ্যারিসন ইউজারকে জানিয়ে ইউজারের কম্পিউটিং স্মুথ করার জন্য ব্যবহার করা হয়েছে। একেই কিছু পরিবর্তন করে দিলে গ্যারিসনই হয়ে যেতে পারে ভাইরাস। খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই: আপনার পিসিতে যে স্ক্যানটা হয় সেটা যদি আপনাকে না জানিয়ে করত এবং আপনি রিমুভ বাটনে ক্লিক করলে যে কাজটা হয় সেটাও যদি আপনাকে না জানিয়ে হত তাহলে গ্যারিসনই হত আর এক মারাত্মক ভাইরাস। আমার মনে হয় আপনি বিষয়টা পরিষ্কার।

আপনারা যে যখনই কোন রিকোয়েষ্ট আইডি পাঠাননা কেন প্রতিদিন সন্ধ্যে ৭.০০ টার পরপরই লাইসেন্সকোড এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একই আইডি দুবার পাঠাবেন না। কিরণ ভাইকে বলছি আমার আনঅফিসিয়াল আইডি হচ্ছে রুবেলমাইটিভিএটজিমেইলডটকম। কেন এভাবে লিখলাম নিশ্চই বুঝতে পারছেন। আর একটা তথ্য একই লাইসেন্স কোড অন্য পিসিতে কাজ করবেনা। আপনার পিসির হার্ডডিস্ক চেঞ্জ করলে লাইসেন্স কোড চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে যে লাইসেন্স কোডটা পেয়েছেন এটা আপনার বর্তমান হার্ডডিস্কের জন্য। যে কোন পিসিতে এই হার্ডডিস্ক ব্যবহারের সময় একই লাইসেন্স কোড ব্যবহার করতে পারবেন। মুলত: রিকোয়েষ্ট আইডি হচ্ছে আপনার হার্ডডিস্কের সিরিয়াল নাম্বার।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ
কামরুল ইসলাম রুবেল

আমি লাইসেন্স কোড সহ পাঠাতে গেলে এই এরর পাচ্ছি। সাইট এডমিন একটু দেখবেন কি?

textStatus: error, errorThrown: undefined

নাম অনুযায়ী রিকোয়েষ্ট আইডিগুলোর লাইসেন্স কোড দিচ্ছি
ফাহিম – S00JJ30Y762356 – 653267405
ওয়ারেসুল আলম – S00JJ40Y530927 – 72935505
সারোয়ার – YHEYHLT1717 – 717166
শোয়েব – S00JJ30Y636122 – 221636405
সজীব – S0DWJ1FP164769 – 967461205
অর্পণ – W40G4J6A – 6476
সাজিদ – S08EJ1RP400355 – 55341185
আরিফ – VFJ101R7D5WZEM – 571205
সজিব – PVFC04ZHRDAK9E – 9505

Level 3

amar requist id. 3JVBLQ8W. licence code jananor jonno onurod korsi. thank you.

@Kamrul Islam Rubel – আপনার মন্তব্যগুলো স্প্যাম হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছিল। হিজিবিজি কোড থাকায় আর বড় পোস্ট হওয়ায়। যাই হোক আমরা একে ফল্স পজেটিভ হিসেবে চিহ্নিত করে দিয়েছি। ফলে আর এই ধরনের মন্তব্য স্প্যাম হিসেবে চিহ্নিত হবে না বলে আশা করি। সাইট সংক্রান্ত সমস্যা টেকটিউনসকে জানান এর মাধ্যমে জানান। এতে দ্রুত সমাধান করা সম্ভব হয়।

ধন্যবাদ।

রুবেল ভাই কি অনলাইনে আছেন? যদি থাকেন রিপ্লাই দিন প্লিজ

আমার চ্যাট আইডি হচ্ছে rubelmytv at yahoo.com আমি প্রতিদিন রাত ৮.০০ থেকে ৯.০০ টা পর্যন্ত অনলাইনে আছি।

Level 3

Kamrul Islam Rubel , Where is my আইডির লাইসেন্স কোড ????
[email protected]

আমার কোড L23EP94G. Please send me the license key.

