এই তপ্ত গরমে প্রশান্তি বয়ে আনুক আপনার কম্পিউটারে! আর আমার আজকের টিউন
এমনই মজার একটি সফটওয়্যার নিয়ে যা দিয়ে আপনার ডেস্কটপে সবসময় বরফ পরতে থাকবে।
Snow for Windows নামের এই ছোট সফটওয়্যারটির কাজ হল ডেস্কটপে বরফের ঝড় সৃষ্টি করা। অর্থাৎ আপনার ডেস্কটপে বরফ পরতে থাকবে। মাঝে মাঝে বরফ কণা ছুটে যাবে এ প্রান্ত থেকে ও প্রান্তে। শুধু তাই নয় আপনার ডেস্কটপে বরফ জমে যাবে আর সেখানে বরফ রাজ্যের সাদা মেরু ভাল্লুক এসে উপস্থিত হবে না তা কি করে হয়? হ্যা আপনার ডেস্কটপে সাদা মেরু ভাল্লুক গম্ভির মুখে পায়চারী করতে থাকবে। আর সান্তা মারিয়া তার দলবল নিয়ে ছুটাছুটিতো আছেই।
আপনি আপনার ইচ্ছা মত বরফের আকার, ডিজাইন, ভাল্লুকের সাইজ ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এছাড়াও এটি স্ক্রিন সেভার হিসেবেও ব্যবহার করতে পারবেন।
Snow for Windows | 1.5Mb
সাথে সিরিয়াল কী দেয়া আছে।
আশা করি সবার ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
মজার একটা জিনিস দিলা একবারতো টেষ্ট করে দেখতে হবেই তবে win7 কাজ করে কিনা জানাইবা,ধন্যবাদ সুন্দর টিউন।