IDM এর Speed Limiter ট্যাব ফিরিয়ে আনুন

IDM দিয়ে ডাউনলোড করার সময় ভার্সন ৬ এর পরবর্তি সকল ভার্সনে ডাউনলোড স্ট্যাটাস ডায়ালগবক্স এর পাশে দুইটা কাজের ট্যাব যুক্ত করা হয়েছে । কিন্তু এর সাথে একে লুকিয়ে ফেলার জন্য 'Hide Tab' অপশন ও রাখা হয়েছে । হারানো ট্যাব ফিরিয়ে আনার জন্য নতুন করে IDM ইন্সটল দিলেও কাজ করেনা । আমি এটা সল্ভ করার জন্য নতুন করে সিস্টেম পর্যন্তও দিয়েছি ।

 

 

আজকে আপনাদের কাছে অন্য উপায়ে এটাকে সল্ভ করার উপায় নিয়ে আসলাম । আশা করি ভালো লাগবে ।

তো শুরু করা যাক:


1. IDM এর মেইন উইন্ডো থেকে উপরে মেনু বারে দেখবেন একটা Downloads নামের মেনু আছে ।
2. এবার এখানে থেকে ডাউনলোড Option ডায়ালগ বক্স ওপেন করুন । এখানে খেয়াল করুন 'Downloads'নামের একটা ট্যাব আছে । এবার সবার উপরেই 'Edit'বাটনে ক্লিক করুন ।
3. একটা নতুন ডায়ালগ বক্স আসবে এখান থেকে সবগুলোতে অথবা পছন্দ মত অপশনে টিক দিয়ে ওকে করে বের হয়ে আসুন ।

Restore IDM Speed Limiter TAB
বর্ননা না বুঝলেও হবে । ছবি অনুসরন করুন ।

4. এবার যে কোন নতুন ডাউনলোডেই পাবেন আপনার পুরাতন সেই স্পিড লিমিটার ।

 

**This is tinny problem but some time tinny problem could take much time.

Level 2

আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

A stupid learner


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 2

    @সবুজ ভাই: 🙂

Thanks for share

    Level 2

    @মাহমুদ কলি।: 😉

Thanks

    Level 2

    @masud08rana: :O