Level 0

রুবেল ভাই, প্রথমেই অনেক ধন্যবাদ। আমার আইডি- WD-WCAP99832200

আমার আইডি কোড S0V3J9BPB13961

Level 3

ডিয়ার রুবেল,
আমাদের দরকার অনেক অনেক রুবেল, যারা আমাদের দেশের পরিচয় পাল্টে দেবে বিশ্বের দরবারে নতুন নতুন প্রযুক্তিকে নিজেদের হাতের মুঠোয় এনে।
আমার Request ID হলো WD-WCANM9214488. প্লিজ, সেন্ড মি Licence Code.
আন্তিরকতা, সততা এবং প্রচেষ্টাই বদলাতে পারে জীবন বা সমাজের মান।
ধন্যবাদ আপনার এই উদ্দোগের জন্য।
শফি

আগের বারের মত লাইসেন্স কোড পাঠাতে সমস্যা হচ্ছে। টেকটিউনসকে জানিয়েছি কিন্তু এখনও কোন সমাধান না পাওয়ায় লাইসেন্স কোড পোষ্ট করতে পারছিনা। সবাই একটু অপেক্ষা করুন।

সবাইকে ধন্যবাদ
কামরুল ইসলাম রুবেল

Dear Rubel bhai,
I hope it will work. Thanks for your hard work and wish you all the best.

My request Id is 75NJ0529S
Please send me Licence Code or mail me at [email protected]

Regards,
Lutfor

Level 3

amar hard disk ar un remoble space remove korte chai. somadhan jana thakla janala kushi hobo. thank you asad

This is my Garrison Request ID:-V206ALSG, Please send me the license key

Hello Brother, My code is 6RA8DXCT. Pls provide the Licence key.

Thanks.
Palash.

Level 3

S0DWJ30L361068—this is my code..i gave this before(22 december) but the last digit of the code was missed there..sorry for that….
rubel vai, apner software ta ki kono CD,DVD,memory card reader er virus keo detect korbe ?

আমার কোড টি হল : WD-WMAM9DL47797
ভিন্ন ভিন্ন computer এ কি ভিন্ন ভিন্ন কোড লাগবে?
আমার তো দুটোতে চালাতে হবে।
আপনার Mobile নম্বরে call করে Request কোডটি বললে কি সমস্যা আছে?

কোডটির Activision যদি email করে পাঠাতেন তবে অনেক উপকৃত হতাম।
আমার ইমেইল হল : [email protected]

I think this will be ultimate solution for computer users.

অদ্যাবিধ টেকটিউন সাইট এডিমন কোন ব্যবস্থা না নেয়ায় আমি লাইসেন্স কোড পোষ্ট করতে পারছিনা। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে লাইসেন্স কোড প্রদানের জন্য একটি সাইট খুলতে যাচ্ছি। আজ সন্ধ্যার পর উক্ত লিংকটি প্রকাশ করা হবে। সবাই উক্ত লিংকে যার যার নাম ও রিকোয়েষ্ট আইডি অনুযায়ী লাইসেন্স কোড পাবেন।

সবাইকে ধন্যবাদ
কামরুল ইসলাম রুবেল

Level 3

Many Thanks.
My Code 6PS3ZD35

Level 0

Many Many Thank u.
My Code is 6PS3ZD35

Level 3

কোডটি হলো : PFD115S3SH0R5M

গতকাল টেকটিউনস থেকে আপনাকে একটি মেইল করা হয়েছে। দয়া করে তা Follow করুন।

টেকটিউনসকে ধন্যবাদ সলিউসন দেয়ার জন্য
নিচে নাম ও রিকোয়েষ্ট আইডি অনুযায়ী লাইসেন্স কোড দেয়া হলো

siam – S0DWJ30L361068 – 86163405
kiron – S01RJ20X232355 – 553232315
sm asad – 3JVBLQ8W – 866
anisur rahman – S08HJ1ML309542 – 245931185
narayan – L23EP94G – 49356
sharif878 – WD-WCAP99832200 – 22390020
MKM. Shishir – S0V3J9BPB13961 –
safi – WD-WCANM9214488 – 169319405
Lutfor Rahman – 75NJ0529S – 925615
Soharab Amin – V206ALSG – 656
polash – 6RA8DXCT – 896
Siam – S0DWJ30L361068 – 86163405
rajib – WD-WMAM9DL47797 – 79775020
ihfarid – 6PS3ZD35 – 53396
jotish – PFD115S3SH0R5M – 5351205

লাইসেন্স কোড এপ্লাই করার পূর্বে নিশ্চিত হয়ে নিন যে আপনার পিসিতে কোন ভাইরাস নেই। কারণ গ্যারিসন কোন এন্টিভাইরাস নয়। এটি ভাইরাসকে প্রবেশেকালীন সময়ে রিমুভ করে। গ্যারিসন যে কোন প্রকার পোর্টেবল মেমোরীর জন্য কাজ করবে। ব্যবহার করার পর মন্তব্য আশা করছি। লাইসেন্স কোডগুলো পোষ্ট করতে অনিচ্ছাকৃত দেরী হওয়ায় দু:খিত। যে কোন প্রকার প্রশ্নের জন্য মেইল করুন [email protected] এছাড়া যে কোন সময় skype তে কথা বলতে চাইলে ডায়াল করুন rubelmytv এই আইডিতে।

সবাইকে ধন্যবাদ
কামরুল ইসলাম রুবেল

Thank you for your great invention. My id is S08HJ1MP208018. Please give me the license key. Wish your happy life.

My id is S08HJ1MP703000

Dear Rubel bhai,
I hope it will work. Thanks for your hard work and wish you all the best.

My request Id is 5PJ1K63P
Please send me Licence Code.

Regards,
Foyz

palash mridha – S08HJ1MP208018 – 81821185
Sarwar Ahmed – S08HJ1MP703000 – 371185
Fayez – 5PJ1K63P – 36186

Thanks everybody

Kamrul Islam Rubel

Level 3

my request id is. PVG904ZF0E2G6V

Level 0

My Request id PVG904ZHS24LDV
Thank u ……..Kamrul Islam Rubel bhai

Level 0

my code is D26Z5JDE

Level 0

আমার আই ডি — Y21RPQHC (১ম পিসি)
S08HJ1FP802630 (২য় পিসি)

Level 3

PVF904ZHTYR99N

Level 0

Mi ID:562208014953
Thank U Rubel Vai

Level 3

My ID : S0DWJ1HL900393

That’s a great work. Keep going.

গ্যারিসনের নতুন লাইসেন্স কোড
asad- PVG904ZF0E2G6V – 625005
murad – PVG904ZHS24LDV – 425005
ihfarid – D26Z5JDE – 5656
Shahadat Y21RPQHC – 156
Shahadat S08HJ1FP802630 – 36281185
Nil – PVF904ZHTYR99N – 995005
rfrony – 562208014953 – 3594182326
Razib – S0DWJ1HL900393 – 3939205

ভাইয়া আমার কোড টি PVG904Z22T12NV এর সিরিয়াল নাম্বারটি জানালে খুশি হব ।

মেহেদী হাসানের জন্য লাইসেন্স কোড 21225005

রুবেল ভাই আমার কোড টি S17HJDWQ927528
লাইসেন্স কোডটি দিলে অনেক উপকার হবে।ধন্যবাদ।

Y221RFDE ভাইয়া েকমন আেছন। আল্লাহ আপনােক ভাল রাখুক।

Level 3

“THANK U”

আমি একটি য়েব সাইট তৈরী করেছি। কিন্তু তাতে কোন কিছু যুক্ত করতে পারছি না কি ভাবে কাজ করব জানালে উপকৃত হব।

Level 3

786786
PLZ GIVE ME MY CODE

রুবেল ভাই আপনি কি খুব ব্যস্ত ????????

হ্যাঁ ভাই ঠিকই ধরেছেন। নতুন লোকেশনে অফিস চেঞ্জ করার প্রক্রিয়াধীন থাকার কারণে লম্বা সময় নিয়ে একটানা নেটে বসার সুযোগ পাইনা। আগামী শনিবার আপনার লাইসেন্স কোড পেয়ে যাবেন।

রুবেল ভাই আপনি কি রাগ করলেন?আমি অত্যন্ত দুঃখিত।
আপনার যখন ইচ্ছা তখন লাইসেন্স কোড দিয়েন এরজন্য কোন চিন্তা কইরেন না।
আগে হাতের কাজ শেষ করেন।ওকে, ভাল থাইকেন।ধন্যবাদ।

কুয়াশা -S17HJDWQ927528 – 825729815
আনিসুর রহমান – Y221RFDE – 1256
ওমর – 786786 – 6876891

কুয়াশা ভাই/বোন; না রাগ করিনি। দেরী হওয়ার জন্য দু:খিত। ওমর ভাইয়ের রিকোয়েষ্ট কোডটা কেন যেন আজীব মনে হচ্ছে। কাজ না করলে একটু কনফার্ম হয়ে আবার জানাবেন। সবাইকে ধন্যবাদ

Level 3

S08EJ1GL942545 vaia amar code eta,,,akhon ki korbo?

রুবেল ভাই কোড দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভাল কথা কুয়াশা ভাই বললেই হবে।
আমি আপনার বয়সে ছোট তাই নাম ধরেও ডাকতে পারেন।

রুবেল ভাই, সালাম নিবেন। আমার ID
WD-WXC408662617 অপেক্ষায় রইলাম।

Level 3

আমার আই ডি ও দিলাম।

X8KEFLV9S

অপেক্ষায়ও রইলাম।

S13QJ1NQ402891

Level 3

S0V3JDWQB01540

Level 3

S0V3J1KQ501801 vai amare ekta serial key den pls pls pls

Level 3

PVF904ZHTXVLNN